মার্কিন কংগ্রেসের ট্রান্সজেন্ডার সদস্যের জন্য নারী শৌচাগার ‘নিষেধাজ্ঞায়’ স্পিকারের সমর্থন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের প্রথম সদস্য সারা ম্যাকব্রাইডফাইল ছবি : রয়টার্স

সম্প্রতি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন ট্রান্সজেন্ডার নারী সারা ম্যাকব্রাইড। কংগ্রেস ভবনে নারীদের জন্য নির্ধারিত শৌচাগার কোনো ট্রান্সজেন্ডার নারী যাতে ব্যবহার করতে না পারেন, সে জন্য প্রতিনিধি পরিষদে আনা একটি প্রস্তাবে সমর্থন দিয়েছেন নিম্নকক্ষের রিপাবলিকান স্পিকার মাইক জনসন।

চলতি মাসের শুরুর দিকে প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি হিসেবে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন সারা। তিনি প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির সদস্য। ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে তিনি নির্বাচিত হয়েছেন।

নভেম্বরের নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে গেছে। প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সহকর্মীদের কাছ থেকে সারা উষ্ণ অভিনন্দন পাননি।

চলতি সপ্তাহের শুরুতে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য ন্যান্সি মেস নিম্নকক্ষে একটি প্রস্তাব উত্থাপন করেন।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত ন্যান্সি মেস। তাঁর প্রস্তাবে ক্যাপিটলে (কংগ্রেস ভবন) নারীদের জন্য নির্ধারিত শৌচাগারে ট্রান্সজেন্ডার নারীদের নিষিদ্ধের (ব্যবহার) বিষয়টি রয়েছে।

ন্যান্সি মেসের আনা এই প্রস্তাবে সমর্থন দিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ক্যাপিটলে (কংগ্রেস ভবন), প্রতিনিধি পরিষদের ভবনগুলোতে থাকা সব একক-লিঙ্গভিত্তিক অবকাঠামো—যেমন শৌচাগার, পোশাক বদলানোর কক্ষ, লকার রুমের মতো জায়গাগুলো জৈবিক লিঙ্গের ব্যক্তিদের জন্য সংরক্ষিত।

সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য ন্যান্সি মেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, জন্মগতভাবে যাঁরা পুরুষ, তাঁদের কোনো স্থান নারীদের ব্যক্তিগত পরিসরে নেই। এটাই চূড়ান্ত কথা।

গতকাল সারা অবশ্য বলেছেন, যে নিয়ম করা হবে, তা তিনি মেনে চলবেন। এমনকি দ্বিমত থাকলেও তিনি তা মেনে চলবেন।