সম্প্রচার শেষ ০৭ নভেম্বর ২০২৪

মার্কিন নির্বাচন ২০২৪

নির্বাচন শেষে পরবর্তী গুরুত্বপূর্ণ দিনগুলো

১৩: ১১ , নভেম্বর ০৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পিএস২০ আন্না সিলভার এলিমেন্টারি বিদ্যালয় কেন্দ্রে ভোট দিচ্ছেন একজন ভোটার। ৫ নভেম্বর, নিউইয়র্কের ম্যানহাটন
ছবি: রয়টার্স

ভোটগ্রহণ চলছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। দেশটির ৪৭তম প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিচ্ছেন ভোটারেরা। নির্বাচনে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আভাস দিয়েছে বিভিন্ন জনমত জরিপ। বিশ্লেষকরাও তেমনটাই বলছেন।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ডোনেগান এলিমেন্টারি স্কুল কেন্দ্রে ভোটারদের সারি
ছবি: এএফপি
১৩: ৪১ , নভেম্বর ০৫

পেনসিলভানিয়া ও মিশিগান বেশি গুরুত্বপূর্ণ

দোদুল্যমান ৭ অঙ্গরাজ্যের মধ্যে পেনসিলভানিয়া ও মিশিগান তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ। এই দুই অঙ্গরাজ্যে যথাক্রমে ১৯ ও ১৫টি করে মোট ৩৪টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এ কারণেই ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস নির্বাচনী প্রচারণা শেষ করেছেন পেনসিলভানিয়াতে। আর রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রচারণা শেষ করেছেন মিশিগানে। এর আগের নির্বাচনে (২০২০) ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে জো বাইডেন দুই অঙ্গরাজ্যেই জয় পেয়েছিলেন।

১৩: ৪৩ , নভেম্বর ০৫
নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের একটি ভোটকেন্দ্র। কেউ ভোট দেওয়ার জন্য সারিতে দাঁড়িয়ে কেউ বসে অপেক্ষা করছেন
ছবি: এএফপি

ভোটের ব্যালট দুই বা তিন পাতার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপার বেশ দীর্ঘ। বিবিসির তথ্য, এটা দুই কিংবা তিন পাতার। ব্যালটে শুধু প্রেসিডেন্ট প্রার্থীদের নাম নয় বরং পার্লামেন্টের উভয়কক্ষের (প্রতিনিধি পরিষদ ও সিনেট) প্রার্থীদের নাম থাকে। আরও থাকে কমিউনিটি পরিষেবায় অর্থায়নের মতো স্থানীয় নানা উদ্যোগ ও প্রস্তাবের পক্ষে–বিপক্ষে ভোট দেওয়ার ব্যবস্থা। তাই অঙ্গরাজ্য বা এলাকাভেদে ব্যালটের আকারও ভিন্ন হয়। আর একেকটি ব্যালট পূরণ করতে ভোটারদের মোটামুটি ১০ মিনিট সময় লাগে।

১৪: ২০ , নভেম্বর ০৫

ভোটারদের কমলা বললেন, ‘আওয়াজ তুলুন’, ট্রাম্প বললেন, ‘এটা ভোট দেওয়ার সময়’

ভোটারদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন প্রধান দুই দলের প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। ভোট শুরুর পর এক এক্স পোস্টে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা লেখেন, ‘আমেরিকা, এটা আপনাদের আওয়াজ তোলার মুহূর্ত।’

অন্যদিকে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘এটা বেরিয়ে আসার ও ভোট দেওয়ার সময়। আমরা একসঙ্গে—আমেরিকাকে আবার মহান করতে পারব!’

১৪: ৩২ , নভেম্বর ০৫
ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা সারি। ৫ নভেম্বর, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া
ছবি: এএফপি
১৪: ৫৫ , নভেম্বর ০৫

ভোট দিলেন ট্রাম্পের রানিং মেট জে ডি ভ্যান্স

জে ডি ভ্যান্স
ফাইল ছবি: রয়টার্স

ওহাইও অঙ্গরাজ্যে ভোট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জে ডি ভ্যান্স। সিএনএন জানিয়েছে, আজ মঙ্গলবার অঙ্গরাজ্যের সিনসিনাটির সেন্ট অ্যান্থনি অব পাদুয়া গির্জায় স্থাপন করা কেন্দ্রে ভোট দেন রিপাবলিকান এ রাজনীতিক। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী উষা ও সন্তানেরা ছিলেন। ভোট দেওয়ার পর জে ডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, ‘আমি বেশ ভালো বোধ করছি। নির্বাচনী লড়াইটা ভালো লাগছে।’

১৫: ১৫ , নভেম্বর ০৫

আগাম ভোট পড়েছে ৮ কোটি ২০ লাখ

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে এরই মধ্যে প্রায় ৮ কোটি ২০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন। বার্তা সংস্থা এপির তথ্য, এর মধ্যে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনাসহ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটাররাও রয়েছেন, যাঁদের ভোটে নির্ধারিত হতে পারে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট কে হচ্ছেন।

১৫: ২৩ , নভেম্বর ০৫
ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছেন এক মার্কিন ভোটার। ৫ নভেম্বর, নর্থ ক্যারোলাইনা, যুক্তরাষ্ট্র
ছবি: রয়টার্স
১৫: ৪৩ , নভেম্বর ০৫

ভোটের দিনে ট্রাম্প ফ্লোরিডায়, কমলা ওয়াশিংটনে

আজ ভোটের দিনের শুরুতে মিশিগানে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের দিন তিনি কাটাবেন ফ্লোরিডায়। সেখানেই তিনি ভোট দেবেন। ভোটের পর পাম বিচে যাবেন তিনি।

আর নির্বাচনের রাত ওয়াশিংটনে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে কমলা হ্যারিসের। এর বাইরে নির্বাচনের দিন তাঁর অন্য কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। খবর আল–জাজিরার।

১৬: ০০ , নভেম্বর ০৫

হোয়াইট হাউসে বসে ভোটের ফল দেখবেন জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল দেখবেন। তাঁর সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি জিল বাইডেনসহ হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। মার্কিন গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

১৬: ০৬ , নভেম্বর ০৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ম্যানহাটনের একটি ভোটকেন্দ্রে ভোটারদের সারি। ৫ নভেম্বর, নিউইয়র্ক সিটি
ছবি: রয়টার্স
১৬: ১৫ , নভেম্বর ০৫

মার্কিন গোয়েন্দাদের যৌথ বিবৃতি: নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে রাশিয়া

রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে। তারা নির্বাচন নিয়ে জনগণের আস্থা নষ্ট করতে চায়। মঙ্গলবার এমন অভিযোগ করেছে মার্কিন গোয়েন্দারা।

মার্কিন গোয়েন্দাদের দাবি, প্রতিপক্ষ দেশগুলো যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে। এর মাধ্যমে তারা আমেরিকানদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়।

