মোদিকে যে কারণে চিঠি দিলেন সোনিয়া গান্ধী

নরেন্দ্র মোদি, সোনিয়া গান্ধী

সংসদের বিশেষ অধিবেশনে আলোচনার জন্য ৯টি বিষয় চিহ্নিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সেসব বিষয়ের মধ্যে যেমন রয়েছে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষকদের সমস্যা ও মণিপুর পরিস্থিতি, তেমনই রয়েছে আদানি প্রসঙ্গ। লাদাখে চীনের সঙ্গে সীমান্ত প্রসঙ্গ নিয়েও আলোচনার দাবি জানিয়েছেন তিনি।

আজ বুধবার কংগ্রেস সংসদীয় দলের প্যাডে লেখা ওই চিঠিতে সোনিয়া এ অভিযোগও করেছেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করেই সংসদের এই বিশেষ পাঁচ দিনের অধিবেশন ডাকা হয়েছে। অধিবেশনে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, তার বিন্দুবিসর্গও কারও জানা নেই।

সংসদের এই বিশেষ অধিবেশন ১৮ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

সোনিয়া লিখেছেন, তাঁরা অবশ্যই ওই বিশেষ অধিবেশনে যোগ দেবেন। কারণ, দেশের পক্ষে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপনের সুযোগ নিতে পারবেন। এর পরেই তিনি মোট ৯টি বিষয়ের উল্লেখ করে বলেছেন, ‘আশা করি, নির্দিষ্ট নিয়মের আওতায় এসব বিষয় আলোচনার অনুমতি দেওয়া হবে।’

৯টি বিষয়ের প্রথমটিই হচ্ছে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, বৈষম্য বৃদ্ধিসহ ছোট ও মাঝারি শিল্পকে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, সেসব নিয়ে আলোচনার আগ্রহ তিনি দেখিয়েছেন। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতি ও কৃষকদের দাবি নিয়ে আলোচনার প্রয়োজনীয়তার কথা লিখে তিনি বলেছেন, আদানি গোষ্ঠীর দুর্নীতির তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের বিষয়টিও আলোচিত হওয়া দরকার।

সংসদের বর্ষাকালীন অধিবেশনে মণিপুর পরিস্থিতি নিয়ে বিরোধীদের দাবি অনুযায়ী আলোচনায় সরকার রাজি হয়নি। গোটা অধিবেশনই তা নিয়ে ভন্ডুল হয়ে যায়। প্রধানমন্ত্রীর নীরবতা ভাঙতে বাধ্য হয়ে বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনতে হয়েছিল। মণিপুর পরিস্থিতিও তাই আলোচনার জন্য চিহ্নিত করেছেন সোনিয়া। পাশাপাশি আলোচনা করতে চেয়েছেন হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি নিয়ে।
ভারতের জমি দখল করে সীমান্তে উত্তেজনা জিইয়ে রেখেছে চীন। অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে। এ বিষয় নিয়েও তিনি আলোচনার দাবি জানিয়েছেন। চীনের আগ্রাসী ভূমিকা নিয়ে সংসদে কোনো আলোচনার অনুমতি সরকার আজ পর্যন্ত দেয়নি।

এ ছাড়া জাত গণনা, কেন্দ্র–রাজ্য সম্পর্কহানি এবং কোনো কোনো রাজ্যের বন্যা ও খরা পরিস্থিতি নিয়েও সোনিয়া আলোচনায় আগ্রহ দেখিয়েছেন। প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন, গঠনমূলক সহযোগিতার মনোভাব নিয়ে সরকার এই দাবি স্বীকার করে সংসদের বিশেষ অধিবেশনে আলোচনায় আগ্রহী হোক।