ইতিহাসের এই দিনে
১০০ কদম হেঁটে ৩৯৫ কোটি টাকা সংগ্রহ
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছু। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই হয় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৬ এপ্রিল। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম
করোনা মহামারির সময় স্বাস্থ্যসেবা খাতের জন্য কিছু একটা করতে চেয়েছিলেন টম মুর। ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন তিনি। ক্যাপ্টেন মুর নামেই বেশি পরিচিতি যাঁর।
ক্যাপ্টেন মুর ২০২০ সালে নিজের শততম জন্মদিনের (৩০ এপ্রিল) আগে এই দিনে নিজ বাড়ির বাগানে ১০০ কদম হাঁটেন। এই হাঁটার উদ্দেশ্য ছিল স্বাস্থ্য খাতে সহায়তার জন্য তহবিল গঠন করা। এতে দারুণ সাড়াও পান তিনি। সংগ্রহ করেন ৩ কোটি পাউন্ডের বেশি অর্থ। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৯৫ কোটি টাকা (১ পাউন্ড ১৩১.৬৫ টাকা দরে)। পরে সেই অর্থ স্বাস্থ্যসেবা খাতে দান করেন তিনি। ২০২১ সালের ২ ফেব্রুয়ারি মারা যান ক্যাপ্টেন মুর।
ভারতে যাত্রীবাহী ট্রেনের যাত্রা
ভারতীয় রেলওয়ের জন্য আজকের দিনটি ঐতিহাসিক। ১৮৫৩ সালের এই দিনে প্রথমবারের মতো ভারতবর্ষে যাত্রা শুরু করে যাত্রীবাহী ট্রেন। প্রথম যাত্রায় ট্রেনটি মুম্বাই (তখন বোম্বে নামে পরিচিত ছিল) থেকে যাত্রা শুরু করে থানেতে গিয়ে পৌঁছায়। পাড়ি দেয় ৩৪ কিলোমিটার পথ। প্রথম যাত্রীবাহী ট্রেনের যাত্রা উদ্বোধন উপলক্ষে ২১ বার তোপধ্বনি দেওয়া হয়।
সম্রাট দুসানের রাজ্যাভিষেক
সার্বিয়ার শক্তিশালী রাজাদের একজন সম্রাট স্টিফেন দুসান। ১৩৪৬ সালের এই দিনে তিনি সিংহাসনে আরোহণ করেন। নিজের শাসনামলে তিনি গ্রিস ও বুলগেরিয়ায় সাম্রাজ্যের বিস্তার ঘটান। ওই সময় দক্ষিণ-পূর্ব ইউরোপের বেশির ভাগ এলাকা দুসানের শাসনের আওতায় আসে।
মাউরি প্রধানকে ভুলবশত হত্যা
নিউজিল্যান্ডের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর একটি মাউরি। রাজনীতিসচেতন মাউরিরা সংস্কৃতি ও ঐতিহ্যে অত্যন্ত সমৃদ্ধ। ১৮৪৭ সালের এ দিনে একজন মাউরি নেতা খুন হন। যুক্তরাজ্যের একজন কর্মকর্তার ভুল করে ছোড়া গুলিতে প্রাণ যায় ওই মাউরি নেতার। এ ঘটনার জের ধরে মাউরিদের সঙ্গে বসতি স্থাপনকারী ব্রিটিশদের চরম বিরোধ দেখা দেয়।