টাইম মিউজিকের অনুষ্ঠানে সানি
নিউইয়র্ক নগরের জ্যামাইকার আমাজুরা হলে ৭ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’। সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। শো টাইম মিউজিকের ১৮তম এই আয়োজন উপস্থাপনা করবেন জাহিদ হাসান ও সাজু খাদেম।
বাংলাদেশ থেকে সুবর্ণা মুস্তাফাসহ ২০ জন তারকা শিল্পী আসছেন। আসছেন বলিউড অভিনেত্রী সানি লিওনি। ইতিমধ্যে এক ভিডিও বার্তায় এই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
অনুষ্ঠানে সাবেক এই পর্নো তারকার অংশগ্রহণ নিয়ে জ্যকসন হাইটসে চলছে নানা আলোচনা–সমালোচনা। এ নিয়ে প্রতিবেদকের কথা হয়েছে সংগীতপ্রেমী, নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রবাসী বাংলাদেশি ও আয়োজকদের সঙ্গে।
বাংলাদেশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের নিয়মিত দর্শক ফারজানা নিতু অনুষ্ঠানে সানি লিওনির উপস্থিতি নিয়ে বেশ নেতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘সাবেক এই পর্নো তারকার সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, এটি আমাদের জন্য বেশ লজ্জাকর। পোস্টারে সানির ছবির পাশে আমাদের দেশের বড় বড় তারকাকে এক্সট্রা তারকার মতো রাখা হয়েছে। সানিকে নিয়ে করা হয়েছে স্বতন্ত্র পোস্টার। সব মিলিয়ে সাবেক একজন পর্নো তারকাকে এভাবে সম্মান দিয়ে আমাদের নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা হবে। এটি আমার কাছে নৈতিকতা বিরোধী।’
তবে আরেকজন দর্শক সানির উপস্থিতিকে ইতিবাচকভাবেই দেখছেন। মাহমুদ মনজুর নামের এই দর্শক বলেন, সানি লিওনি বলিউডের একজন তারকা শিল্পী। তিনি বলিউডে একের পর এক সিনেমায় সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন। বাংলাদেশের একটি অনুষ্ঠানে তাঁর মতো জনপ্রিয় একজন শিল্পী আসছেন, যা আমার কাছে গর্ব করার মতো বিষয়। আমার পরিচিত অনেক নারী টিকিট কেটেছেন শুধু সানিকে সরাসরি দেখার জন্য। নিজের বাসায় বা সিনেমাহলে তাঁরা সিনেমা দেখতে পারলে, অনুষ্ঠানে দেখতে সমস্যা কী?’
ঢালিউডের সঙ্গে সানি লিওনির সম্পর্ক কী? এমন প্রশ্নের উত্তরে আয়োজন আলমগীর খান আলম বলেন, ‘এর আগে বলিউডের অনেক শিল্পী আমাদের আমন্ত্রণে এসেছেন। একজন জনপ্রিয় তারকা শিল্পী হিসেবেই তাঁকে আমরা আমন্ত্রন জানিয়েছি। তিনি আগে পর্নো সিনেমায় অভিনয় করলেও এখন করেন না। আমি মনে করি, একজন মানুষকে তার পেশা দিয়ে বিবেচনা না করে মানুষ হিসেবে সম্মান করা উচিত। তাঁর রইস সিনেমার ‘লায়লা ম্যায় লায়লা’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনুষ্ঠানে সিনেমার গানটির সঙ্গে ১২ জন সহশিল্পীসহ তিনি নাচে অংশ নেবেন। আমাদের টিকিট ৫০, ১০০ ও ১৫০ ডলারের। শোর আগে হল কাউন্টারে পাওয়া যাবে।’
এবার বাংলাদেশি তারকাদের মধ্যে থাকছেন সুবর্ণা মুস্তাফা, জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, তাহসান খান, মেহের আফরোজ শাওন, মিশা সওদাগর, রিজিয়া পারভিন, সাজু খাদেম, আবু হেনা রনি, নাদিয়া, ইমন, প্রভা, পিয়া বিপাশা, নিশাত সাওলা, নাভেদ আহমেদ, ইশরাত পায়েল, তানভীর তারেক, সজল, শিরিন শিলা প্রমুখ।