রাজনৈতিক দলগুলোর কাছে অনেক প্রত্যাশা জনগণের: তারেক রহমান
সংস্কারের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে অনেক কিছু প্রত্যাশা করে জনগণ। সেগুলো কীভাবে পূরণ করা যায়, তা নিয়ে কাজ করতে হবে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচারী সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে বড় এবং প্রথম যেটি ধ্বংস করেছে, তা হচ্ছে নির্বাচনব্যবস্থা। ধ্বংস হয়ে যাওয়া সব প্রতিষ্ঠানকে মেরামত করতে হবে।
আজ রোববার রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে জাতীয়তাবাদী সমমনা ৯টি দলের জোটের ইফতার ও দোয়া মাহফিলে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘এখন সংস্কার নিয়ে কথা হচ্ছে, কার মেয়াদ কত দিন হবে, সংসদ কত কক্ষবিশিষ্ট হবে, এসব নিয়ে কথা হচ্ছে, দল হিসেবে বাংলাদেশে সবার আগে সংস্কারের কথা বলেছিল বিএনপি। আমাদের সংস্কার দরকার, পাশাপাশি জনগণের অধিকারের বিষয়গুলো নিয়েও কথা বলা দরকার।’
বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে অভিযোগ করে তারেক রহমান বলেন, সেটি একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে হয়েছে, বিভিন্ন মাধ্যমে হয়েছে, বিগত ১৬ বছরের কথা আর না-ই বলি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জনগণের সমর্থন ছিল বলেই পলাতক স্বৈরাচার, মাফিয়া সরকারকে বিতাড়ন করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘সবাই বিএনপিকে ছোট করতে চাইছে, বিএনপির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। তবে বিএনপির নেতৃত্বে কোনো সংকট নেই। আওয়ামী লীগকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমরা আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই।’ কোনোভাবেই যেন এ দেশে শান্তিশৃঙ্খলা না আসে, বিদেশি কিছু এজেন্ট সেই অপচেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এ সময় আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মোহাম্মদ কামাল হোসেনসহ জোটের অনেকে।