২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ব্রাজিল ম্যাচের একদিন আগে ভেনেজুয়েলার ১২ জনের করোনা

ব্রাজিলের বিপক্ষে খেলতে নামতে পারবে ভেনেজুয়েলা?ছবি: টুইটার

করোনার কারণে আর্জেন্টিনায় কোপা আমেরিকা আয়োজন করা সম্ভব হয়নি। খেলোয়াড়দের প্রতিবাদের মুখেই ২০২১ কোপা আমেরিকা এখন আয়োজন করছে ব্রাজিল। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দুইয়ে থাকা একটি দেশে এমন টুর্নামেন্টের আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছিলেন ব্রাজিলের খেলোয়াড়েরাই। লুইস সুয়ারেজও এই পরিস্থিতিতে কোপা আয়োজনের যুক্তি খুঁজে পাননি। তবু আগামীকাল বাংলাদেশ সময় রাত তিনটায় ব্রাজিল ও ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে উদ্বোধন হওয়ার কথা ৪৭তম কোপা আমেরিকার।

এর মধ্যেই একটি বড় ধাক্কা খেলেন টুর্নামেন্টের আয়োজকেরা। উদ্বোধনী ম্যাচে খেলতে নামার মাত্র এক দিন আগে ভেনেজুয়েলা দলে ব্যাপক করোনা সংক্রমণের খবর মিলেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, খেলোয়াড়সহ ১২ জনের করোনা ধরা পড়েছে ভেনেজুয়েলা দলে।

টিকা নিয়েই ব্রাজিলে গিয়েছিলেন ভেনেজুয়েলার খেলোয়াড়েরা।
ছবি: টুইটার

ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কনমেবল স্বাস্থ্য বিভাগকে ভেনেজুয়েলা দলের খেলোয়াড়– কর্মীসহ ১২ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে। তাদের মধ্যে কোনো উপসর্গ দেখা যাচ্ছে না এবং সবাইকে আলাদা হোটেল রুমে সঙ্গনিরোধ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কনমেবল তাদের দেখভাল করছে।’ গতকাল শুক্রবার কনমেবলের নেওয়া নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা ধরা পড়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে কতজনের করোনা পরীক্ষা করা হয়েছে সেটা জানানো হয়নি।

গত কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল খেলেছে ভেনেজুয়েলা।
ফাইল ছবি

স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা স্বাস্থ্য সচিব ওসনেই ওকুমোতো সিএনএন ব্রাজিলকে জানিয়েছেন, আক্রান্ত ১২ জনের মধ্যে পাঁচজন খেলোয়াড় ও পাঁচজন স্টাফ। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা সবার খোঁজ করা হচ্ছে এবং তাঁদেরও করোনা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ওকুমোতো। কনমেবল গতকালই জানিয়েছে, করোনার কারণে কোনো খেলোয়াড় বাদ পড়লে, তাঁর বিকল্প যখন ইচ্ছা তখন নিতে পারবে দলগুলো। ফলে টুর্নামেন্ট বাতিল হওয়ার সম্ভাবনা খুব কম।