এবার ফিলাডেলফিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত

ফিলাডেলফিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার স্থানে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ৩১ জানুয়ারিছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে কমপক্ষে দুজন আরোহী ছিলেন। একটি শপিং মলের আশপাশে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে একটি বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়।

দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উড়োজাহাজটি বিধ্বস্তের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের খবর বলছে, ফিলাডেলফিয়ার উত্তরপূর্ব দিকে রুজভেল্ট মলের কাছে এ ঘটনা ঘটেছে।

ফিলাডেলফিয়ায় অনেক শীত ছিল ও বৃষ্টি হচ্ছিল। এ কারণে বিধ্বস্তের সময় ভালোভাবে কিছু দেখা যাচ্ছিল না।

ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বুধবার রাতে আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে ৬৭ জন আরোহীর সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০০৯ সালের পর এটিই সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা। এর মাত্র তিন দিন পর আবার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটল।

লিয়ারজেট ফাইভ ফাইভ উড়োজাহাজটি নর্থইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট থেকে ছেড়েছিল। এটি মিসৌরির স্প্রিংফিল্ড–ব্রানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে যাচ্ছিল। বিমানবন্দর ছেড়ে যাওয়ার পরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

পেনসিলভানিয়ার গভর্নর জোস সাপিরো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার স্থানে উদ্ধারকর্মীরা কাজ করছেন।

আরও পড়ুন