ব্রাজিলে কুতিনিও–সিলভাদের স্ত্রীরাই সবচেয়ে জনপ্রিয়

কুতিনিও ও তাঁর স্ত্রী আইনেইনস্টাগ্রাম

ফুটবল এখন আর শুধু খেলা নয়, পণ্য ও বিজ্ঞাপনের দাপটে এটি এখন খেলার চেয়েও বেশি কিছু। এ সময়ে এসে দর্শকেরা শুধু মাঠে খেলা দেখেই খুশি নন, তাঁরা খেলোয়াড়দের মাঠের বাইরের জীবন সম্পর্কেও জানতে চান।

ফলে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে খেলোয়াড়দের ব্যক্তিগত জীবনের বারান্দায়ও উঁকি দিয়ে জানার চেষ্টা করেন ভক্ত–সমর্থকেরা। খেলোয়াড়দের সম্পর্কে ভক্ত–সমর্থকদের জানার পরিধি থেকে বাদ যান না তাঁদের স্ত্রী–বান্ধবীরাও। ফলে খেলোয়াড়দের স্ত্রী কিংবা বান্ধবীদেরও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করেন লাখো ভক্ত।

খেলোয়াড়দের সঙ্গীদের অনেকেই নিজেদের নামেই প্রতিষ্ঠিত। কেউ কেউ আবার সংশ্লিষ্ট খেলোয়াড়ের কারণে বিশেষভাবে পরিচিত হয়ে ওঠেন। কারও কারও ক্ষেত্রে আবার দুটি বিষয়েরই সমান ভূমিকা রয়েছে। সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ দেশটির খেলোয়াড়দের (যাঁরা এখনো খেলছেন) স্ত্রীদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করছে।

আরও পড়ুন

যেখানে ব্রাজিলে খেলা ব্রাজিলিয়ান খেলোয়াড়দের স্ত্রীদের মধ্যে ইনস্টাগ্রামে কাদের সবচেয়ে বেশি অনুসরণ করা হয়, সে তালিকা প্রকাশ করেছে তারা। ‘উই আর ফ্যানাটিকস’–এর বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এনদ্রিক ও তাঁর স্ত্রী
ইনস্টাগ্রাম

এ তালিকায় অবশ্য ব্রাজিলের বর্তমান সময়ের সেরা তারকাদের উপস্থিতি কম। এর প্রথম কারণ ভিনিসিয়ুস–রদ্রিগোরা খেলেন ইউরোপে, আর তাঁরা এখনো বিয়ে করেননি। ব্রাজিলের উদীয়মান ফুটবলারদের মধ্যে রিয়াল মাদ্রিদে খেলা এনদ্রিক অবশ্য অনায়াসে এই তালিকার শীর্ষে থাকতে পারতেন। সদ্য বিয়ে করা এই তরুণ কিছুদিন আগেও খেলতেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসে। তবে মৌসুমে শুরুতে আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দিয়েছেন তিনি। তাঁর স্ত্রী গাব্রেইলি মিরান্দাকে ইনস্টাগ্রামে অনুসরণ করে ১০ লাখ ২০ হাজার অনুসারী।

অবশ্য এই তালিকার শীর্ষে যিনি, কিছুদিন আগেও তিনি ইউরোপে খেলেছেন। এমনকি এক সময়ে তাঁর মধ্যে বিশ্বসেরা হওয়ার সামর্থ্যও দেখেছেন অনেকে। বলা হচ্ছে, ফিলিপে কুতিনিওর কথা। কুতিনিওর স্ত্রী আইনে কুতিনিওর ইনস্টাগ্রাম অনুসারী প্রায় ১০ লাখের মতো (৯ লাখ ৬১ হাজার), যা ব্রাজিলে খেলা ব্রাজিলিয়ান খেলোয়াড়দের স্ত্রীদের অনুসারীদের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন

আইনে অবশ্য শুধু কুতিনিওর স্ত্রী হিসেবেই নন, নিজের নামেও পরিচিত। তাঁর নিজস্ব ব্র্যান্ডও আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কোম্পানির পণ্যের প্রচার কাজেও দেখা যায় তাঁকে। তালিকার দুইয়ে বাহিয়ার মিডফিল্ডার এভারটন রিবেইরোর স্ত্রী মারিলিয়া নেরি। সামাজিক নানা প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা মারিলিয়ার অনুসারী ৭ লাখ ৬৬ হাজার।

এই তালিকার তিন নম্বরে থাকা নামটিও বেশ বিখ্যাত। ব্রাজিলের অন্যতম সেরা ডিফেন্ডারদের একজন থিয়াগো সিলভার স্ত্রী বেলে সিলভা। এ দুজনের সম্পর্ক প্রায় ২০ বছরের। একসময় ইউরোপ মাতানো থিয়াগো সিলভা এখন খেলেন ফ্লুমিনেন্সে । তাঁর স্ত্রী বেলের অনুসারী ৭ লাখ ৩৭ হাজার। নিজের জীবনযাত্রা সম্পর্কে জানানোর পাশাপাশি বিতর্কিত পোস্টের কারণেও বেলে সিলভা। এমনকি থিয়াগো সিলভার পক্ষে দাঁড়াতে গিয়ে তাঁর সতীর্থদের প্রকাশ্যে আক্রমণ করতে দেখা গেছে বেলেকে। এসব ঘটনাও তাঁর অনুসারীর সংখ্যা বাড়াতে নিশ্চিতভাবে সাহায্য করেছে।

ব্রাজিলে খেলা ব্রাজিলিয়ানদের স্ত্রীদের মধ্যে জনপ্রিয় যাঁরা:

সূত্র: উই আর ফ্যানাটিকস