এবার ভার্চ্যুয়াল ফোবানা সম্মেলন

উত্তর আমেরিকায় ফোবানা প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন। বাংলা ভাষা, বাংলাদেশের ইতিহাস, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বুকের গভীরে ধারণ করে তা আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয়ে ফোবানা সুদীর্ঘ ৩৪ বছর ধরে পথ চলছে। নানা চড়াই-উতরাই পেরিয়ে স্বদেশ ও স্বদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসার দায়বদ্ধতায় এবং এ দেশে বেড়ে ওঠা নবীনদের সম্পৃক্ত করার অভিলাষে ফোবানার এই অগ্রযাত্রা প্রশংসার দাবি রাখে। আজকের কর্মযজ্ঞের ওপর নির্ভর করে আমাদের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে কীভাবে আমরা আমাদের নতুন প্রজন্মের মাধ্যমে এগিয়ে নিয়ে যাব আগামীর বলয়ে। আর সে জন্যই উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে ফোবানার এই প্রয়াস, এই অবিরাম পথচলা।

ফোবানার সারা বছরের কার্যক্রমের অন্যতম প্রধান অনুষ্ঠান হচ্ছে ‘ফোবানা সম্মেলন’ আয়োজন। চলতি বছর কোভিড-১৯ মহামারির কারণে জনগণের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে স্বাভাবিকভাবে সে আয়োজন আর করা হয়ে উঠবে না। তাই ফোবানা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে বাস্তবতাকে সামনে রেখে নেওয়া হয়েছে সময়োপযোগী পদক্ষেপ, ভার্চ্যুয়াল সম্মেলন! এই প্রথম ফোবানার ইতিহাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভার্চ্যুয়াল সম্মেলন। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ফোবানার প্রথম ভার্চ্যুয়াল সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানার ৩৪তম সম্মেলন। আয়োজক কমিটি ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস’ (বান্ট) মহামারির কারণে এবারের সম্মেলন আয়োজনে অপারগতা প্রকাশ ও স্থগিত ঘোষণা করার পরিপ্রেক্ষিতে এ বছর ফোবানা কেন্দ্রীয় কমিটি ভার্চ্যুয়াল সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা, ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানার এই ভার্চ্যুয়াল সম্মেলন। এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে এই ধারাবাহিকতায় সম্পৃক্ত ও অনুপ্রাণিত করাই ফোবানার প্রত্যয়ী পথচলার অন্যতম অঙ্গীকার। ফোবানার পক্ষ থেকে সবাইকে এই সম্মেলনে যোগ দিতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

ফোবানা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফোবানার চেয়ারম্যান শাহ হালিম ও এক্সিকিউটিভ সেক্রেটারি ড. আহসান চৌধুরী সব বাংলাদেশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সব প্রবাসীর এই সম্মেলনে যোগ দিয়ে একে সাফল্যমণ্ডিত করতে আন্তরিকভাবে আহ্বান ও অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া অনুষ্ঠানে সবার অংশগ্রহণের লক্ষ্যে সব সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ/ প্রতিনিধিদের ১০০ ডলার রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ফোবানার নেতৃবৃন্দ।

সেই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে ধারণ করা ১০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি ভিডিওচিত্র পাঠানোর অনুরোধ জানানো হয়েছে, যা সম্মেলনের সাংস্কৃতিক পর্বে প্রদর্শন করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানসংক্রান্ত যেকোনো বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ফোবানার সাংস্কৃতিক উপকমিটির চেয়ারম্যান আবীর আলমগীরের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছেভ (যোগাযোগ: ৩৪৭–৭২৪–৯৫১৮, abir_ny@hotmail.com)।

এ ছাড়া ফোবানার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর। ফোবানার নেতারা আরও বলেন, ফোবানা সম্মেলন সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই www.fobanaonline.com এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এই প্রথম ভার্চ্যুয়াল ফোবানা সম্মেলন সফল ও সার্থক করতে ফোবানার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে এই আয়োজনে সক্রিয় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

ফোবানা সম্মেলন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ফোবানার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শাহ হালিম (২৮১–৭৪৮–৯৮৮০) ও এক্সিকিউটিভ সেক্রেটারি ড. আহসান চৌধুরী (৫১২–৪১৩–৯১৯৩)।