২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পেনসিলভানিয়ায় জিতলেই আমরা জিতে যাব: ট্রাম্প

নির্বাচনের আগে শেষ মুর্হূতের প্রচারে ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: রয়টার্স

যদি পেনসিলভানিয়ায় জিতে যান, তবে ভোটে জিতে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

গতকাল মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার একটি রেডিওকে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বারবার রিপাবলিকান ভোটারদের ভোটের লাইনে অবস্থান করার অনুরোধও করছেন।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই দেশকে অন্য যেকোনো সময়ের চেয়ে মহান করতে চলেছি, কিন্তু আমাদের লাইনে থাকতে হবে। এবং তাদের আপনাকে বিপদে ফেলার সুযোগ দেবেন না। ভোট দিন এবং আপনাদের এর সম্পূর্ণ আইনি অধিকার আছে। কারণ, যদি আমরা পেনসিলভানিয়ায় জিতে যাই, তবে আমরা পুরোটা জিততে চলেছি। আমরা সবকিছু জিতব।’

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে এখনো ভোট গ্রহণ চলছে। ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে কোনো কোনো অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে, কোথাও শেষের পথে, কোথাও এখনো চলছে।

নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান ৭টি অঙ্গরাজ্য। এই ৭ অঙ্গরাজ্যের মধ্যে পেনসিলভানিয়া একটি। অন্য ৬টি হলো—নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা। এই ৭ অঙ্গরাজ্যে কেউই সুনির্দিষ্টভাবে এগিয়ে নেই।

জনমত জরিপে এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গিয়েছিল।

আরও পড়ুন