পুতিন আমাদের সংকল্প ভাঙতে পারবেন না, বললেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
রয়টার্স ফাইল ছবি

হিরোশিমায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমাদের সংকল্প ভাঙতে পারবেন না। ইউক্রেনের সমর্থকেরা ভেঙে পড়বে না।’

জি–৭ সম্মেলনে হঠাৎই হিরোশিমায় সফর করেন জেলেনস্কি। সেখানেই বাইডেনের সঙ্গে পার্শ্ববৈঠকে অংশ নেন তিনি।

তিন দিনব্যাপী জি–৭ সম্মেলনের শেষ দিন গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনকে সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রের সংকল্পে রাশিয়া ভাঙন ধরাতে পারবে না। বাইডেন আরও বলেন, ‘পুতিন ভেবেছিলেন তিনি আমাদের ভাঙতে পারবেন, কিন্তু আমরা পিছপা হব না।’

আরও পড়ুন

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র। এসব যুদ্ধবিমান চালানোর জন্য ইউক্রেনের বৈমানিকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করবে দেশটি।

মার্কিন কর্মকর্তারা প্রশিক্ষণের খরচ ও ঝুঁকি বিবেচনা করে এতে প্রথমে অনিচ্ছুক ছিলেন। পরে প্রেসিডেন্ট বাইডেন বলেন, জেলেনস্কি তাঁকে আশ্বাস দিয়েছেন যে এফ-১৬ যুদ্ধবিমান তিনি রাশিয়ার অঞ্চলে ব্যবহার করবেন না।

বাইডেন আরও বলেন, ইউক্রেনের এলাকার মধ্যে যেখানে রাশিয়ার সেনারা থাকবেন, সেখানে তাঁরা এটি ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন
আরও পড়ুন