ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে দুজন নিহত

ফ্লোরিডার যোগব্যায়ামের এক স্টুডিওতে বন্দুকধারী হামলা চালান।
ফ্লোরিডার যোগব্যায়ামের এক স্টুডিওতে বন্দুকধারী হামলা চালান।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুকধারী এক ব্যক্তির গুলিতে দুজন নিহত হয়েছেন। আহত কয়েকজন। গতকাল শুক্রবার ফ্লোরিডার টালাহাসিতে একটি যোগব্যায়ামের স্টুডিওতে এ হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ধারণা করা যাচ্ছে, নিহত দুজনের মধ্যে একজন বন্দুকধারী নিজেই। ওই ব্যক্তি অন্যদের প্রতি গুলি ছোড়ার পর নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন বলে মনে করা হচ্ছে। টালাহাসিতে একটি শপিং সেন্টারের ভেতর স্থাপিত যোগব্যায়ামের স্টুডিওতে তখন কয়েকজন যোগব্যায়াম করছিলেন।

স্থানীয় পুলিশপ্রধান মাইকেল ডেলিও এক সংবাদ সম্মেলনে হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবর্ষণের খবর পেয়ে স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সেখানে গিয়ে গুলিতে আহত কয়েকজনকে পড়ে থাকতে দেখে। আহত পাঁচজনকে প্রথমে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে দুজন মারা যান। তিনি বলেন, সেখানে কয়েকজন সাহসের সঙ্গে লড়াই করেছেন। নিজেদের জীবন কেবল নয়, অন্যদের বাঁচাতেও তাঁরা লড়াই করেছেন। আহত ব্যক্তিদের একজন হামলাকারী ব্যক্তির কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

টালাহাসির মেয়র অ্যান্ড্রু গিলাম এ ঘটনায় পুলিশের দ্রুত সাড়া দেওয়ার প্রশংসা করেছেন টুইটারে। অ্যান্ড্রু গিলাম ফ্লোরিডার গভর্নর পদে নির্বাচনের জন্য লড়ছেন। নির্বাচনী প্রচার শেষে শহরে ফিরে তিনি টুইট করেন।