বিবিসির প্রতিবেদনের তথ্য, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই), জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয় (ওডিএনআই) এবং সাইবার ও অবকাঠামো নিরাপত্তা সংস্থা (সিআইএসএ) যৌথ বিবৃতিতে এমনটা জানিয়েছে।

১৬: ৩৭ , নভেম্বর ০৫

কমলা–ট্রাম্পের সঙ্গে আরও যে চার প্রার্থী

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরও চারজন প্রার্থীর নাম ব্যালটে রয়েছে। তাঁরা হলেন—গ্রিন পার্টির জিল স্টেইন, স্বতন্ত্র কর্নেল ওয়েস্ট, লিবার্টারিয়ান পার্টির চেজ অলিভার এবং রবার্ট কেনেডি জুনিয়র।

তাঁদের মধ্যে গত আগস্ট মাসে রবার্ট কেনেডি জুনিয়র ট্রাম্পকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন। তবে কয়েকটি অঙ্গরাজ্য তাঁর নাম ব্যালট থেকে সরাতে অস্বীকৃতি জানিয়েছে। খবর এএফপির।

১৭: ০৫ , নভেম্বর ০৫

আমি খুব আত্মবিশ্বাসী: ট্রাম্প

ভোটকেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। ৫ নভেম্বর, ফ্লোরিডার পাম বিচে
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট দিয়েছেন। সিএনএন জানিয়েছে, মঙ্গলবার স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের এক কেন্দ্রে ভোট দেন।

ভোট দিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি খুব আত্মবিশ্বাসী। সব দেখে মনে হচ্ছে, রিপাবলিকানরা দলে দলে ভোট দিতে আসছেন।’ কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি দেখে খুব ‘সম্মানিত’ বোধ করছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।

১৭: ৩৬ , নভেম্বর ০৫

১০ অঙ্গরাজ্যের ব্যালটে গর্ভপাত ইস্যু

বিশেষজ্ঞরা মনে করেন, ট্রাম্প প্রশাসন ব্যবস্থা নিলে গর্ভপাতের অধিকারের পক্ষে সোচ্চার মানুষেরাও যে একেবারে হাত গুটিয়ে বসে থাকবেন, তা নয়
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মার্কিন ভোটারেরা কেন্দ্রে গিয়ে ব্যালটে নিজেদের রায় জানাচ্ছেন। বেছে নিচ্ছেন দেশের পরবর্তী প্রেসিডেন্ট। তবে ১০টি অঙ্গরাজ্যের ব্যালটে যুক্ত রয়েছে আলোচিত–সমালোচিত গর্ভপাত ইস্যু।

অঙ্গরাজ্যগুলো হলো—অ্যারিজোনা, মিসৌরি, মন্টানা, নেব্রাস্কা, কলোরাডো, ফ্লোরিডা, মেরিল্যান্ড, নেভাদা, নিউইয়র্ক ও সাউথ ডাকোটা। এসব অঙ্গরাজ্যের ভোটারেরা নারীদের গর্ভপাতের অধিকারের বিষয়ে নিজেদের মত ব্যালটের মাধ্যমে জানাচ্ছেন।

১৮: ০০ , নভেম্বর ০৫

ব্যাপকভাবে বিভক্ত যুক্তরাষ্ট্রে উত্তেজনার পারদ চড়ছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে একটি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। ৫ নভেম্বর, মিশিগান
ছবি: রয়টার্স

চলছে ভোট গ্রহণ। নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভোটাররা। চারপাশে উত্তেজনা ও অনিশ্চয়তার আবহ। নির্বাচন ঘিরে অন্যান্যবার যতটা অনিশ্চয়তা দেখা যায়, এবারের আবহ যেন তার চেয়েও উত্তেজনাকর।

সর্বশেষ জনমত জরিপগুলো বলছে, এবার খুবই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, যেটা অন্যান্যবার দেখা যায়নি। কেউ জানেন না, এবার কে জিততে চলেছেন।

তবে এখন এটাই একমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। নির্বাচনের ফল কখন জানা যাবে, এটা নিয়েও ব্যাপক অনিশ্চয়তা রয়ে গেছে। পেনসিলভানিয়ার মতো কয়েকটি দোদুল্যমান অঙ্গরাজ্যে ভোটের চূড়ান্ত গণনা শেষ হতে কয়েক দিন পর্যন্ত সময় লাগতে পারে।

ভোটের ফল জানার পর জনমনে কেমন প্রতিক্রিয়া দেখা দেয়—সেটা নিয়েও আতঙ্ক রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে ওয়াশিংটন, অরিগন ও নেভাদা অঙ্গরাজ্যে এরই মধ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। হোয়াইট হাউসসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

মার্কিন ভোটাররা বলছেন, নির্বাচনের টানা টালমাটাল প্রচারণা দেখতে দেখতে তাঁরা পরিশ্রান্ত। তাঁরা চান, এটা শেষ হোক। তবে ব্যাপকভাবে বিভক্ত দেশে পরবর্তী সময়ে কী ঘটতে চলেছে, সেটা নিয়েও তাঁরা শঙ্কিত।

তথ্যসূত্র: বিবিসি

১৮: ১৯ , নভেম্বর ০৫

নির্বাচনে ভুয়া তথ্যের কেন্দ্রে মাস্ক ও তাঁর ‘এক্স’

ইলন মাস্ক
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ধনকুবের ইলন মাস্কের করা মিথ্যা বা বিভ্রান্তিমূলক দাবি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ বছর ২০০ কোটিবার দেখা হয়েছে। ‘সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট’ নামের অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

বিশেষজ্ঞরা স্থানীয় সময় গত সোমবার বলেন, এই সামাজিক যোগাযোগমাধ্যম গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্যগুলোয় ভুয়া তথ্য ছড়াতে মূল ভূমিকা পালন করেছে। এসব দোদুল্যমান রাজ্যই শেষ পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়-পরাজয় ঠিক করে দেবে।

নির্বাচনে ট্রাম্পের হয়ে প্রচারণা চালান মাস্ক। একই সঙ্গে ট্রাম্পের পক্ষে ভোট টানতে বিপুল পরিমাণ অর্থও ব্যয় করেছেন তিনি। বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়িয়েছে। খবর রয়টার্সের।

১৮: ২৩ , নভেম্বর ০৫

ট্রাম্প হারলে স্কটল্যান্ডে গলফ খেলা উচিত: নাইজেল ফারাজ

নাইজেল ফারাজ
ফাইল ছবি: রয়টার্স

নির্বাচনে কমলা হ্যারিসের কাছে পরাজিত হলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হার মেনে নেওয়া উচিত হবে। সেই সঙ্গে তাঁর (ট্রাম্প) তখন স্কটল্যান্ডে গলফ খেলতে আসা উচিত হবে। এমনটাই মনে করছেন যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য (এমপি) ও রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ।

