এ যেন তারাপদ রায়ের কবিতার মাতাল চরিত্র! যে মদ্যপান করে মাতলামি করে চলে অথচ বলে, ‘মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নিই না।.... . সমীর এখনো রান্না করছে। আর আমি? আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছি। কারণ আমি কখনো ইয়ে নিই না, কী যেন নিই না......ও হ্যাঁ, আলু নিই না।’
কবিতার মাতালের মতো এমন একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যে। এক প্রাইভেট কারের চালক মাতাল হয়ে উল্টো পথে গাড়ি চালিয়েছেন। অথচ তিনিই সেখানকার জাতীয় জরুরি নম্বর ৯১১–এ ফোন করে বলেছেন, অন্য এক চালক উল্টো পথে গাড়ি চালিয়ে তাঁকে প্রায় রাস্তার বাইরে ফেলে দিয়েছেন।
এ নিয়ে ১ সেপ্টেম্বর নেব্রাস্কা পুলিশের ল্যাঙ্কাস্টার কাউন্টি শেরিফের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওসহ একটি পোস্ট দেওয়া হয়েছে। ওই পোস্টে জানানো হয়, ভাগ্য সুপ্রসন্ন—কাউকে গুরুতর আহত করার আগেই পুলিশ ওই চালককে থামাতে ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
পুলিশ জানিয়েছে, ৯১১ নম্বরে ফোন করে ওই চালক বলেন, তিনি মহাসড়ক ৭৭ দিয়ে উত্তর দিকে যাচ্ছেন। অথচ ওই লেনে উল্টো দিক থেকে আরেক চালক গাড়ি চালিয়ে এসেছেন। এতে তিনি গাড়িসহ প্রায় রাস্তার পাশে পড়ে যাচ্ছিলেন।
সেখানে অভিযানের সময় পুলিশ কর্মকর্তারা দেখতে পান, ওই স্থানে কেবল একটি গাড়িই আছে। তাঁরা ওই গাড়ির চালককে গ্রেপ্তার করেন।
একপর্যায়ে ওই চালক স্বীকার করেন, মূলত তিনি একাই ওই স্থানে গাড়ি চালাচ্ছিলেন, তাও আবার উল্টো পথে। কিন্তু তাঁর মনে হয়েছে আরেকজন উল্টো পথে গাড়ি চালাচ্ছেন। পুলিশ বলছে, পরীক্ষা করে ওই ব্যক্তির রক্তে বৈধ মাত্রার চেয়ে দুই গুণ বেশি মদের উপস্থিতি পাওয়া গেছে।