ব্রাজিলের সঙ্গে সম্পর্কে আরও উন্নতি চান চীন প্রেসিডেন্ট
ব্রাজিলের সঙ্গে সম্পর্কে আরও উন্নতি চান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। রাষ্ট্রীয় সফরে গতকাল রোববার সি চিন পিং ব্রাজিলে গেছেন। সেখানে তিনি জি-২০ সম্মেলনেও অংশ নেবেন।
ব্রাজিলের রিও ডি জেনিরোতে আজ সোমবার শুরু দুই দিনের জি-২০ সম্মেলন। সম্মেলনে অংশ নিতে জোটের অন্যান্য দেশের নেতারা ব্রাজিলে গেছেন।
সফরকালে চীনা প্রেসিডেন্ট সি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে সাক্ষাৎ করবেন। সি আগামী বৃহস্পতিবার পর্যন্ত ব্রাজিলে অবস্থান করবেন।
সির সফর নিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, এই সফর দুই দেশের কৌশলগত পারস্পরিক বিশ্বাসকে আরও শক্তিশালী করবে। বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতাকে আরও গভীর করবে।
ব্রাজিলের শীর্ষ বাণিজ্য অংশীদার চীন। অন্যদিকে চীনও ব্রাজিলে বিভিন্ন পণ্য রপ্তানি করে। এর মধ্যে আছে সেমিকন্ডাক্টর, ফোন, ওষুধ, চিকিৎসাসরঞ্জাম।
গত বছর ব্রাজিলের ক্ষমতায় ফেরেন লুলা। তিনি চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন।