বুথফেরত জরিপ: দোদুল্যমান ৭ অঙ্গরাজ্যে ট্রাম্প-কমলা কে কতটা এগিয়ে

ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখে দোদুল্যমান সাত অঙ্গরাজ্য। তাই প্রচারের জন্য নির্বাচনের আগে দীর্ঘ সময় ধরে এই অঙ্গরাজ্যগুলো চষে বেড়িয়েছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। তবে তা কতটুকু কাজে এসেছে, তা বোঝা যাবে এসব অঙ্গরাজ্যে ভোটের চূড়ান্ত ফল প্রকাশের পর।

দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় নির্বাচন ঘিরে প্রথম ধাপের বুথফেরত জরিপ প্রকাশ করেছে গবেষণাপ্রতিষ্ঠান এডিসন রিসার্চ। প্রাথমিক এই জরিপে চূড়ান্ত ফলাফল সম্পর্কে কিছুটা আগাম ধারণা পাওয়া যায়। তবে এই জরিপকে চূড়ান্ত ফলাফল বলে ধরে নেওয়া যাবে না। কারণ, জরিপের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে জরিপের ফলাফলে পরিবর্তন আসতে পারে।

এডিসন রিসার্চের প্রাথমিক বুথফেরত জরিপে দোদুল্যমান সাত অঙ্গরাজ্যের চারটিতে এগিয়ে আছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। দুটিতে এগিয়ে আছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দুটিতে দুজনে সমানে সমান। আর সাত অঙ্গরাজ্যেই আগের নির্বাচনের তুলনায় এবার তাঁদের জনপ্রিয়তা বাড়েনি। দেখে নেওয়া যাক প্রাথমিক এই জরিপ কী বলছে—

নর্থ ক্যারোলাইনা: ট্রাম্পের জনপ্রিয়তা ৪৩ শতাংশ। ২০২০ সালে এখানে তাঁর জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ। অপর দিকে, কমলার জনপ্রিয়তা ৪৮ শতাংশ। ২০২০ সালে নর্থ ক্যারোলাইনায় বাইডেনের জনপ্রিয়তা ছিল ৫০ শতাংশ।

জর্জিয়া: ট্রাম্পের জনপ্রিয়তা ৪৬ শতাংশ। ২০২০ সালে এখানে তাঁর একই জনপ্রিয়তা ছিল। জর্জিয়ায় এবার কমলার জনপ্রিয়তা ৪৯ শতাংশ। ২০২০ সালে বাইডেনের জনপ্রিয়তা ছিল ৫০ শতাংশ।

আরও পড়ুন

পেনসিলভানিয়া: ট্রাম্পের জনপ্রিয়তা ৪৭ শতাংশ। ২০২০ সালে তা একই ছিল। অপর দিকে, পেনসিলভানিয়ায় এবার কমলার জনপ্রিয়তা ৪৬ শতাংশ। ২০২০ সালে সেখানে বাইডেনের জনপ্রিয়তা ছিল ৫০ শতাংশ।

মিশিগান: মিশিগানে এবার ট্রাম্পের জনপ্রিয়তা ৪৫ শতাংশ, যা ২০২০ সালের সমান। কমলার জনপ্রিয়তা ৪৮ শতাংশ। আগের নির্বাচনে বাইডেনের জনপ্রিয়তা ছিল ৫১ শতাংশ।

উইসকনসিন: এখানে ট্রাম্পের জনপ্রিয়তা ৪৪ শতাংশ। ২০২০ সালে তা ছিল ৪৩ শতাংশ। অপর দিকে, এবার কমলার জনপ্রিয়তা ৪৭ শতাংশ। ২০২০ সালে উইসকনসিনে বাইডেনের জনপ্রিয়তা ছিল ৫০ শতাংশ।

আরও পড়ুন
আরও পড়ুন

অ্যারিজোনা: অ্যারিজোনায় ট্রাম্পের জনপ্রিয়তা ৪৬ শতাংশ, ২০২০ সালে যা ছিল ৪৮ শতাংশ। এখানে কমলার জনপ্রিয়তাও ৪৬ শতাংশ। আগের নির্বাচনে বাইডেনের জনপ্রিয়তা ছিল ৪৯ শতাংশ।

নেভাডা: নেভাডায় ট্রাম্পের জনপ্রিয়তা ৪৭ শতাংশ। ২০২০ সালে তাঁর জনপ্রিয়তা ছিল ৪৮ শতাংশ। অপর দিকে, কমলার জনপ্রিয়তা ৪৪ শতাংশ। আগের নির্বাচনে এখানে বাইডেনের জনপ্রিয়তা ছিল ৫২ শতাংশ।

আরও পড়ুন
আরও পড়ুন