ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি কমলার

ওয়াশিংটনের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে বুধবার ভাষণ দেন কমলা হ্যারিসছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস। একই সঙ্গে নিজেদের চিন্তাভাবনা এগিয়ে নিতে ‘লড়াই চালিয়ে যাওয়ার’ আহ্বান জানিয়েছেন সমর্থকদের প্রতি।

স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে এসব কথা বলে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই এই নির্বাচনের ফলাফল মেনে নেওয়া উচিত। এর আগে আজ আমি ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি।’

আরও পড়ুন

নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে সহায়তার কথাও বলেন কমলা। তাঁর ভাষায়, ‘আমি তাঁকে (ট্রাম্প) বলেছি, রাজনৈতিক পটপরিবর্তনে তিনি ও তাঁর দলকে (রিপাবলিকান পার্টি) আমরা সাহায্য করব। আর এভাবে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে যুক্ত হব।’

আরও পড়ুন

২০২০ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প। সেবার তিনি ফলাফল মেনে নেননি। ট্রাম্পের নাম উল্লেখ না করে কমলা বলেন, নির্বাচনের ফলাফলের প্রতি সম্মান জানানোটা এমন একটা জিনিস, যা গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য গড়ে দেয়। জনগণের সমর্থন পেতে চান—এমন সবার এর প্রতি সম্মান জানানো উচিত।

আরও পড়ুন

এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৯৪টি। কমলা পেয়েছেন ২২৩টি। এখনো তিনটি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা বাকি। প্রেসিডেন্ট হওয়ার জন্য ২৭০টি ইলেকটোরাল ভোটই যথেষ্ট। বুধবারের ভাষণে কমলা সমর্থকদের বলেন, পরাজয়ের হতাশার মধ্যেও তাঁদের নিজ চিন্তাভাবনা এগিয়ে নিতে লড়াই চালিয়ে যেতে হবে।

নির্বাচনের প্রচারের সময় ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছিলেন কমলা। তবে বুধবারের ভাষণে তিনি বলেন, ‘আমি জানি অনেকেই মনে করছেন, আমরা একটি অন্ধকার সময়ে প্রবেশ করতে যাচ্ছি। তবে আমাদের সবার ভালো জন্য, আশা করছি তেমন কিছু হবে না।’

আরও পড়ুন