ব্রাজিলের প্রীতি ম্যাচের দলে নেই জেসুস–কুতিনিও
ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছে ব্রাজিল। এ মাসে খেলতে যাওয়া এই দুই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল কোচ তিতে দলে রাখেননি গ্যাব্রিয়েল জেসুস ও ফিলিপে কুতিনিওকে।
ব্রাজিলের হয়ে ৬৮ ম্যাচ খেলে ২১ গোল করা কুতিনিও স্টিভেন জেরার্ডের অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শুরুটা খুব একটা ভালো করতে পারেননি। এ মৌসুমে লিগে অ্যাস্টন ভিলার খেলা ৬টি ম্যাচেই মাঠে নেমেছেন কুতিনিও। তিনটি ম্যাচে তিনি ছিলেন শুরুর একাদশে। কিন্তু এই ৬ ম্যাচে কোনো গোল বা গোলে সহায়তা নেই তাঁর।
জেসুসের ব্যাপারটা অবশ্য সে রকম নয়। প্রিমিয়ার লিগের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন এ মৌসুমেই ম্যানচেস্টার সিটি ছেড়ে আর্সেনালে নাম লেখানো জেসুস। প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে ৬ ম্যাচ খেলে তিনটি করে গোল আর গোলে সহায়তা আছে তাঁর।
বিশ্বকাপের আগে তিতে হয়তো নতুনদের পরীক্ষা করে নিতে চান। এই দুই ম্যাচের দলে অভিষেকের অপেক্ষায় থাকা দুজন খেলোয়াড়ও আছেন। প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পাওয়া ডিফেন্ডার ব্রেমের আর রজার ইবানেজ খেলেন ইতালির ক্লাব জুভেন্টাসে।
তবে পরীক্ষা–নিরীক্ষার এই দুই ম্যাচে তিতে ঠিকই দলে রেখেছেন দারুণ ছন্দে থাকা পিএসজির ফরোয়ার্ড নেইমারকে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ২৩ সেপ্টেম্বর ফ্রান্সের লা হার্ভেতে খেলবে ঘানার বিপক্ষে। চার দিন পর পিএসজির মাঠ পার্ক দো প্রিন্সেসে তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া।
প্রীতি ম্যাচের ব্রাজিল দল
গোলকিপার: আলিসন, এদেরসন, ওয়েভারতন।
ডিফেন্ডার: দানিলো, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স তেল্লেস, মারকুইনিওস, এদের মিলিতাও, থিয়াগো সিলভা, ব্রেমের, রজার ইবানেজ।
মিডফিল্ডার: কাসেমিরো, ব্রুনো গুইমারেস, ফ্রেদ, ফাবিনিও, লুকাস পাকেতা, এভারতন রিবেইরো।
ফরোয়ার্ড: আন্তোনি, রবার্তো ফিরমিনো, মাথেউস কুনহা, নেইমার, পেদ্রো, রাফিনিয়া, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র।