সেই মাঠেই আফগানিস্তান অলআউট ১৫৭ রানে
সিরিজের প্রথম টেস্টে বুলাওয়েতে আফগানিস্তানের ১০ উইকেট নিতে জিম্বাবুয়ের লেগেছিল ১৯৭ ওভার। দিনের হিসাবে দুই দিনেরও বেশি। একই মাঠে সেই আফগানিস্তানকে অলআউট করতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের লাগল ৪৪.৩ ওভার।
প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে আফগানিস্তানের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন দুজন। তবে হাশমতউল্লাহ শহীদির দল আজ ২০০ রানের ধারেকাছেও যেতে পারেনি, গুটিয়ে গেছে ১৫৭ রানে। প্রথম দিনের শেষ দিকে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমে ৩ ওভারে বিনা উইকেটে তুলেছে ৬ রান।
বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে আজ ম্যাচ শুরু হয় প্রায় চার ঘণ্টা দেরিতে। সারা দিনে খেলা হয়েছে ৪৭.৩ ওভার। কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে টস জিতে বোলিং নেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। বোলাররাও সেই সুবিধা কাজে লাগাতে পেরেছেন।
আফগানিস্তানের হয়ে এদিন সর্বোচ্চ রান এসেছে ৮ নম্বরে নামা রশিদ খানের ব্যাট থেকে। প্রায় চার বছর পর টেস্টে ফিরে ২০ বলে ২৫ রান করেছেন রশিদ। আগের টেস্টের দুই ডাবল সেঞ্চুরিয়ান রহমত শাহ (১৯) ও হাশমতউল্লাহর (১৩) কেউই এদিন ২০ রানের গণ্ডি পার হতে পারেননি।
জিম্বাবুয়ের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন সিকান্দার রাজা ও নিউম্যান নিয়ামহুরি। সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয়েছিল পেসার নিয়ামহুরির। ব্লেসিং মুজারাবানি নেন ২ উইকেট। সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ১ম ইনিংস: ৪৪.৩ ওভারে ১৫৭ (রশিদ ২৫, রহমত ১৯; রাজা ৩/৩০, নিয়ামহুরি ৪২/৩)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৬/০ (গাম্বি ৪*, কারান ১*: ইয়ামিন ৪/০, রশিদ ১/০)