ছবিতে রোহিত–পান্ডিয়াদের বিশ্ব জয়ের পর বাড়ি ফেরার গল্প

বিশ্বজয়ের প্রায় ১০৫ ঘণ্টা পর দেশে ফিরেছে ভারত ক্রিকেট দল। দিল্লিতে নেমে রোহিত শর্মা–বিরাট কোহলি–হার্দিক পান্ডিয়ারা টি–টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে প্রথমে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। সেখান থেকে মুম্বাই গিয়ে আরব সাগরের তীর ধরে মেরিন ড্রাইভে ছাদখোলা বাস নিয়ে বিজয় র‌্যালি শেষে যান মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে—
১ / ৯
জনতার ভিড় ঢেলে এগিয়ে চলছে রোহিত–কোহলিদের বহন করা ছাদখোলা বাস
এএফপি
২ / ৯
মেরিন ড্রাইভে জনসমুদ্রে আটকে পড়েছে বিভিন্ন রকমের গাড়ি
এএফপি
৩ / ৯
বিশ্বজয়ীদের বরণ করে নিতে মেরিন ড্রাইভে জনতার উপচে পড়া ভিড়
এএফপি
৪ / ৯
ছাদখোলা বাসে ট্রফি হাতে ভারতের বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মা। পাশে সতীর্থদের কেউ সেলফি তুলছেন, কেউ আবার মেতে আছেন উচ্ছ্বাসে
এএফপি
৫ / ৯
ছাদখোলা বাসে ট্রফি হাতে ভারতের বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মা
এএফপি
৬ / ৯
দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত দলের সদস্যরা
এক্স
৭ / ৯
ছাদখোলা বাসে ট্রফি নিয়ে হার্দিক পান্ডিয়ার উচ্ছ্বাস
এএফপি
৮ / ৯
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টি–টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে ভারত দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা
এক্স
৯ / ৯
ছাদখোলা বাসে ট্রফি নিয়ে রোহিত–কোহলি–বুমরাদের আনন্দ
এএফপি