ট্রাম্পের বন্ধু নাইজেল ফারাজ ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর (কমলা হ্যারিস) উদ্দেশে বলেছেন, এবারের নির্বাচন ঘিরে অশান্তির হুমকি ‘কমানোর জন্য’ ট্রাম্পকে ক্ষমা করা উচিত। নির্বাচনের ফলাফলের পর যুক্তরাষ্ট্রে কোনো অশান্তি ছড়াবে না বলেও আশা প্রকাশ করেন যুক্তরাজ্যের এই রাজনীতিক। খবর গার্ডিয়ানের।

২০: ২৪ , নভেম্বর ০৫

নির্বাচনে এখন পর্যন্ত যা যা হলো

নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচে ভোট দিচ্ছেন একজন
ছবি: রয়টার্স
  • যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে ভোট শুরু হয়েছে। সর্বশেষ ভোট শুরু হয়েছে হাওয়াই অঙ্গরাজ্যে। আর ঐতিহ্য অনুযায়ী প্রথম ভোট হয় নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট শহর ডিক্সভিল নচে। সেখানকার কেন্দ্রে এবার ভোটার ছয়জন। কমলা ও ট্রাম্প সমানসংখ্যক তথা ৩-৩ ভোট পেয়েছেন।

  • ডোনাল্ড ট্রাম্প স্ত্রী মেলানিয়াকে নিয়ে ফ্লোরিডার পাম বিচে ভোট দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘আমরা খুব ভালো করছি।’

  • কমলা হ্যারিস আগেই ভোট দিয়েছেন। গত সপ্তাহে তিনি ডাকযোগে তাঁর ব্যালট পাঠিয়ে দেন।

  • পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ক্যামব্রিয়া কাউন্টিতে সফটওয়্যারের ত্রুটির কারণে ভোট গ্রহণে বিলম্ব হয়েছে। সেখানে ভোট দেওয়ার সময় বাড়ানো হয়েছে।

  • জর্জিয়ার পাঁচটি ভোটকেন্দ্রে অবিশ্বাসযোগ্য বোমার হুমকি ছিল। এ পরিস্থিতিতে দুটি ভোটকেন্দ্র থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। একই কারণে কোব কাউন্টিতে ভোট গ্রহণ শুরু হয় দেরিতে। জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট গণমাধ্যমকে জানিয়েছেন, রাশিয়ার দিক থেকে এই হুমকি এসেছিল।

  • জনমত জরিপগুলোতে কমলা হ্যারিস দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে পেনসিলভানিয়ায় ভালোভাবে এবং উইসকনসিন ও মিশিগানে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর নেভাদা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনায় সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।

২১: ২০ , নভেম্বর ০৫

কমলার জয় নিয়ে আশাবাদী স্বামী এমহফ

ডগ এমহফ
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসই জয়ী হতে চলেছেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁর স্বামী ডগ এমহফ। মঙ্গলবার বিকেলে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে ভোটারদের শুভেচ্ছা জানানোর সময় তিনি এ কথা বলেন।

ডগ এমহফ বলেন, ‘আমি মনে করি, আমরা এই নির্বাচনে জিতছি। আমরা মিশিগানে জিততে যাচ্ছি। আপনারা জানেন, আগামীকাল বা এর পরে আমি তার দিকে তাকিয়ে বলতে চাই, প্রিয়তমা তুমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।’

ভোটের আগের রাতে ফিলাডেলফিয়ায় শেষ মুহূর্তের প্রচারণায় স্ত্রী কমলার সঙ্গে থাকা ডগ এমহফ বলেন, ‘আপনারা আনন্দ উদ্‌যাপন দেখতে চলেছেন।’

তথ্যসূত্র: সিএনএন

২১: ৫১ , নভেম্বর ০৫

প্রাথমিক ভোট গণনার ফল যে কারণে বিভ্রান্তিকর হতে পারে

শিশু সন্তানকে কোলে নিয়ে ভোট দিচ্ছেন এক ব্যক্তি। এলখর্ন, উইসকনসিন, যুক্তরাষ্ট্র, ৫ নভেম্বর
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শেষ হওয়ার পরপর শুরু হবে গণনা। প্রাথমিক গণনার ফলাফলের ভিত্তিতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস নাকি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প—কে বিজয়ী হচ্ছেন, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

তবে দোদুল্যমান সাত অঙ্গরাজ্যের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। সেখানে প্রাথমিক গণনার ভিত্তিতে চূড়ান্ত বিজয়ী কে হচ্ছেন, সে আভাস পাওয়া কঠিন

২১: ৪৬ , নভেম্বর ০৫

ভোটকেন্দ্রে রাশিয়ার বোমা হামলার হুমকির বিষয়ে সতর্ক করল এফবিআই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে একাধিক ভোটকেন্দ্রে বোমা হামলার হুমকির বিষয়ে সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। সংস্থাটি বলছে, এসব হুমকির বেশ কয়েকটি রাশিয়া থেকে এসেছে। তবে সেগুলোর কোনোটিই বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি।

দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ায় বোমা হামলার হুমকির পর ভোটদানে বাধা পড়েছে বলে সেখানকার কর্তৃপক্ষের ঘোষণার মধ্যেই এমন সতর্কবার্তা দিল এফবিআই। এফবিআইয়ের মুখপাত্র সাভানাহ সিমস এক বিবৃতিতে বলেন, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বোমা হামলার হুমকির বিষয়ে অবগত আছে এফবিআই। সেগুলোর অনেকগুলোই রাশিয়ার ই-মেইল ডোমেইন থেকে পাঠানো হয়েছে।

২১: ৫৪ , নভেম্বর ০৫

ভোটে ট্রাম্প জিতলে হামলা চালানোর হুমকি, তরুণ গ্রেপ্তার

নির্বাচনের আগে শেষ মুর্হূতের প্রচারে ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতলে হামলা চালাবেন—এমন হুমকি দেওয়ার অভিযোগে এক মার্কিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে মিশিগান অঙ্গরাজ্য থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওই তরুণের নাম আইজ্যাক সিসিল (২৫)। যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা জানিয়েছেন, ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ন্যাশনাল থ্রেট অপারেশনস সেন্টারে ওই হুমকি পাঠিয়েছিলেন সিসিল। তিনি লিখেছিলেন, রক্ষণশীল ট্রাম্প জিতলে হামলা চালাবেন তিনি।

