ব্রাজিল

ব্রাজিল আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে সফল দল। ব্রাজিলই একমাত্র দল যারা অংশগ্রহণ করেছে বিশ্বকাপের প্রতিটি আসরে। বিশ্বকাপ শিরোপাও তারা জিতেছে সবচেয়ে বেশি, পাঁচবার। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে।

সবচেয়ে বেশি, চারটি কনফেডারেশনস কাপ বিজয়ী দলও ব্রাজিল। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্ব নির্ণয়ের লড়াই, কোপা আমেরিকায় ব্রাজিল সফলতা পেয়েছে আটবার। সর্বশেষ তারা কোপা আমেরিকার শিরোপা জিতেছিল ২০০৭ সালে।

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে নিজের জাত চিনিয়েছেন ব্রাজিলের জার্সি গায়ে। পেলে ছাড়াও গারিঞ্চা, জিকো, সক্রেটিস, জিজিনহো, রোমারিও, বেবেতো, রোনালদো, রিভালদো, রোনালদিনহোদের মতো বিশ্ব-সেরা ফুটবলাররা খেলেছেন ব্রাজিলের হয়ে। বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমারও উঠে এসেছেন ব্রাজিল থেকে।

ফুটবলই যে ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় খেলা, সেটা বলার অপেক্ষা রাখে না। ব্যাপক জনপ্রিয়তার কারণে ব্রাজিলকে ফুটবলের দেশ বলেও ডাকেন অনেকে। ১০ হাজারেরও বেশি ব্রাজিলিয়ান পেশাদারি ফুটবল খেলেন পুরো বিশ্বজুড়ে।

ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি, ৭৭টি গোলের রেকর্ডও আছে পেলের দখলে। আর ব্রাজিলের জার্সি গায়ে সবচেয়ে সবচেয়ে বেশি, ১৪২টি ম্যাচ খেলেছেন সাবেক ডিফেন্ডার কাফু।

আরও