রাজধানীর পল্টনে মুঠোফোন চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৫০ চোরাই ফোন উদ্ধার
রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে একটি মুঠোফোন চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৫০টি চোরাই মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গুলিস্তানের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে পল্টন মডেল থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাদিম (৩৫), মো. সুজন প্রকাশ বাবু (২৪)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পল্টন মডেল থানা সূত্র জানায়, আজ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গুলিস্তানের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দক্ষিণ পাশের ফুটপাতের ওপর কিছু ব্যক্তি চোরাই মুঠোফোন বেচা-কেনার উদ্দেশে অবস্থান করছেন। সেখানে অভিযান পরিচালনা করে থানার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নাদিম ও সুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে থানা সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ঢাকার গুলিস্তানসহ আশপাশের এলাকায় মুঠোফোন ছিনতাই চক্রের সঙ্গে জড়িত। এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে গুলিস্তানসহ আশপাশের এলাকায় চোরাই মুঠোফোন বেচাকেনা করে আসছেন।