২২: ৩১ , নভেম্বর ০৫

মহাকাশ থেকে নভোচারীরা যেভাবে ভোট দেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার ভোট দিচ্ছেন দেশটির নাগরিকেরা। দেশটির নাগরিকদের কেউ কেউ নভোচারী। তাঁদের মধ্যে অনেকে আবার বর্তমানে রয়েছেন মহাকাশে। তাঁরা ভোট দেবেন কীভাবে। সে প্রশ্নের জবাব দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। নাসার প্রকাশিত এক পডকাস্টে বলা হয়েছে, মার্কিন নভোচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা মহাকাশের যেখানেই থাকেন না কেন, ভোট দিতে পারবেন। তাঁদের ভোটদানের বিষয়টি দেখভাল করেন ভূপৃষ্ঠে থাকা নাসার দুই কর্মকর্তা—মার্টা ডুরহ্যাম ও কারেন অ্যাডকিনস।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন
ফাইল ছবি: রয়টার্স
২২: ১৮ , নভেম্বর ০৫
১ / ৪
ভোট দিতে লাইনে ভোটারদের অপেক্ষা। সঙ্গে নিয়ে এসেছেন শিশু সন্তানদের। আটলান্টা, জর্জিয়া, ৫ নভেম্বরছবি: এএফপি
২৩: ০৯ , নভেম্বর ০৫

ভোট গ্রহণ শেষ হয়েছে ইন্ডিয়ানা ও কেন্টাকি অঙ্গরাজ্যে

অঙ্গরাজ্যগুলোর মধ্যে প্রথম ভোট গ্রহণ শেষ হয়েছে ইন্ডিয়ানা ও কেন্টাকিতে।

তথ্যসূত্র: বিবিসি

২২: ৫৫ , নভেম্বর ০৫

গণতন্ত্র ও অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ভোটাররা: বুথফেরত জরিপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বুথফেরত জরিপের প্রথম দফার ফল পাওয়া গেছে। তাতে দেখা গেছে, ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটাররা গণতন্ত্রের অবস্থাকে প্রথম বিষয় হিসেবে বিবেচনায় নিয়েছেন।

জরিপে মতামত দেওয়া মোট ভোটারের প্রায় এক-তৃতীয়াংশ বলেছেন, গণতন্ত্রই তাঁদের কাছে প্রধান বিবেচ্য। এরপর এসেছে দেশের অর্থনৈতিক অবস্থা। প্রতি ১০ জন ভোটারের মধ্যে ৩ জন অর্থনীতির কথা বলেছেন।

এরপর গর্ভপাত ও অভিবাসনের প্রসঙ্গ এসেছে। সবচেয়ে কম ভোটার বলেছেন পররাষ্ট্রনীতির কথা।

তথ্যসূত্র: বিবিসি

২৩: ৩২ , নভেম্বর ০৫

হাওয়ার্ডের বাইরে জড়ো হয়েছেন কমলার সমর্থকেরা

ওয়াশিংটন ডিসিতে হাওয়ার্ড ইউনিভার্সিটির বাইরে জড়ো হয়েছেন কমলা হ্যারিসের সমর্থকেরা। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে কমলার। কমলা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

তথ্যসূত্র: বিবিসি

০০: ০৫ , নভেম্বর ০৬

সিএনএনের বুথফেরত জরিপ: যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে অসন্তোষ তিন-চতুর্থাংশ ভোটারের

ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের ছবিযুক্ত পতাকা উড়িয়ে তাঁর প্রতি সমর্থন জানান সমর্থকেরা
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতে সন্তুষ্ট নন দেশটির তিন-চতুর্থাংশ ভোটার। অপরদিকে মাত্র এক-চতুর্থাংশ ভোটার দেশের পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট। প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সিএনএনের করা প্রাথমিক বুথফেরত জরিপে এ তথ্য উঠে এসেছে

বুথফেরত জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন ভোটারের ৪ জনই যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে অসন্তুষ্ট। আর ১০ জনের ৩ জন বলেছেন, তাঁরা দেশের বর্তমান হালচালে ক্ষুব্ধ। মাত্র এক-চতুর্থাংশ দেশের পরিস্থিতিতে উৎসাহ ও সন্তোষ প্রকাশ করেছেন।

০০: ১১ , নভেম্বর ০৬

বুথফেরত জরিপ: দোদুল্যমান ৭ অঙ্গরাজ্যে ট্রাম্প-কমলা কে কতটা এগিয়ে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখে দোদুল্যমান সাত অঙ্গরাজ্য। তাই প্রচারের জন্য নির্বাচনের আগে দীর্ঘ সময় ধরে এই অঙ্গরাজ্যগুলো চষে বেড়িয়েছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। তবে তা কতটুকু কাজে এসেছে, তা বোঝা যাবে এই অঙ্গরাজ্যগুলোয় ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর।

দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় নির্বাচন ঘিরে প্রথম ধাপের বুথফেরত জরিপ প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চ। প্রাথমিক এই জরিপে চূড়ান্ত ফলাফল সম্পর্কে কিছুটা আগাম ধারণা পাওয়া যায়। তবে এই জরিপকে চূড়ান্ত ফলাফল বলে ধরে নেওয়া যাবে না। কারণ, জরিপের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে জরিপের ফলে পরিবর্তন আসতে পারে।

০১: ০৬ , নভেম্বর ০৬

ট্রাম্প ২৩, কমলা ৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পাচ্ছেন বলে পূর্বাভাস দিয়েছে বিবিসি

অপরদিকে পূর্বাভাস অনুযায়ী ভারমন্টে জয় পাবেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস।

০১: ৪৩ , নভেম্বর ০৬
ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস (বাঁয়ে) ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: এপি

জর্জিয়ায় শুরুতেই এগিয়ে ট্রাম্প

অন্যতম অঙ্গরাজ্য জর্জিয়ায় ভোট গণনা চলছে। ৪০ লাখে ভোটের ফল ইতিমধ্যে আসতে শুরু করেছে। শুরুতেই ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন ৷ বিবিসির খবরে বলা হয়েছে ছোট গ্রামীণ কাউন্টি গুলোতে রিপাবলিকানরা বেশি ভোট পেতে পারে। আর বড় বড় শহুরেগুলোতে ডেমোক্র্যাটিকরা। ফল পেতে বেশ দেরি হতে পারে। এ খানে ৫০ শতাংশ ভোট গনণার পরে এখানে দেখা যাচ্ছে ট্রাম্প ৫৫ দশমিক ৪ শতাংশ এবং কমলা হ্যারিস ৪০ শতাংশ ভোট পেয়েছেন।

এ অঙ্গরাজ্য ইলেক্টোরাল কলেজ ভোট ১৬টি।

০১: ৫৫ , নভেম্বর ০৬

ট্রাম্প জিততে চলেছেন সাউথ ক্যারোলাইনায় 

ডোনাল্ড ট্রাম্প সাউথ ক্যারোলাইনায় জিততে চলেছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস–এর বরাতে বিবিসি বলছে, ডোনাল্ড ট্রাম্প সাউথ ক্যারোলাইনায় জয়ী হবেন। এ অঙ্গরাজ্য ইলেক্টোরাল কলেজ ভোট মোট ৯টি।

