২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বেলজিয়ামের মুখোমুখি মানেই বিশ্ব চ্যাম্পিয়ন!

>
নকল ট্রফিতে আর চুমু দিতে হবে না ব্রাজিলকে! ছবি: রয়টার্স
নকল ট্রফিতে আর চুমু দিতে হবে না ব্রাজিলকে! ছবি: রয়টার্স

ব্রাজিল-বেলজিয়ামের মুখোমুখি রেকর্ড কী বলছে? বলছে, পাত্তাই পাবে না বেলজিয়াম। কিন্তু এই বিশ্বকাপে বেলজিয়ামও নতুন করে লিখতে চাইছে সবকিছু। ইতিহাস-রেকর্ড...স-ব

সর্বশেষ যেবার বিশ্বকাপে বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল, ব্রাজিল ট্রফি জিতেই শেষ করেছিল! ২০০২ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের মুখোমুখি হয় ব্রাজিল। সেবার তারা জেতে ২-০ গোলে। শেষ পর্যন্ত জেতে ফাইনালও! ১৬ বছর পর আবার এই দলের মুখোমুখি ব্রাজিল। ১৬ বছরের শিরোপার অপেক্ষা ঘোচাতে আজ আরেকটি ধাপ পেরিয়ে যেতে চায় সেলেসাওরা।

           

ম্যাচ

ব্রাজিল

বেলজিয়াম 

ড্র

মোট

বিশ্বকাপ

র‍্যাঙ্কিং

 

 

গোল

 

১০

 

২০০২ সালে দ্বিতীয় রাউন্ডে বিশ্বকাপে দুই দলের একমাত্র ম্যাচে রিভালদো ও রোনালদোর গোলে জিতেছিল ব্রাজিল। এরপর আজই দুই দলের প্রথম দেখা

১৯৬৩ সালে প্রীতি ম্যাচে দুই দেশের প্রথম দেখায় ৫-১ গোলে জিতেছিল বেলজিয়াম

টানা তিন ম্যাচ ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল।  বেলজিয়াম শেষ আটে উঠেছে টানা   চার ম্যাচ জিতে

বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান দলের বিপক্ষে সাত ম্যাচে মাত্র দুটি জয় বেলজিয়ামের। বাকি পাঁচ ম্যাচের চারটিতেই হার। হেরেছে সর্বশেষ দুই ম্যাচেও, ২০০২ সালে ব্রাজিল ও ২০১৪ সালে আর্জেন্টিনার কাছে

সর্বশেষ তিনটি বিশ্বকাপেই ইউরোপীয় দলের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল

টানা ১৫ ম্যাচে অপরাজিত ব্রাজিল, বেলজিয়াম অপরাজিত টানা ২২ ম্যাচে

কোয়ার্টার ফাইনাল

টানা সপ্তম কোয়ার্টার ফাইনাল খেলছে ব্রাজিল। সব মিলিয়ে খেলেছে রেকর্ড ১৮ বার

১৯৮৬ ও ২০১৪ সালের পর তৃতীয়বার কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

শুধু ১৯৮৬ সালে কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনালে উঠেছিল বেলজিয়ানরা