কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগ, চাপে প্রধানমন্ত্রী ট্রুডো

কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কানাডার দূতাবাসে এক সংবাদ সম্মেলনেফাইল ছবি : রয়টার্স

কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড স্থানীয় সময় গতকাল সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এটা নানা চাপে থাকা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্য একটি বড় ধাক্কা।

সাম্প্রতিক বিভিন্ন জরিপে ট্রুডোর প্রতি জনসমর্থন কমেছে, নিজ দলে বেড়েছে তাঁর বিরোধিতা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে বাণিজ্য যুদ্ধের হুমকি দিয়ে রেখেছেন। এমন পরিস্থিতিতে পদত্যাগের ঘোষণা দিলেন ফ্রিল্যান্ড।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা পদত্যাগপত্রে ফ্রিল্যান্ড জানিয়েছেন, গত সপ্তাহে ট্রুডো তাঁকে জানিয়েছেন, তিনি তাঁকে আর এ পদে চান না। তিনি তাঁকে মন্ত্রিপরিষদের অন্য একটি দায়িত্ব দিতে চান।

ফ্রিল্যান্ড লিখেছেন, ‘চিন্তাভাবনার পর আমি এ সিদ্ধান্ত পৌঁছলাম যে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করাটাই আমার জন্য একমাত্র সৎ ও কার্যকর পথ। কানাডার জন্য সবচেয়ে ভালো পথ কী হতে পারে, তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে আপনি ও আমার মধ্যে মতানৈক্য চলছিল।’

ফ্রিল্যান্ডের পদত্যাগের ঘোষণায় ট্রুডোর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি। এমন এক সময়ে ফ্রিল্যান্ড পদত্যাগের ঘোষণা দিলেন, যার মাত্র কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের হুমকি মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে প্রাদেশিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রুডো।

ট্রাম্প ঘোষণা দিয়েছেন, অনথিভুক্ত অভিবাসী ও মাদক ‘আগ্রাসন’ বন্ধ করা না হলে কানাডা ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।