০২: ১৪ , নভেম্বর ০৬

ফ্লোরিডায়ও ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডায় জয়ী হয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, ২৪ বছর আগে এ অঙ্গরাজ্যের কারণে প্রেসিডেন্ট হয়েছিলেন রিপাবলিকান দলের জর্জ ডব্লিউ বুশ। ডেমোক্র্যাট দলের আল গোরকে হারিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত, ৭৩ শতাংশ ভোট গণনার পরে দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। ২০২২ সালে, রিপাবলিকান প্রার্থীরা সহজে জয় পেয়েছিল। ২০১৮ সালে এখানে ডেমোক্র্যাটদের আধিপত্য সত্ত্বেও রিপাবলিকানরা গভর্নর এবং সিনেটর নির্বাচিত হয়েছিল। ফ্লোরিডা এখন একটি লাল রাজ্য।

ফ্লোরিডায় ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ৩০। এই অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে এখানকার ৩০টি ইলেকটোরাল কলেজ ভোট ট্রাম্পের ঝুলিতে জমা হলো।

ফ্লোরিডা একসময় দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে বিবেচিত হতো। কিন্তু ফ্লোরিডা এখন পুরোপুরি রিপাবলিকান বা লাল অঙ্গরাজ্য।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ফ্লোরিডায় জয়ী হয়েছিলেন ট্রাম্প। এবারের নির্বাচনে ট্রাম্প পেয়েছেন প্রায় ৫৬ দশমিক ২ শতাংশ ভোট। আর তাঁর প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৪২ দশমিক ৯ শতাংশ ভোট।

০২: ৪৩ , নভেম্বর ০৬
আরও পড়ুন

হ্যারিস জয়ী ইলিনয়ে, ট্রাম্প আরও দুটি অঙ্গরাজ্য

ডেমোক্র‍্যাটিক দলের কমলা হ্যারিস ইলিনয়ে জয়ী হয়েছেন। ট্রাম্প আরও দুটি অঙ্গরাজ্য। এএফপির খবরে বলা হয়েছে, ডেমোক্র্যাট দলের কমলা হ্যারিস ইলিনয় অঙ্গরাজ্য এবং রোড আইল্যান্ডে জয় পেয়েছেন। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প লুইজিয়ানা এবং মিসিসিপিতে জয় পেয়েছেন।

এএফপির খবরে আরও বলা হয়েছে, নিউইর্য়কে জয় পেয়েছেন কমলা হ্যারিস।

ভোট দিচ্ছেন এক ভোটার
ছবি: এএফপি
আরও পড়ুন
০৩: ০৪ , নভেম্বর ০৬
আরও পড়ুন

বিশ্ব শেয়ারবাজারে তেজিভাব দেখা যাচ্ছে

মার্কিন নির্বাচনের ফলাফল ঘোষণার দিনে বিশ্ব শেয়ারবাজারে তেজিভাব দেখা যাচ্ছে। বিবিসির বিজনেস রিপোর্টার জোয়াও দা সিলভা বলছেন, মার্কিন ডলার অন্য প্রধান মুদ্রার তুলনায় ভালো অবস্থানে আছে। কারণ বিনিয়োগকারীরা মার্কিন নির্বাচনের ফলাফলের জন্য ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। নির্বাচনের ফলাফল বৈশ্বিক অর্থনীতিতে বিশেষ করে এশিয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

০৩: ১৯ , নভেম্বর ০৬

শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টা পর্যন্ত) রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৭৮ ইলেক্টোরাল কলেজ ভোট। ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ৯১ ইলেক্টোরাল ভোট পেয়েছেন। ৫৩৮ ইলেক্টোরাল কলেজ ভোটের ম্যাজিক ফিগার ২৭০।

ছবি: টুইটার থেকে নেওয়া
০৩: ৫৬ , নভেম্বর ০৬

দোদুল্যমান তিন অঙ্গরাজ্যে ভোট শেষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল নির্ধারণে যে সাতটি অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তার তিনটি অ্যারিজোনা, মিশিগান ও উইসকনসিনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এবার ফলাফল ঘোষণার পালা। এসব অঙ্গরাজ্য মোট ইলেকটোরাল কলেজ ভোট ৯৩টি।

বিবিসির খবরে বলা হয়েছে, এই তিন দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে উইসকনসিনে ১০টি, মিশিগানে ১৫ এবং অ্যারিজোনায় ১১টি ইলেকটোরাল ভোট রয়েছে।

গতবার মিশিগানে জিতেছিলেন বর্তমান ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেন। ২০১৬ সালে এই অঙ্গরাজ্যে জিতেছিলেন বর্তমান রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অ্যারিজোনায় ২০২০ সালে জো বাইডেন জিতেছিলেন।

কমলা হ্যারিসের এক সমর্থক ভোটের ফল দেখছেন। হাওয়ার্ড ইউনির্ভাসিটি, ওয়াশিংটন ডি সি, ৫ নভেম্বর
ছবি: এএফপি
০৩: ৫৯ , নভেম্বর ০৬

সাত দোদুল্যমান রাজ্য এগিয়ে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত দোদুল্যমান রাজ্যের দিকে সকলেরই দৃষ্টি থাকে। সেই রাজ্যগুলো হলো জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা এবং উইসকনসিন। এখন যে পরিস্থিতি তাতে সব কটিতে এগিয়ে রয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ১০টার দিকে নিউইয়র্ক টাইমস বলছে, সাত রাজ্যের মধ্যে জর্জিয়া এবং নর্থ ক্যারোলাইনা ট্রাম্প প্রায় নিশ্চিত জেতার পথে। প্রেসিডেন্ট হতে গেলে কমলা হ্যারিসকে এসব রাজ্যের মধ্যে পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে জিততেই হবে। তবে এ তিন রাজ্যেও এখন ট্রাম্প এগিয়ে।

০৪: ১২ , নভেম্বর ০৬

ক্যালিফোর্নিয়ায় জয়ের পথে কমলা

বিবিসির খবরে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ায় জয়ে পেতে যাচ্ছেন কমলা হ্যারিস। ৪০ লাখ ভোটারের এ অঙ্গরাজ্য ইলেকটোরাল কলেজ ভোট ৫৪টি।

০৪: ৪১ , নভেম্বর ০৬

৩০০–এর বেশি ইলেকটোরাল ভোট পেতে পারেন ট্রাম্প

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, এখন যে পরিস্থিতি তাতে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজের ৩০১টি ভোট পেতে পারেন। আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেতে পারেন ২৩৭টি ভোট। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে নিউইয়র্ক টাইমস লাইভে এ কথা জানিয়েছে।

