ভিডিও দেখে পাবনার দুই অসহায় শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান
বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মা আবার বিয়ে করে নতুন সংসারে চলে গেছেন। এতে অসহায় হয়ে পড়ে ছোট দুই শিশু। বছর তিনেক হলো দাদার বাড়িতে বেড়ে উঠছে দুজন। একটি ছোট মুদিদোকান চালিয়ে দাদা যা আয় করেন, তা দিয়ে খেয়ে না–খেয়ে জীবন চলছে তাদের। ফেসবুকে এই অসহায় দুই শিশুর ভিডিও দেখে তাদের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের রাজু প্রামাণিক এই দুই শিশুর দাদা। সম্প্রতি এই দুই শিশুকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিও নজরে পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তাঁর নির্দেশে আজ শনিবার সকালে ‘আমরা বিএনপির পরিবার’–এর পক্ষ থেকে দুই শিশুর জন্য নগদ আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সেই সঙ্গে দুই শিশুর জন্য মাসিক আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাজু প্রামাণিকের ছেলে আলতাফ প্রামাণিক (৩৫) দেড় বছরের এক ছেলেশিশু ও গর্ভবতী স্ত্রী রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। কয়েক মাস পর স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দেন। তবে তিনি বেশি দিন সন্তানদের কাছে থাকেননি। কয়েক মাসের মধ্যেই বিয়ে করে নতুন সংসারে চলে যান।
‘আমরা বিএনপির পরিবার’–এর পক্ষ থেকে জানানো হয়, দুই শিশু ও তাদের দাদার সঙ্গে দেখা করে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও তাদের জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেন ‘আমরা বিএনপির পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সদস্য জাহিদুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’–এর সদস্য মাসুদ রানা, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, গুম, খুন ও পঙ্গুত্বের শিকার দলের নেতা–কর্মীদের পাশে থাকার প্রত্যয়ে ‘আমরা বিএনপি পরিবার’ নামে সেল গঠন করে বিএনপি। এই সেলের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।