সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেনেলকে ইরানের বিশেষ দূত করতে পারেন ট্রাম্প

রিচার্ড গ্রেনেলফাইল ছবি: এএফপি

নিজের সাবেক গোয়েন্দাপ্রধান রিচার্ড গ্রেনেলকে ইরানের বিশেষ দূত করার কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ বিষয়ে জানেন, এমন দুজনের বরাত দিয়ে রয়টার্স এ খবর প্রকাশ করেছে। তবে তাঁরা তাঁদের নাম প্রকাশ না করতে বলেছেন।

তাঁদের একজন বলেন, ‘তিনি নিশ্চিতভাবেই দৌড়ে আছেন।’

ট্রাম্প এখনো কাকে ইরানের রাষ্ট্রদূত করবেন এবং ইরান বিষয়ে তাঁর নীতি কী হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি।

গ্রেনেলেকে বেছে নেওয়ার বিষয়ে জানতে রয়টার্স থেকে ট্রাম্পশিবির এবং গ্রেনেলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোনো পক্ষ থেকেই সাড়া মেলেনি।

ইরান বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত কী হতে চলেছে, তা নিয়ে এখনো কোনো খবরও প্রকাশ পায়নি।

আরও পড়ুন

তবে সেখানে বিশেষ দূত হিসেবে নিজের গুরুত্বপূর্ণ একজন মিত্রকে পাঠানোর কথা বিবেচনা করার অর্থ, ট্রাম্প হয়তো ইরান সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে আগ্রহী। ট্রাম্প এর আগে ইরানকে ধ্বংস করে ফেলার হুমকি দিয়েছিলেন।

অন্যদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী ট্রাম্পকে গুপ্তহত্যা করতে চেয়েছিল বলে যুক্তরাষ্ট্র সরকার অভিযোগ তুলেছিল। যদিও ইরান ওই অভিযোগ অস্বীকার করেছে।