ছবি: বিবিসির টুইটার পেজ থেকে নেওয়া
০৫: ০৬ , নভেম্বর ০৬

৭ দোদুল্যমান রাজ্যের একটিতে জিতলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত দোদুল্যমান রাজ্যের ভূমিকা ব্যাপক। এই রাজ্যগুলো হলো জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই রাজ্যগুলোর মধ্যে প্রথম নর্থ ক্যারোলাইনার ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। এভাবে প্রেসিডেন্ট নির্বাচনের পথে অনেকটা এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের এক সমর্থন। পাম বিচ, ফ্লোরিডা, আমেরিকা, ৫ নভেম্বর
ছবি: রয়টার্স
০৫: ১২ , নভেম্বর ০৬
নির্বাচনের রাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছবিসংবলিত জ্যাকেট পরেছেন এই নারী। পানসালা, লন্ডন, যুক্তরাজ্য, ৬ নভেম্বর
ছবি: রয়টার্স

ট্রাম্প ২৩০, কমলা ২০৯: গার্ডিয়ান

যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় বেলা ১১টা পর্যন্ত) রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩০ ইলেকটোরাল কলেজ ভোট। ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ২০৯ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। এখন পর্যন্ত ৪১টি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছে।

৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের ম্যাজিক ফিগার ২৭০। এই ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেলেই হবেন মার্কিন প্রেসিডেন্ট।

০৫: ৪১ , নভেম্বর ০৬

ট্রাম্প ২৩০, কমলা ২১০: গার্ডিয়ান

ছবি: গার্ডিয়ান থেকে নেওয়া

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলেকটোরাল কলেজে ভোটের ব্যবধান কমিয়ে আনছেন কমলা হ্যারিস। শুরুতে ডোনাল্ড ট্রাম্প কমলার চেয়ে এগিয়ে ছিলেন। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবধান কমিয়ে আনছেন কমলা হ্যারিস।

যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, এখন পর্যন্ত (বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টা পর্যন্ত) রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন ২৩০ ইলেকটোরাল কলেজ ভোট। ২১০ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে ডেমোক্রেটিক প্রার্থী কমলা ব্যবধান কমিয়ে এনেছেন। এখন পর্যন্ত ৪১টি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছে।

গার্ডিয়ানের হিসেব বলছে, প্রাপ্ত ভোটের হার বেড়েছে কমলার। আপাতত ৪৭ শতাংশ। ট্রাম্পের কমে দাঁড়িয়েছে ৫১ শতাংশ।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ডোনাল্ড ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোট ছিল ২৩০টি ও কমলা হ্যারিসের ১৮২টি। এ সময় ব্যবধান ছিল ৪৮।

০৫: ৫৫ , নভেম্বর ০৬

দ্বিতীয় দোদুল্যমান রাজ্যেও জিতলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত দোদুল্যমান রাজ্যের মধ্যে দ্বিতীয়টিতেও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতেছেন বলে খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবর অনুযায়ী, দ্বিতীয় রাজ্য জর্জিয়াতে জিতেছেন ট্রাম্প। এ অঙ্গরাজ্য ইলেকটোরাল কলেজ ভোট ১৬টি।

ট্রাম্পের এক সমর্থকের উল্লাস। আটলান্টা, জর্জিয়া, যুক্তরাষ্ট্র, ৫ নভেম্বর
ছবি: রয়টার্স

এর আগে নর্থ ক্যারোলাইনাতে জিতেছিলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প । সাত দোদুল্যমান রাজ্যগুলো হলো জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিন।

এদিকে নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, বাকি পাঁচটিতেও এগিয়ে ট্রাম্প।

০৬: ০৭ , নভেম্বর ০৬

আবার ব্যবধান বাড়ালেন ট্রাম্প, সুইং স্টেটে ০-২–তে পিছিয়ে কমলা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত দোদুল্যমান রাজ্যের মধ্যে দ্বিতীয়টিতেও (জর্জিয়া) জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ অঙ্গরাজ্যে ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট তিনি পেলেন।

যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, এখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত) ট্রাম্প পেয়েছেন ২৪৭ ইলেকটোরাল কলেজ ভোট। ২১০ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। এখন পর্যন্ত ৪২টি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, বাকি পাঁচটিতেও এগিয়ে ট্রাম্প।

ট্রাম্পের সমর্থকদের উল্লাস
ছবি: রয়টার্স
আরও পড়ুন
০৬: ২৪ , নভেম্বর ০৬

পেনসেলভেনিয়ায় জিতলেন ট্রাম্প, দরকার আর ৪টি ইলেকটোরাল কলেজ ভোট

পেনসেলভেনিয়ায় জিতলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান সাত রাজ্যের মধ্যে তৃতীয় রাজ্য হিসেবে পেনসিলভানিয়ার ফল প্রকাশ হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের খবর অনুযায়ী, সেখানে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর এ জয়ের মাধ্যমে ইলেকটোরাল কলেজের ২৬৬টি ভোট নিশ্চিত হলো। মার্কিন প্রেসিডেন্ট হতে গেলে ইলেকটোরাল কলেজের ২৭০টি ভোট দরকার পড়ে।

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের অনুষ্ঠানের মঞ্চে ডোনাল্ড ট্রাম্পের পাশে ইভাঙ্কা ট্রাম্প (ডান থেকে দ্বিতীয়) ও তাঁর স্বামী জ্যারেড কুশনার (ডানে)। ৬ নভেম্বর ২০২৪
ছবি: এএফপি

নির্বাচনের ভোটগ্রহণ শেষ

বিবিসির খবরে বলা হয়েছে, সর্বশেষ আলাস্কা এবং হাওয়াই অঙ্গরাজ্যে ভোট শেষ হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলো। এখন পর্যন্ত যে ফলাফল পাওয়া গেছে তাতে হোয়াইট হাউস, সিনেট এবং প্রতিনিধি পরিষদ–সব জায়গাতেই এগিয়ে আছে রিপাবলিকানরা।

ছবি: এএফপি
০৭: ৩২ , নভেম্বর ০৬
ছবি: টুইটার

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দিচ্ছেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে আছে স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স।

বক্তব্যের এক পর্যায়ের ট্রাম্প ভোটার এবং স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ দেন। তুমুল করতালির মধ্য থেমে থেমে বক্তব্য দিচ্ছেন ট্রাম্প।

ছবি: এএফপি
০৭: ৪০ , নভেম্বর ০৬

ভোটার ও মেলানিয়াকে ধন্যবাদ ট্রাম্পের, ফ্লোরিডায় ‘আমেরিকা’, ‘আমেরিকা’, ‘আমেরিকা’, স্লোগান

বিবিসির খবরে বলা হয়েছে, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্যর এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প এ জয়কে ‘রাজনৈতিক বিজয়’ বলে মন্তব্য করেন। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানান আমেরিকার ৪৫তম এই প্রেসিডেন্ট। তাঁর বক্তব্যর সময় পাম বিচের জড়ো হওয়া জনতারা ‘আমেরিকা’, ‘আমেরিকা’, ‘আমেরিকা’।

