শুরুতেই শেষ ‘উই লাভ নিউইয়র্ক: দ্য হোম কামিং কনসার্ট’

কনসার্টে টিকাপ্রাপ্ত ৬০ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন
ছবি: রয়টার্স/এএফপি

ঘূর্ণিঝড় হেনরির আতঙ্ক আর বৃষ্টির বিপত্তিতে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ২১ আগস্ট আয়োজিত কনসার্টটি শুরু করেই শেষ করতে হয়েছে। বিরূপ আবহাওয়ার টানা সতর্কতা থাকার পরও দীর্ঘ ১৭ মাসের প্রায় অবরুদ্ধ নিউইয়র্ক নগর যেন বেরিয়ে এসেছিল। করোনা মহামারির নির্দয় আঘাতে পর্যুদস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোকে উদ্‌যাপন করতে আয়োজন করা হয়েছিল কনসার্টটি।

২১ আগস্ট মেঘলা বিকেলে নিউইয়র্কের আইকনিক ভেন্যু সেন্ট্রাল পার্কের গ্রেট লোনে অনুষ্ঠানটি শুরু হচ্ছিল কোলাহল আর স্নিগ্ধতার মিশ্রণে।

‘উই লাভ নিউইয়র্ক: দ্য হোম কামিং কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠানটি ৬০ হাজার টিকাপ্রাপ্ত মানুষ উপস্থিত হয়ে উপভোগ করছিলেন। বিখ্যাত সব শিল্পীরা গান গাওয়া শুরু করেছেন। অনুষ্ঠান শুরুর প্রায় তিন ঘণ্টা পর নিউইয়র্কের পুলিশ বিভাগ থেকে জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়—‘চরম আবহাওয়া ধেয়ে আসছে নগরের দিকে’।

উপস্থিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এলাকাটি দ্রুত খালি করার নির্দেশ দেয় পুলিশ। লাউড স্পিকারে সবাইকে শান্তভাবে পার্কের বহির্গমন পথের দিকে এগিয়ে যেতে বলা হয়। পুলিশ এসকর্ট করে বিভিন্ন গেট অভিমুখে নিয়ে যায় মানুষকে। হাজারো মানুষকে সুশৃঙ্খলভাবে দ্রুতই বেরিয়ে যেতে দেখা যায় কোনো অঘটন ছাড়াই। দ্রুত নিউইয়র্কের ওপর দিয়ে প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়।

শনিবার রাত ১১টা পর্যন্ত সেন্ট্রাল পার্কে চার ইঞ্চি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার কারণে কনসার্টটি মাঝ পথে বন্ধ করে দিতে হলেও, এরই মধ্যে উপস্থিত দর্শক শ্রোতারা উপভোগ করে নিতে পেরেছেন জে পি সেক্স এবং জুলিয়া মাইকেলের ‘ইফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ এন্ডিং’; ইতালিয় সুপারস্টার আন্দ্রেয়া বরসেলির ‘ওহ সোল মি’ এবং আর্থ, উইন্ড অ্যান্ড ফায়ারের ক্ল্যাসিক হিট ‘সেপ্টেম্বর’।

কিংবদন্তি গিটারিস্ট কার্লোস সান্টানাও যুক্ত ছিলেন, যখন ওয়াইক্লফ জিন ‘মারিয় মারিয়া’ পরিবেশন করছিলেন। নিউইয়র্ক নগরের এই ‘কামব্যাক’ কনসার্ট আয়োজনটি পরে আবার কখন কোথায় অনুষ্ঠিত হবে বা আর আদৌ হবে কিনা এ বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

কোভিড-১৯ মহামারির প্রথম ধাক্কায় নিউইয়র্ক কাবু হয়ে ওঠে। মহামারিতে অন্যতম শীর্ষ মৃত্যুর নগরে স্বাভাবিক কোলাহল ফিরিয়ে আনার নানা প্রয়াস নেওয়া হয়েছে। পার্কে পার্কে কনসার্ট করা হচ্ছে। থিয়েটার ও লাইভ পরিবেশনা নিয়ে তারকা শিল্পীরা যাচ্ছেন নগরের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে। কোভিড-১৯ মহামারির সংক্রমণ নিয়ন্ত্রিত থাকলেও ডেলটা ভাইরাসের সংক্রমণ নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে। এসবের মধ্যেও সদা কোলাহলের নগরে চাঞ্চল্যে ফিরিয়ে আনার চেষ্টা চলছে সব মহল থেকে।