লোকসভা ভোটের আগে প্রার্থীদের চিঠি দিলেন নরেন্দ্র মোদি
ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার ভোট গ্রহণ পর্ব শুরু হতে চলেছে শুক্রবার থেকে। মোট সাত দফায় হবে এই ভোট। আগামীকাল শুক্রবার প্রথম দফার ভোট হবে ১৭ রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে। ২০১৯ সালের ভোটে এই আসনগুলোর মধ্যে ৪৫টিতে জয়ী হয়েছিল বিজেপি ও তার সঙ্গীরা।
শুক্রবারের আসনগুলোর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। তিনটি কেন্দ্রই গতবার বিজেপি জিতেছিল। সেবার পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ১৮টি। এবার তাদের লক্ষ্য অন্তত ২৫। লোকসভার আসনগুলোর পাশাপাশি ভোট হবে অরুণাচল প্রদেশ ও সিকিমের সব বিধানসভা কেন্দ্রের।
প্রথম দফার ভোট শুরুর ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিঠি লিখলেন সব বিজেপি ও এনডিএ প্রার্থীদের। গত বুধবার রাতে লেখা ওই চিঠিতে প্রত্যেককে তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর বার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য। হিন্দি ও ইংরেজি ভাষায় লেখা ওই চিঠিতে তিনি বলেছেন, এবারের ভোট নিছক ভোট নয়। এই নির্বাচন সম্পূর্ণ ভিন্ন। কারণ এই ভোটে জিতে মজবুত সরকার গড়তে পারলে আমরা ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত তৈরি করতে পারব।
ওই চিঠিতেও প্রধানমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করতে ছাড়েননি। তিনি লিখেছেন, প্রবীণেরা জানেন ৫০ থেকে ৬০ বছর ধরে কংগ্রেস আমলে তাঁদের কোন পরিস্থিতিতে কাটাতে হয়েছে। গত ১০ বছরের সঙ্গে তুলনা করলে তাঁরা বুঝতে পারবেন জীবনযাত্রার মান কতটা উন্নত হয়েছে। অনেক কাজ হয়েছে। এখনো অনেক কাজ বাকি। সেই অধরা কাজ করার জন্য এবারের ভোট নির্ণায়ক ভূমিকা নেবে।
কোনো কোনো প্রার্থীকে আবার তিনি বিশেষ বার্তাও দিয়েছেন। যেমন তামিলনাড়ু বিজেপির সভাপতি ও কোয়েম্বাটুর কেন্দ্রের প্রার্থী আন্নামালাই। চিঠিতে মোদি তাঁকে বলেছেন, পুলিশের বড় চাকরি ছেড়ে সরাসরি জনসেবা করবেন বলে আপনি বিজেপিতে যোগ দিয়েছেন। এই সিদ্ধান্ত গ্রহণের জন্য আপনাকে অভিনন্দন। আপনার মতো কর্মী দলের সম্পদ। এবারের ভোটের লক্ষ৵ মোদিই স্থির করে দিয়েছেন। তিনি বলেছেন, বিজেপি একাই পাবে ৩৭০, জোট পাবে ৪০০। তাঁর স্লোগান, ‘আব কি বার, চার শ পার।’
এবার সাত দফাতেই ভোট হবে তিনটি রাজ্যে। উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গে। শুক্রবার ভোট তামিলনাড়ুর ৩৯ ও পদুচেরির ১ আসনেও। এ ছাড়া ভোট উত্তর প্রদেশের ৮, মহারাষ্ট্রের ৬, বিহারের ৪ এবং রাজস্থানের ১২টি কেন্দ্রে। ভোট হবে অরুণাচল প্রদেশ, মেঘালয় ও মণিপুরের ২টি করে আসনেও। উপদ্রুত মণিপুরের আউটার মণিপুর কেন্দ্রে আবার ভোট নেওয়া হবে দুই দফায়। এ ছাড়া ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরাখন্ড, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ ও কাশ্মীরে একটি করে আসনে ভোট হবে শুক্রবার।
রাজ্য দ্বিখণ্ডীকরণ ও সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ খারিজের পর এই প্রথম ভোট নেওয়া হচ্ছে জম্মু–কাশ্মীরে। সেখানকার মোট ৫টি (লাদাখে ১টি) আসনে ভোট হবে পাঁচ দফায়। শুক্রবার ভোট হবে উধমপুরে।
ভোটের মুখে জম্মু–কাশ্মীরে সন্ত্রাসীদের উপদ্রব বেড়ে গেছে। গত বুধবার সন্ধ্যায় কাশ্মীরের অনন্তনাগ জেলায় দুই পরিযায়ী শ্রমিককে গুলি করা হয়। একজনের মৃত্যু ঘটে, অন্যজন গুরুতর আহত। দুজনেই বিহার থেকে কাজ করতে শ্রমিক হিসেবে কাশ্মীরে গিয়েছিলেন। গত সপ্তাহে শোপিয়ান জেলায় আক্রান্ত হয়েছিলেন এক হিন্দু পর্যটন গাইড।