পেনসিলভানিয়ায় পিছিয়ে পড়েছেন ট্রাম্প
ভোটের মাঠে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর অবস্থান হারাচ্ছেন। জনমত জরিপে দেখা গেছে, উত্তর-পশ্চিমের রাজ্য পেনসিলভানিয়ায় ডেমোক্র্যাট প্রার্থীর চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন তিনি। মিশ্র জনগোষ্ঠীর কারণে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যকে জাতীয় নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সুইং স্টেট হিসেবে মনে করা হয়।
মনমাউথ ইউনিভার্সিটি পরিচালিত জনমত জরিপে দেখা গেছে, পেনসিলভানিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ট্রাম্পের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে আছেন। গত মঙ্গলবার প্রকাশিত এই জরিপের ফলাফলে বলা হয়েছে, এই অঙ্গরাজ্যের তালিকাভুক্ত ভোটারের মধ্যে ৫৪ শতাংশ জো বাইডেনের প্রতি তাঁদের সমর্থনের কথা জানিয়েছেন। ৪২ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রতি। জরিপের ফলাফল বিশ্লেষণ করে বলা হয়েছে, পুরো রাজ্যে ভোটার উপস্থিতির তারতম্য ঘটলেও বাইডেন ৮ থেকে ১১ পয়েন্টে এগিয়ে থাকবেন।
পেনসিলভানিয়ায় পরিচালিত একাধিক জনমত জরিপের সব কটির ফলাফলই জো বাইডেনের পক্ষে। সেখানকার অন্যতম ডেমোক্র্যাট কৌশলবিদ জে জে বালাবান বলেছেন, এক-দুটি জরিপের ফলাফল নিয়ে সন্দেহ থাকে। পেনসিলভানিয়ায় প্রায় সব জরিপেই বাইডেনকে অগ্রগামী দেখা যাচ্ছে। বালাবান মনে করেন , ট্রাম্প নিজেকে এখানকার লোকজনের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারেননি। তিনি মনে করেন, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের স্থানীয় সংবাদমাধ্যমের কাছেও ট্রাম্পের কোনো জনপ্রিয়তা নেই ।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বেশ কিছু এলাকায় সাম্প্রতিক সময়ে কখনো ডেমোক্র্যাটদের পক্ষে, কখনো রিপাবলিকানদের পক্ষে ভোট গেছে। ওই সব এলাকায়ও জো বাইডেন গড়ে ১০ পয়েন্টে এগিয়ে আছেন। ফিলাডেলফিয়াসহ এই অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমের অঞ্চল এমনিতেই ডেমোক্র্যাট-সমর্থিত এলাকা হিসেবে পরিচিত।
মাত্র এক মাস আগে মনমাউথ ইউনিভার্সিটির জরিপে পেনসিলভানিয়ায় জো বাইডেন ৪ পয়েন্টে এগিয়ে ছিলেন। নির্বাচনের ২৮ দিন আগে নতুন জরিপে এই রাজ্যে বাইডেনের অবস্থানে ডেমোক্র্যাটদের মধ্যে উদ্দীপনা বিরাজ করছে। নিউইয়র্ক টাইমস, সিবিএস, ফক্স নিউজ পরিচালিত জরিপে এখানে বাইডেনকে একই ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেছে।
মনমাউথ ইউনিভার্সিটির পুলিং ইনস্টিটিউটের পরিচালক প্যাট্রিক মারি বলেছেন, বাইডেন পেনসিলভানিয়ায় দুটি ক্ষেত্রে জনমত বাড়াতে পেরেছেন। ২০১৬ সালের নির্বাচনে নীরব থাকা ভোটারদের মধ্যে যাঁরা ভোট দিতেই যাননি, তাঁদের সক্রিয় সমর্থন এবার বাইডেনের পক্ষে দেখা গেছে। একইভাবে কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে ২০১৬ সালের ভোট নিয়ে নির্লিপ্ত পক্ষের মধ্যেও বাইডেনের প্রতি সমর্থন দেখা গেছে।
পেনসিলভানিয়ার সাবেক কংগ্রেসম্যান ল্যু বারলেটা অবশ্য বলেছেন, এসব জরিপ একদমই ভুল। ২০১৬ সালের নির্বাচনে প্রায় সব জরিপে দেখা গিয়েছিল এই অঙ্গরাজ্যে হিলারি ক্লিনটন এগিয়ে ছিলেন। তবে নির্বাচনের ফলাফলে এমন ঘটেনি। ২০১৬ সালের নির্বাচনে ১ শতাংশের কম ভোটের ব্যবধানে ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়ায় শেষ পর্যন্ত জিতেছিলেন। এবারেও এই অঙ্গরাজ্যে ট্রাম্প এমন কিছু ঘটাবেন বলে তাঁর সমর্থকেরা আশা করছেন।