বর্ষবরণ উৎসবে যুক্তরাষ্ট্রে একাই হামলা চালান শামসুদ–দীন, ঘৃণা করতেন গান–মাদক
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্সে বর্ষবরণ উৎসবে ট্রাক উঠিয়ে দিয়ে হতাহতের ঘটনায় টেক্সাসের বাসিন্দা শামসুদ-দীন একাই জড়িত ছিলেন বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এর আগে এ ঘটনায় আরও কয়েকজন যুক্ত থাকতে পারেন, এমনটাই জানানো হয়েছিল।
গত বুধবার ট্রাক চালিয়ে দেওয়ার এ ঘটনায় ১৫ জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। পরে পুলিশের গুলিতে নিহত হন শামসুদ-দীনও। হামলার ঘটনাটিতে তদন্ত শুরুর পর কর্মকর্তারা বলছেন, শামসুদ-দীন সন্ত্রাসী গোষ্ঠী আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। সেই সঙ্গে ঘৃণা করতেন গান, মাদক ও মদ। হামলার কিছু আগে তাঁর ধারণ করা কিছু ভিডিও রেকর্ডিং থেকে এমন তথ্য জানা গেছে।
এফবিআই গতকাল বৃহস্পতিবার বলেছে, ৪২ বছর বয়সী শামসুদ-দীন ১০ বছর মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন। একসময় আফগানিস্তানেও ছিলেন তিনি। বুধবার নিউ অরলিয়েন্সে তিনি একাই হামলা চালিয়েছেন। তদন্ত সংস্থাটির শেষের এ বক্তব্য ইতিপূর্বে উল্লেখ করা বক্তব্যের বিপরীত। হামলার পরপর তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছিলেন, হামলায় শামসুদ-দীনের সঙ্গে অন্যরাও অংশ নিয়ে থাকতে পারেন।
সেনাবাহিনীর একজন সাবেক কর্মী শামসুদ-দীন কীভাবে উগ্রবাদে জড়িয়েছিলেন, সেটি এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে অনুসন্ধান করছেন তদন্তকারীরা।
নিউ অরলিয়েন্সের হামলাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে এফবিআই। সংস্থাটির উপসহকারী পরিচালক ক্রিস্টোফার রাইয়া গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা ছিল পরিকল্পিত ও একটি জঘন্য কাজ।’ আইএসের মাধ্যমে উগ্রবাদে শামসুদ-দীনের উদ্বুদ্ধ হওয়ার কথা এ সময় জোর দিয়ে উল্লেখ করেন তিনি।
রাইয়া আরও বলেন, সেনাবাহিনীর একজন সাবেক কর্মী শামসুদ-দীন কীভাবে উগ্রবাদে জড়িয়েছিলেন, সেটি এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে অনুসন্ধান করছেন তদন্তকারীরা।
নিউ অরলিয়েন্সে হামলায় ভাড়া করা যে ট্রাক ব্যবহার করা হয়েছে, সেটির পেছনের অংশে আইএসের একটি পতাকা পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কিছু বিশেষজ্ঞের ভাষ্যমতে, ইরাক ও সিরিয়ায় একসময় বেশ সক্রিয় থাকা আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট যে সামরিক অভিযান চালিয়েছে, তাতে সংগঠনটি অনেকটাই দুর্বল হয়েছে। কিন্তু এখনো আইএস তার প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের অনলাইনের মাধ্যমে দলে টানার কাজ করছে।
শামসুদ-দীন কেন, কীভাবে উগ্রবাদে জড়ালেন, সে প্রশ্নের উত্তর খুঁজছেন তাঁর সৎভাই আবদুল জব্বারও। তিনি বলেন, সম্প্রতি শামসুদ-দীনের সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ ঘটে। এ ঘটনা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন তিনি। ট্রাক নিয়ে হামলা চালানোর কয়েক সপ্তাহ আগেও তাঁর মধ্যে রাগ-ক্ষোভের কোনো লক্ষণ দেখা যায়নি।
শামসুদ-দীন কেন, কীভাবে উগ্রবাদে জড়ালেন, সে প্রশ্নের উত্তর খুঁজছেন তাঁর সৎভাই আবদুল জব্বারও। তিনি বলেন, সম্প্রতি শামসুদ-দীনের সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ ঘটে। এ ঘটনা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন তিনি। ট্রাক নিয়ে হামলা চালানোর কয়েক সপ্তাহ আগেও তাঁর মধ্যে রাগ-ক্ষোভের কোনো লক্ষণ দেখা যায়নি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত সোয়া তিনটায় নিউ অরলিয়েন্স শহরের বুরবন স্ট্রিটে গাড়ি হামলার ঘটনা ঘটে। খ্রিষ্টীয় বর্ষবরণের আনন্দ-উৎসব চলার মধ্যে সেখানে সমবেত মানুষের ওপর একটি পিকআপ ট্রাক তুলে দেন চালক। এরপর লাফিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে তিনি গুলিবর্ষণ শুরু করেন।
ক্রিস্টোফার রাইয়া বলেন, হামলার কিছু আগে কয়েকটি ভিডিও ধারণ করেন শামসুদ-দীন। সেখানে তাঁকে আইএসের প্রতি সমর্থন ব্যক্ত করতে দেখা যায়। তাতে দাবি করা হয়, গত গ্রীষ্মের আগে আইএসে তিনি যোগ দিয়েছিলেন। ‘বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে লড়াইয়ে’ বিশ্বাস করেন তিনি।