ভারতে এক দিনে ৮০ লাখের বেশি মানুষ টিকা পেলেন

নয়াদিল্লিতে একটি টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে
ছবি: এএনআই

ভারতে ১ দিনে ৮০ লাখের বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। সরকারের নতুন টিকাদান নীতি চালুর প্রথম দিনই এই বৃহৎ কর্মযজ্ঞ সারা হয়। এক দিনে দেশটিতে এত মানুষকে টিকা দেওয়ার ঘটনা এটাই প্রথম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়।

মোদি টুইটারে বলেন, ‘কোভিড-১৯–এর বিরুদ্ধে এখন পর্যন্ত টিকাই আমাদের শক্তিশালী অস্ত্র। যাঁরা টিকা পেয়েছেন, তাঁদের অভিনন্দন। আর সেই সব সম্মুখসারির যোদ্ধা, যাঁরা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এই বিশাল কর্মযজ্ঞ সাধন করছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা। শাবাশ ভারত!’

এর আগে ভারতে ১ দিনের সর্বোচ্চ টিকা দেওয়া হয়েছিল ৪২ লাখ ৬৫ হাজার ১৫৭ জনকে। দিনটি ছিল ২ এপ্রিল।

১৮ বছরের বেশি বয়সীদের আজ দেশটিতে বিনা মূল্যে টিকা দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি টিকাদান কর্মসূচির নিয়ন্ত্রণ রাজ্য সরকারের কাছ থেকে নিজ হাতে তুলে নিয়েছে কেন্দ্র।

এ মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী মোদি ঘোষণা দিয়ে বলেছিলেন, ভারতে উৎপাদিত বিভিন্ন প্রতিষ্ঠানের করোনার টিকার ৭৫ শতাংশ সরাসরি কিনে নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে কেন্দ্রীয় সরকার। বাকি ২৫ শতাংশ বেসরকারি হাসপাতালগুলো কিনে অর্থের বিনিময়ে টিকা গ্রহণে আগ্রহীদের দিতে পারবে।

রোববার কেন্দ্র থেকে সব রাজ্যে ২৯ কোটি ১০ লাখের বেশি টিকা সরবরাহ করা হয়েছে। এখন রাজ্যগুলোর হাতে তিন কোটির বেশি টিকা আছে। আগামী ৩ দিন কেন্দ্র থেকে ২৪ লাখ ৫৩ হাজার ৮০টি করে টিকা দেওয়া হবে।

কেন্দ্র টিকার নিয়ন্ত্রণ নেওয়ার আগে রাজ্যগুলোর দায়িত্ব ছিল নিজ নিজ রাজ্যের ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের জন্য ৫০ শতাংশ টিকার ব্যবস্থা ও প্রদান করা। কেন্দ্র শুধু ৪৫ বছর ও এর বেশি বয়সীদের জন্য টিকা দিত।

গতকাল রোববার সকাল ৭টা পর্যন্ত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ভারতে ৩৮ লাখ ২৪ হাজার ৪০৮ জনকে টিকা দেওয়া হয়। এর মধ্য দিয়ে টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়ায় ২৮ কোটি ৩৬ হাজার ৮৯৮।

আজ পাটনায় একটি টিকাদান কেন্দ্রের দৃশ্য। চলছে নাম নিবন্ধন
ছবি: এএনআই

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ২৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ৪২২ জনের।

সবশেষ এ তথ্য নিয়ে ভারতে করোনা সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ২২১। মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৩৫।

ভারতে ১৪ দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৮৩ শতাংশ।