২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কৌতুক দিয়ে ভাষণ শুরু বাইডেনের, ক্যাপিটল হিলে যাওয়ার পথে বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্টেট অফ দ্য ইউনিয়নের বার্ষিক ভাষণের শুরুতেই মজা করেন। বাইডেন বলেন, ‘আমি যদি স্মার্ট হতাম, তাহলে আমি এখন বাড়ি চলে যেতাম।’

এরপরে বাইডেন কথা বলেন স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে। দেশ এবং দেশের বাইরে স্বাধীনতা ও গণতন্ত্র হুমকিতে রয়েছে বলেন তিনি।

যুক্তরাষ্ট্রে গতকাল বৃহস্পতিবার বাইডেন তাঁর বার্ষিক ভাষণ শুরু করেন। এ নিয়ে তৃতীয়বারের মতো ভাষণ দিচ্ছেন তিনি। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনও সেখানে রয়েছেন।

হোয়াইট হাউস থেকে ক্যাপিটল হিলে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন বাইডেন।

হোয়াইট হাউস ছাড়ার পরে এক সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান তিনি কেমন বোধ করছেন। বাইডেন খুব দ্রুত এ প্রশ্নের উত্তর দেন। বলেন, তিনি ভালো আছেন।

এদিকে হোয়াইট হাউস থেকে মার্কিন কংগ্রেসে যাওয়ার পথে বিক্ষোভকারীরা বাইডেনকে বাধা দেওয়ার চেষ্টা করেন। পেনসিলভানিয়া অ্যাভিনিউতে প্রায় ২০০ বিক্ষোভকারী জড়ো হন। এ সময় বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের পতাকা ও ব্যানার দেখা যায়। ব্যানারে লেখা ছিল ‘বাইডেনের শাসনামল গণহত্যার’। বিক্ষোভকারীদের অনেকে কালো পোশাক পরেছিলেন। তাঁরা যুদ্ধবিরতির দাবি জানান। সেখানে পুলিশের উপস্থিতি দেখা গেছে।

বিক্ষোভকারীদের এড়াতে এ সময় বাইডেনের গাড়িবহর অন্য পথ দিয়ে যায়। তবে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ৮১ বছর বয়সী বাইডেন তাঁর ভাষণে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে আক্রমণ করবেন।