দিনক্ষণ নির্ধারণ করিনি, উপযুক্ত সময়ে তারেক রহমান আসবেন: মির্জা ফখরুল

আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলছবি: বিএনপির কাছ থেকে পাওয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন, সেই দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করিনি। আমাদের যখন মনে হবে উপযুক্ত সময়, সেই সময় তিনি (তারেক রহমান) আসবেন।’

আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, ‘সুপারিশমালায় সাংবিধানিক কমিশনসহ (এনসিসি) নতুন নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে। এসব কমিশনের এখতিয়ার, কর্মকাণ্ডের যে বর্ণনা দেওয়া হয়েছে, তাতে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যতটা সম্ভব আন্ডারমাইনিং করা এবং ক্ষমতাহীন করাই উদ্দেশ্য। যার ফলে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।’

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল (এনসিসি) নামে একটা ফ্রেমের প্রস্তাব করা হয়েছে। সেটার গঠনপ্রক্রিয়া ও কার্যপরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে, তাতে সব স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এসব কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদের ক্ষমতায়নের প্রস্তাব করা হয়েছে। তাতে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধির আর কোনো গুরুত্ব নেই। প্রায় সব গুরুত্বপূর্ণ কার্যাবলি রাষ্ট্রের অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সম্পন্ন হবে, যদি এগুলো গৃহীত হয়।’

আরও পড়ুন

সংস্কার বিষয়ে বিএনপির মতামত আগামীকাল ঐকমত্য কমিশনের কাছে জমা দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল।