জন্মদিনে ৫ উইকেট রশিদের, আফগানদের কাছে সিরিজ হার দক্ষিণ আফ্রিকার
জন্মদিনে নিজেকে এর চেয়ে ভালো উপহার আর হয় না। নিজে তো ৫ উইকেট পেয়েছেনই, পাশাপাশি দেশকে যদি সবচেয়ে হাইপ্রোফাইল দ্বিপক্ষীয় সিরিজ এনে দেওয়া যায়, তাহলে মন্দ হয় না! সেটাও যদি হয় আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচটি দলের মধ্যে থাকা প্রতিপক্ষের বিপক্ষে প্রথম সিরিজ জয়, তখন কেকটি একটু বেশি স্বাদ লাগাই স্বাভাবিক। আর জন্মদিনটি যাঁর, তাঁকে তো দেশবাসীর মাথায় করে রাখার কথা!
রশিদ খানকে অনেক আগে থেকেই মাথায় করে রেখেছেন আফগানরা। বিশ্বের অন্যতম সেরা এই লেগ স্পিনারকে প্রাপ্য সম্মানটা দিতে আলাদা করে জন্মদিনের উপলক্ষের প্রয়োজন নেই। তবে এসব উপলক্ষ রাঙিয়ে দিলে তো কথাই নেই! শারজায় গতকাল রাতে বিশ্বের অন্যতম সেরা এই লেগ স্পিনার যেমন নিজের ২৬তম জন্মদিন রাঙালেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট নিয়ে। তাতে ১৭৭ রানের বিশাল জয়ে দ্বিতীয় ওয়ানডেও জিতে স্মরণীয় এক কাণ্ড ঘটিয়ে ফেলেছে আফগানিস্তান ক্রিকেট দল।
ওয়ানডেতে প্রথম বোলার হিসেবে জন্মদিনে ৫ উইকেট নিলেন ২৬ বছর বয়সী রশিদ।
এটাই তাদের সবচেয়ে হাইপ্রোফাইল দ্বিপক্ষীয় সিরিজ জয়, যেখানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে নবম দল হিসেবে তারা হারিয়েছে র্যাঙ্কিংয়ে তৃতীয় দলকে। ভাবা যায়!সিরিজ শুরুর আগে আফগানিস্তান কোচ জোনাথন ট্রট বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁরাই ফেবারিট। তখন কথাটাকে কেউ কেউ বাড়িয়ে বলা মনে করলেও সিরিজের প্রথম দুটি ওয়ানডে শেষে তো ট্রটের কথাই সত্যি প্রমাণ হলো।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৩১১ রান তুলেছে আফগানিস্তান। ১১০ বলে ১০৫ রানের ইনিংস খেলেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। এটি তাঁর সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। আরও দুটি ইনিংসে ভর করে তিন শ পেরিয়েছে আফগানিস্তান। রহমান শাহর ব্যাট থেকে এসেছে ৬৬ বলে ৫০ এবং আজমতউল্লাহ ওমরজাই খেলেন ৫০ বলে ৮৬ রানের দারুণ এক ইনিংস। ৩২ বলে তুলে নেন ফিফটি। শেষ ১০ ওভারে ৯৩ রান তুলেছে আফগানিস্তান।
দক্ষিণ আফ্রিকা এই রান তাড়া করতে নেমে রানের হিসাবে নিজেদের ওয়ানডে ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ ব্যবধানে হেরেছে। কারণ? রশিদ খানের ৯-১-১৯-৫ এবং বাঁহাতি স্পিনার নানগেয়ালিয়া খারতের ৬.২-০-২৬-৪ বোলিং ফিগারের সামনে দাঁড়াতে পারেনি প্রোটিয়ারা। এটি খারতের ক্যারিয়ারসেরা বোলিং।
৩৪.২ ওভারের মধ্যে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকা তাদের ১০টি উইকেট হারিয়েছে ২০.৩ ওভারের মধ্যে।
তবে প্রোটিয়াদের শুরুটা খারাপ ছিল না। অধিনায়ক ও ওপেনার টেম্বা বাভুমা ১৪তম ওভারে ৩৮ রান করে আউট হওয়ার আগে দলীয় স্কোরবোর্ডে উঠেছে ৭৩ রান। ১৮তম ওভারে রশিদ খান বোলিংয়ে এসেই নিজের প্রথম ওভারে আরেক ওপেনার টনি জে জর্জিকে তুলে নেওয়ার পর পতন শুরু হয় প্রোটিয়া ব্যাটিংয়ের। এইডেন মার্করাম, ত্রিস্তান স্টাবস, কাইল ভেরাইন ও উইয়ান মুল্ডারকেও তুলে নেন রশিদ। ৮৫ রানে দুই ওপেনারকে হারানোর পর দক্ষিণ আফ্রিকা ৪৯ রান তুলতে হারিয়েছে বাকি ৮ উইকেট। ৩৪.২ ওভারের মধ্যে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকা তাদের ১০টি উইকেট হারিয়েছে ২০.৩ ওভারের মধ্যে।
ওয়ানডেতে প্রথম বোলার হিসেবে জন্মদিনে ৫ উইকেট নিলেন ২৬ বছর বয়সী রশিদ। ম্যাচসেরা হয়ে জয়ের পর তিনি বলেছেন, ‘হ্যামস্ট্রিংয়ে চোট ছিল। কিন্তু মাঠে থাকতে সর্বোচ্চ চেষ্টাটাই করেছি এবং দলকে জেতাতে নিজেকে নিংড়ে দিয়েছি। বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ ছিল আমাদের জন্য। এ কারণে মাঠে শেষ পর্যন্ত থাকতে হয়েছে।’
প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয়ের দুই দিন পর দ্বিতীয় ওয়ানডেতেও দাপট ছড়িয়ে জিতল আফগানিস্তান। আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দক্ষিণ আফ্রিকা কি পারবে ধবলধোলাই হওয়া এড়াতে?
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৫০ ওভারে ৩১১/৪ (গুরবাজ ১০৫, ওমরজাই ৮৬*, রহমত ৫০, রিয়াজ ২৯; এনগিডি ১/৫০, বার্গার ১/৬৮, মার্করাম ১/২০)।
দক্ষিণ আফ্রিকা: ৩৪.২ ওভারে ১৩৪ (বাভুমা ৩৮, জর্জি ৩১, মার্করাম ২১, হেনড্রিকস ১৭; রশিদ ৫/১৯, খারত ৪/২৬, ওমরজাই ১/১৭)।
ফল: আফগানিস্তান ১৭৭ রানে জয়ী।
ম্যাচসেরা: রশিদ খান (আফগানিস্তান)
সিরিজ: এক ম্যাচ হাতে রেখে আফগানিস্তান ২-০ ব্যবধানে জয়ী।