ট্রাম্প ও মেলানিয়া। ফ্লোরিডা, আমেরিকা ৫ নভেম্বর
ছবি: রয়টার্স

স্ত্রী মেলানিয়া, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্সদের সামনেই সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘প্রতিটি দিন আমি আপনারদের জন্য লড়াই করে যাব।’

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে ২৬৭টি ইলেকটোরাল কলেজ। কমলা হ্যারিসের ঝুলিতে ২২৪টি। আর মাত্র তিনটি ইলেকটোরাল কলেজ পেলেই আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প।

তবে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন আগামী বছরের ২০ জানুয়ারি।

০৯: ১০ , নভেম্বর ০৬

ট্রাম্পকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার এক টুইট বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

এক্স–এ মোদি লেখেন, `ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সে সঙ্গে আগেরবারের মতোই হাতে হাত মিলিয়ে কাজ করার বার্তা দেন তিনি। আসুন একসঙ্গে, আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।'

আরও পড়ুন
০৯: ২৫ , নভেম্বর ০৬
ডোনাল্ড ট্রাম্প ও স্ত্রী মেলানিয়া। ফ্লোরিডা, আমেরিকা, ৫ নভেম্বর
ছবি: এএফপি

এখনো ম্যাজিক ফিগার থেকে দূরে, ট্রাম্প পাচ্ছেন বিশ্বনেতাদের শুভেচ্ছা

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট (২৭০টি) পাননি তিনি। তবে নিজের এ ঘোষণার পরই বিশ্বনেতারা অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা দিচ্ছেন ও সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে।

ট্রাম্পকে শুভেচ্ছা জানানো বিশ্বনেতাদের মধ্যে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

অভিনন্দন বার্তায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, ‘সম্মান এবং উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে আরও শান্তি ও সমৃদ্ধির জন্য আমরা চার বছর একসঙ্গে কাজ করতে প্রস্তুত... ।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পকে ‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের’ জন্য অভিনন্দন জানিয়েছেন। এক্স–এ দেওয়া পোস্টে তিনি বলেন, ‘প্রিয় ডোনাল্ড এবং মেলানিয়া ট্রাম্প, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনাদের ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার জোটের জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতির বার্তা।’

অন্যদিকে ট্রাম্পকে বন্ধু হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।

এদিকে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ট্রাম্পে ২৬৭টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন। কমলা হ্যারিস পেয়েছেন ২২৪ ভোট (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা পর্যন্ত)। মার্কিন প্রেসিডেন্ট হতে গেলে ৫৩৮টির মধ্যে ইলেকটোরাল কলেজের ২৭০টি ভোট দরকার পড়ে।

১০: ৩৯ , নভেম্বর ০৬

দোদুল্যমান উইসকনসিনে জয় পেলেন ট্রাম্প

দোদুল্যমান উইসকনসিন অঙ্গরাজ্যে জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প। ইউসকনসিনে ১০টি ইলেকটোরাল কলেজ ভোট। এ জয়ের ফলে ২৭০ ইলেকটোরাল কলেজ ভোটের ম্যাজিক ফিগারে পৌঁছে গেলেন ট্রাম্প। এর ফলে চারবছর পরে আবার নির্বাচনে জয় পেলেন রিপাবলিকান প্রার্থী। কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ইলেকটোরাল ভোট।

১১: ১৯ , নভেম্বর ০৬

৮ বছরে ৩ নির্বাচন, ২ বার জয়ী ট্রাম্প

২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। এর আগে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারী ক্লিনটনকে হারিয়ে প্রথমবার নির্বাচিত হন ট্রাম্প। গত আট বছরে তিনবার নির্বাচনে অংশ নিয়ে দুইবার জয়ী হলেন ট্রাম্প।

গত নির্বাচনে হেরে যাওয়ার পর এবারও প্রেসিডেন্ট পদপ্রার্থী হন ট্রাম্প। সাম্প্রতিক ইতিহাসে আমেরিকায় এমনটা খুব একটা দেখা যায়নি। শেষবারের মতো রিচার্ড নিক্সন নির্বাচন করেছিলেন। তবে লাগাতার তিনটি নির্বাচনে লড়াই করে প্রথম ও তৃতীয় দফায় জেতা দ্বিতীয় ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এমন ঘটনা শেষ ও একবারই ঘটেছিল ১৮৯২ সালে।

আরও পড়ুন
১১: ৫৫ , নভেম্বর ০৬

ট্রাম্পের জয়, ওভাল অফিসে বেসিন হাতে ইলন মাস্ক

ট্রাম্পের জয় নিশ্চিত হতেই নিজের একটা ‘মিম’ এক্সে পোস্ট করেছেন ইলন মাস্ক। মাস্কের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি বেসিন হাতে হোয়াইট হাউসের ওভাল অফিসে আছেন।

ইলন মাস্ক কয়েক দিন ধরেই রিপাবলিকানদের হয়ে প্রচার চালিয়ে আসছেন। ট্রাম্পের জন্য অর্থও ব্যয় করেছেন বিশ্বের অন্যতম ধনী এই ব্যক্তি। আজ বুধবার ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত হতেই (২৭০ ইলেকটোরাল কলেজ ভোট) এক্সে একটি 'মিম' পোস্ট করেন ইলন মাস্ক। এক্সে ইলন মাস্কের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি বেসিন হাতে হোয়াইট হাউসের ওভাল অফিসে আছেন।

এর আগে ইলন মাস্ক যখন এক্স (সাবেক টুইটার) কিনে নিয়েছিলেন, তখনো বেসিন হাতে টুইটারের অফিসে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন।

১২: ৪৪ , নভেম্বর ০৬

ট্রাম্প হতে যাচ্ছেন সবচেয়ে বেশি বয়সে মার্কিন প্রেসিডেন্ট

ট্রাম্প হতে যাচ্ছেন সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বয়স এখন ৭৮ বছর। এর আগে জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শুধু তা–ই নয়, ডোনাল্ড ট্রাম্প হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে দণ্ডিত।

১৩: ৪৭ , নভেম্বর ০৬

সিনেটে রিপাবলিকান ৫২, ডেমোক্র্যাট ৪১

জয়ের আনন্দে রিপাবলিকান সমর্থকদের উল্লাস
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ৫১টি আসন দরকার। বিবিসির সর্বশেষ তথ্য, নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি এরইমধ্যে ৫২টি আসনে জয় নিশ্চিত করেছে। আর ডেমোক্রেটিক দলের প্রার্থীরা জয় পেয়েছেন ৪১টি আসনে। একটি আসনে জয়ী হয়েছেন নির্দলীয় প্রার্থী। বাকি ছয়টি আসনের সিনেটর কে হচ্ছেন—তা এখনো জানা যায়নি।

