ইতিহাসের এই দিনে
ফরাসি কিশোরী বীরকে পুড়িয়ে হত্যা
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৩০ মে। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
কিশোরী জোয়ান অব আর্ক ফরাসিদের কাছে বীরত্বের প্রতীক। কৃষক পরিবারে জন্ম এই কিশোরী সেই পঞ্চদশ শতাব্দীতে পুরোনো মূল্যবোধকে ভেঙে বাইরে বেরিয়ে এসেছিলেন। তিনি বিশ্বাস করতেন, ঐশ্বরিক নির্দেশনায় কাজ করছেন তিনি।
তখন যুক্তরাজ্যের সঙ্গে ফ্রান্সের শত বছরের দীর্ঘ যুদ্ধ চলছিল। সব ধরনের সামাজিক বিধিনিষেধ অমান্য করে ১৭ বছরের জোয়ান অব আর্ক যুদ্ধের ময়দানে নামেন। ব্রিটিশ বাহিনীর হাত থেকে অরল্যান্স শহরকে মুক্ত করতে ফরাসি বাহিনীর নেতৃত্ব দেন তিনি।
পর্যুদস্ত করেন ব্রিটিশ বাহিনীকে। পরে ব্রিটিশ বাহিনী ও তাদের ফরাসি দোসরদের হাতে ধরা পড়ে যান তিনি। ১৪৩১ সালের এই দিনে ফ্রান্সের রুয়েনে বিচারের নাম করে মাত্র ১৯ বছর বয়সে পুড়িয়ে হত্যা করা হয় জোয়ানকে। এই ঘটনা ফরাসি জাতীয় চেতনাকে জাগিয়ে তোলে।
আইসক্রিম ফ্রিজের পেটেন্ট দাবি
আইসক্রিম বানানো ও সংরক্ষণে বিশেষ ফ্রিজার রয়েছে। দোকানে-কারখানায় এসব ফ্রিজার দেখা যায়। সময়টা ১৮৪৮ সাল, এই দিনে মার্কিন উদ্যোক্তা উইলিয়াম ইয়াং প্রথমবারের মতো বাণিজ্যিক উৎপাদনের জন্য এই ফ্রিজের পেটেন্ট (স্বত্ব) দাবি করে আবেদন করেন। তবে বিশেষ এই ফ্রিজের নকশা করেছিলেন উদ্ভাবক ন্যান্সি জনসন।
স্মরণ দিবস
যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধে প্রাণ হারানো মানুষের স্মরণে প্রতিবছর ৩০ মে স্মরণ দিবস পালন করা হয়। সরকারিভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবস পালন করেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। এ দিনে যুক্তরাষ্ট্রজুড়ে ২০ হাজারের বেশি কবরস্থানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ১৮৬৮ সাল থেকে যুক্তরাষ্ট্রে এই দিবস পালন শুরু হয়।
মহাকাশ সংস্থার যাত্রা
মহাকাশসংক্রান্ত গবেষণা ও মহাকাশ অভিযানে ইউরোপের দেশগুলোকে এগিয়ে নিতে কাজ করে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)। ১৯৭৫ সালের এ দিনে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। তখন এর সদস্য ছিল ১০টি দেশ। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইএসএর সদর দপ্তর অবস্থিত। দুই হাজারে বেশি কর্মী কাজ করেন এখানে।
নারী ডাকাতের ‘কীর্তি’
একসময় আমেরিকা-কানাডার পথেপ্রান্তরে ঘোড়ার গাড়িতে ডাকাতির ঘটনা ঘটত। ওই ডাকাতেরা নৃশংসভাবে হত্যাকাণ্ড চালাত। ওই সময় নারী ডাকাতের সংখ্যা ছিল হাতে গোনা। এমনই একজন পার্ল হার্ট। কানাডায় জন্ম নেওয়া এই নারীকে ডাকাতদের রানিও বলা হতো। ১৮৯৯ সালের এই দিনে পার্ল হার্টের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি ঘোড়ার গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
প্রথমবার নারীদের বেসবল টুর্নামেন্ট
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলোয় বেসবল বেশ জনপ্রিয় একটি খেলা। ১৯৪৩ সালের এই দিনে অল-আমেরিকান গার্লস প্রফেশনাল বেসবল লিগের আসর বসে। নারীদের জন্য এটাই ছিল প্রথম বেসবল টুর্নামেন্ট। এই লিগ ১১ বছর চলে। ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছিল।