পেলোসির টেবিলে পা উঠিয়ে ছবি তোলা সেই ব্যক্তিকে সাজা
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসির টেবিলে পা উঠিয়ে ছবি তোলা সেই ব্যক্তিকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার এ রায় ঘোষণা করা হয়েছে।
২০২১ সালের ৬ জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিলে হামলা চালান। সে সময় প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার পেলোসির টেবিলে পা উঠিয়ে ছবি তুলেছিলেন রিচার্ড বার্নেট (৬৩)। এটি পরে ক্যাপিটল হিলে হামলার ঘটনার প্রতীকী ছবিতে পরিণত হয়।
এর আগে গত ২৩ জানুয়ারি ওই হামলার ঘটনায় করা মামলায় আনা আট ধরনের অভিযোগে বার্নেটকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। সরকারি কৌঁসুলিরা তাঁর সাত বছরের কারাদণ্ড চেয়েছিলেন। তবে ওয়াশিংটন ডিসির আদালতের বিচারক ক্রিস্টোফার কুপার চার বছর ছয় মাসের কারাদণ্ড দেন।
ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ৯৪০ জনের বেশি মানুষের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৫০০ মানুষকে দোষী সাব্যস্ত করা হয়। অনেকের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে।