আফগানিস্তানে পরিবার রেখে এসে দুশ্চিন্তায় রশিদ খান
তালেবান দখলদারত্বে নৈরাজ্য চলছে আফগানিস্তানে। লোকজন দেশ ছেড়ে পালাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে দেশটির খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে।
আফগানিস্তানের ক্রিকেটাররা আইপিএলে খেলতে পারবেন কি না, এ নিয়ে চলছে জল্পনাকল্পনা। তবে দুই আফগান তারকা রশিদ খান ও মোহাম্মদ নবীকে আইপিএলের বাকি অংশে পাওয়ার খবর নিশ্চিত করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল সানরাইজার্স হায়দরাবাদ।
সংযুক্ত আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএলের বাকি অংশ। করোনাভাইরাস মহামারির কারণে এর আগে স্থগিত হয় টুর্নামেন্টটির ১৪তম সংস্করণ।
সংবাদ সংস্থা এএনআইকে সানরাইজার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কে শানমুগাম বলেন, ‘এই মুহূর্তে কী ঘটছে, তা নিয়ে আমরা কথা বলিনি। কিন্তু (আইপিএল) টুর্নামেন্টে তাঁদের পাওয়া যাবে।’
দল কবে আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করবে, এ প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘মাসের শেষে আমরা রওনা দেব, ৩১ আগস্ট।’
আফগান লেগ স্পিনার ও দেশটির টি–টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্ট খেলতে ইংল্যান্ডে আছেন। কদিন আগে এক টুইটে তিনি আফগানিস্তানের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান বিশ্বনেতাদের কাছে, ‘আমার দেশে নৈরাজ্য চলছে। প্রতিদিন নারী, শিশুসহ হাজারো নিরীহ মানুষ শহীদ হচ্ছে। ঘরবাড়ি ধ্বংস হচ্ছে। হাজারো পরিবার ঘরছাড়া হচ্ছে। আমাদের এমন অবস্থায় ছেড়ে যাবেন না। আফগান হত্যা বন্ধ করুন। আফগান পতাকা ধ্বংস হওয়া থেকে রক্ষা করুন। আমরা শান্তি চাই।’
আফগানিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার মোহাম্মদ নবীও টুইট করেছিলেন, ‘আফগানিস্তানে নৈরাজ্য চলছে, বিশৃঙ্খলা বেড়ে গেছে, ট্র্যাজেডি বেড়ে গেছে। মানবতা আজ সংকটাপন্ন সেখানে। মানুষ ঘরছাড়া হয়ে কাবুলে অনিশ্চিত ভবিষ্যতের পথে পাড়ি জমাচ্ছে। আমি বিশ্বের নেতাদের কাছে আবেদন করি, তাঁরা যাতে আফগানিস্তানকে এমন অবস্থায় ছেড়ে না যান। আপনাদের সমর্থন প্রয়োজন আমাদের। আমরা শান্তি চাই।’
এদিকে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন জানিয়েছেন, আফগানিস্তানে নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রশিদ খান। পরিবারকে দেশের বাইরে নিতে পারেননি তিনি। তালেবান কাবুল দখলের পর থেকেই জনস্রোত দেখা গেছে কাবুল বিমানবন্দরে। দেশ ছাড়তে যেকোনো উপায়ে উড়োজাহাজে উঠতে মরিয়া শহরের বাসিন্দারা।
স্কাই স্পোর্টসকে পিটারসেন বলেন, ‘আমাদের মধ্যে কথা হয়েছে। সে দুশ্চিন্তায় আছে। পরিবারকে সে আফগানিস্তান থেকে বের করতে পারেনি।’
ট্রেন্ট রকেটসের হয়ে হানড্রেড টুর্নামেন্টে খেলছেন রশিদ। কাল ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ২০ বলে ১৬ রানে ৩ উইকেট নেন এ স্পিনার। দেশে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগা এবং এর মধ্যেই মাঠে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রশিদের ভূয়সী প্রশংসা করেন পিটারসেন, ‘এমন চাপের মধ্যে সবকিছু এক পাশে সরিয়ে তাঁর এমন পারফরম্যান্স করা, আমার মনে হয় “হানড্রেড”–এর সবচেয়ে হৃদয় উষ্ণ করা গল্পগুলোর একটি হয়ে থাকবে।’
আইপিএলের বাকি অংশে ২৭ দিনের মধ্যে ৩১ ম্যাচ অনুষ্ঠিত হবে। গত মাসে বিসিসিআই এই সূচি ঘোষণা করে। চেন্নাই সুপার কিংস-মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ দিয়ে শুরু হবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বাকি অংশ। ১৩টি ম্যাচ হবে দুবাইয়ে, শারজায় ১০টি এবং আবুধাবিতে হবে ৮ ম্যাচ।