ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বজুড়েই জ্বালানিসংকট দেখা দিয়েছে। আর এই সংকটের জেরে ভুগছে ইউরোপের দেশগুলো। তারা এই সংকট কাটিয়ে উঠতে গণপরিবহন ব্যবহারের ওপর জোর দিচ্ছে।
আবার নাগরিকদের সুস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে নাগরিকদের ব্যায়াম করতে উৎসাহ দিয়ে থাকে দেশগুলো। এই দুটি চাওয়া একসঙ্গে এসে মিলেছে রোমানিয়ায়।
কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে, যাঁরা ব্যায়াম করেন, তাঁদের বাসের টিকিট বিনা মূল্যে দেওয়া হচ্ছে। রোমানিয়ায় স্পোর্টস ফেস্টিভ্যালের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তৃতীয়বারের মতো এই উদ্যোগ বাস্তবায়ন করছে তাঁরা। ব্যায়াম করলে যে টিকিটটি সেখানে দেওয়া হচ্ছে, সেটিকে বলা হচ্ছে, ‘হেলথ টিকিট’। রোমানিয়ার ক্লুজ-নাপোকা শহর কর্তৃপক্ষ ও ক্লুজ-নাপোকা হল কর্তৃপক্ষ এতে সহায়তা করছে।
কেউ বাসায় এই ব্যায়াম করলে এই সুবিধা পাবেন, এমনটা নয়। ওই টিকিট পেতে হলে একটি নির্দিষ্ট বুথের সামনে গিয়ে ব্যায়াম করতে হয়। এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। এতে দেখা যায়, আলিনা বিঝোলকিনা নামের এক নারী একটি বুথের সামনে গিয়ে স্কোয়াট ব্যায়াম (দাঁড়িয়ে থাকা অবস্থায় বসার মতো ভঙ্গি করে শরীরের নিম্নাংশ নিচে নামিয়ে আবারও উঠে দাঁড়ানো) করছেন। এই বুথে ক্যামেরা বসানো রয়েছে। ২০ বার এই ব্যায়াম করার পর ওই বুথ থেকে বাসের টিকিট বেরিয়ে আসছে।
গত অক্টোবরে এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এরপর এই ভিডিও ১০ লাখ বারের বেশি দেখা হয়েছে। অনেকে এই উদ্যোগের প্রশংসা করছেন। একজন লিখেছেন, আসলে খুব সুন্দর উদ্যোগ এটা। আরেকজন লিখেছেন, যথার্থই অসাধারণ উদ্যোগ। তৃতীয় আরেকজন লিখেছেন, ‘ব্যায়াম করে অর্থ বাঁচানো এবং একই সঙ্গে পরিবেশবান্ধব উদ্যোগ! আমাকে এই সুযোগ দেওয়া হোক।’