কোপায় ব্রাজিলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। শেষ আটের লড়াইয়ে উরুগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
উরুগুয়ের বিপক্ষে সে ম্যাচে দলের বিদায় মাঠের বাইরে থেকে দেখেছেন ভিনি। আগের দুই ম্যাচে কার্ড দেখায় ব্রাজিলিয়ান এ উইঙ্গার কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞা পাওয়ায় মাঠে নামতে পারেননি।
কোপা আমেরিকা থেকে বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আজ নিজের অনুভূতির কথা জানিয়েছেন ভিনি। ব্রাজিলের বিদায়ের দায় নিজের কাঁধেই নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা।
কোপা আমেরিকা থেকে বিদায়ের যন্ত্রণা কেমন, সেই অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ভিনিসিয়ুস লিখেছেন, ‘কোপা আমেরিকায় যাত্রা শেষ হয়েছে। এখন সময় ফিরে তাকানোর এবং কীভাবে হার সামলাতে হয়, তা শেখার। হতাশার অনুভূতি আবারও জেঁকে বসেছে। আবারও সেই পেনাল্টিতেই (হার)!’
ভিনিসিয়ুস প্রথম হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে। একই কার্ডটি ভিনির জন্য সতর্কবার্তাও নিয়ে এসেছিল। তিনি জানতেন, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ফের হলুদ কার্ড দেখলে শেষ আটে দর্শক হয়ে থাকতে হবে তাঁকে। কিন্তু জেনেশুনেই ম্যাচের ৭ মিনিটে অহেতুক হামেস রদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড দেখেন এই রিয়াল মাদ্রিদ তারকা। যে কার্ড তাঁকে ছিটকে দেয় শেষ আটে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ থেকে।
নিজের ভুলে কার্ড দেখায় ব্রাজিলের বিদায়ের দায়ও নিজের কাঁধেই নিলেন ভিনিসিয়ুস, ‘আমি দুটি হলুদ কার্ড দেখেছি, যা এড়ানো যেত। আবারও সাইডলাইনে বসে দলের বিদায় দেখেছি। তবে এবার ভুলটা আমার ছিল। আমি সে জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমি জানি, সমালোচনা কীভাবে নিতে হয় এবং বিশ্বাস করুন, সবচেয়ে কঠোর সমালোচনাটুকু নিজের ভেতর থেকে আসে।’
বিদায়ের যন্ত্রণা বুকে নিয়েই অবশ্য ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন ভিনিসিয়ুস, ‘সৌভাগ্যবশত জাতীয় দলের হয়ে যাত্রাটা কেবল শুরু হলো। সতীর্থদের সঙ্গে জাতীয় দলকে আবার তার প্রাপ্য জায়গায় ফিরিয়ে আনার সুযোগ আমি পাব। আমরা আবার শীর্ষে ফিরব। তোমাদের ভালোবাসি। চলো এক সঙ্গে এগিয়ে যাই।’