১৩: ৫৩ , নভেম্বর ০৬

প্রতিনিধি পরিষদে প্রথম ট্রান্সজেন্ডার সারা ম্যাকব্রাইড

সারা ম্যাকব্রাইড
ফাইল ছবি : রয়টার্স

প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন সারা ম্যাকব্রাইড। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে তিনি প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। খবর রয়টার্সের।

১৪: ২৫ , নভেম্বর ০৬

রেকর্ডবুকে ক্লিভল্যান্ডের সঙ্গে ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

লাগাতার তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করে প্রথম ও তৃতীয় দফায় জেতা দ্বিতীয় ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এমন ঘটনা শেষ ও একবারই ঘটেছিল ১৮৯২ সালে। তখন প্রেসিডেন্ট হয়েছিলেন গ্রোভার ক্লিভল্যান্ড। কাজেই এবারের নির্বাচনে জয়ী হয়ে ১৩২ বছরের রেকর্ড ভেঙেছেন ট্রাম্প। খবর রয়টার্সের।

১৪: ৪৭ , নভেম্বর ০৬

ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন

ড. মুহাম্মদ ইউনূস ও ডোনাল্ড ট্রাম্প
ছবি: বাসস ও রয়টার্স

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি।

বিবৃতিতে ট্রাম্পের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় আমি বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এটাই বোঝায় যে আপনার নেতৃত্ব ও লক্ষ্য যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যেও প্রতিফলিত হয়েছে। আমি নিশ্চিত, আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্র উন্নতি করবে ও বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।’

শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে জাতিকে নেতৃত্ব দেওয়ার গুরুত্বপূর্ণ এ যাত্রায় ট্রাম্পের সাফল্য কামনা করেন ড. মুহাম্মদ ইউনূস।

১৫: ০০ , নভেম্বর ০৬
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভরাডুবির পর কমলা হ্যারিসের সমর্থকেরা হতাশায় ভেঙে পড়েন
ছবি: এএফপি
১৫: ১২ , নভেম্বর ০৬

ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই পুতিনের: ক্রেমলিন

ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্বনেতারা। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ বুধবার বলেন, রাশিয়া সতর্কতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তথ্য পর্যবেক্ষণ করছে। ‘সুনির্দিষ্ট বক্তব্য ও উদ্যোগ’ না দেখা পর্যন্ত আনুষ্ঠানিক মূল্যায়ন করার কোনো সম্ভাবনা নেই।

এ বিষয়ে দিমিত্রি পেসকভ আরও বলেন, ‘ভুলে গেলে চলবে না যে আমরা একটি অবন্ধুসুলভ দেশের কথা বলছি, যেই দেশ আমাদের দেশের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়ে রয়েছে।’

তথ্যসূত্র: সিএনএন

১৫: ২৫ , নভেম্বর ০৬

সকল আমেরিকানের জন্য লড়াই চলবে: জে ডি ভ্যান্স

জে ডি ভ্যান্স
ফাইল ছবি: রয়টার্স

নির্বাচনে বিজয় নিশ্চিতের পর ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট জে ডি ভ্যান্স এক বার্তায় বলেছেন, তিনি কখনোই লড়াই থামাবেন না। ‘সকল’ আমেরিকানের জন্য সবসময় লড়াই করে যাবেন। আজ বুধবার এই বিজয় বার্তা দেন যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। বার্তায় সবাইকে ‘ধন্যবাদ’ জানান তিনি। খবর সিএনএনের।

১৫: ৩৯ , নভেম্বর ০৬

সিনেটে জয়ের পর প্রতিনিধি পরিষদেও এগিয়ে রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবন
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে এগিয়ে রয়েছে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। ৪৩৫ আসনের পরিষদে রিপাবলিকানরা এখন পর্যন্ত ১৯৮ আসনে এগিয়ে আছে। ডেমোক্রেটিক দলের প্রার্থীরা এগিয়ে আছেন ১৮০টি আসনে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ৫১টি আসন দরকার। বিবিসির সর্বশেষ তথ্য, রিপাবলিকান পার্টি এরইমধ্যে ৫২টি আসনে জয় নিশ্চিত করেছে

তথ্যসূত্র: আল–জাজিরা

১৫: ৫০ , নভেম্বর ০৬

ট্রাম্পকে অভিনন্দন জানালেন জর্জ ডব্লিউ বুশ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও সাবেক ফার্স্টলেডি বারবারা বুশ। এই দম্পতি অভিনন্দন জানিয়েছেন ট্রাম্পের রানিং মেট জে ডি ভ্যান্সকেও।

জর্জ ডব্লিউ বুশ ও বারবারা বুশ দেশের মানুষকে ‘অসাধারণ সেবা দেওয়ার জন্য’ বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ধন্যবাদ জানিয়েছেন।

তথ্যসূত্র: সিএনএন

১৫: ৫৭ , নভেম্বর ০৬
‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা ক্যাপ পরে ক্যামেরার সামনে ট্রাম্পের কয়েকজন নারী সমর্থক। পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টার, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
ছবি: রয়টার্স
১৫: ৫৮ , নভেম্বর ০৬

ইসরায়েলকে ‘অন্ধ সমর্থন’ দেওয়া বন্ধ করুন, ট্রাম্পের প্রতি হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই গাজা যুদ্ধে ইসরায়েলকে ‘অন্ধভাবে সমর্থন’ দেওয়া বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ার পর হামাস নেতা এ কথা বলেন।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘ইহুদি রাষ্ট্রকে অন্ধভাবে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। কারণ, এদের টিকে থাকার জন্য আমাদের জনগণের ভবিষ্যৎ, আঞ্চলিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতাকে মূল্য দিতে হচ্ছে।’

১৬: ১৭ , নভেম্বর ০৬

রাশিদা তায়েব ও ইলহান ওমরের সাফল্য

রাশিদা তালিব (বাঁয়ে) ও ইলহান ওমর।
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস হেরে গেলেও দলটির দুই মুসলিম নারী প্রতিনিধি পরিষদে নিজেদের আসন ধরে রেখেছেন। কংগ্রেসের নিম্নকক্ষে পুনর্নির্বাচিত হয়েছেন আরব-আমেরিকান রাশিদা তায়েব ও আফ্রো-আমেরিকান ইলহান ওমর।

কংগ্রেসের একমাত্র ফিলিস্তিন-আমেরিকান সদস্য রাশিদা তায়েব। তিনি মঙ্গলবারের ভোটে মিশিগান অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে জয় পেয়েছেন। এ নিয়ে চতুর্থবারের মতো কংগ্রেস সদস্য হলেন রাশিদা।

সাবেক শরণার্থী ইলহান ওমর সোমালি-আমেরিকান। তিনি মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট–অধ্যুষিত পঞ্চম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন। মিনিয়াপোলিসসহ কয়েকটি শহরতলি নিয়ে এই কংগ্রেশনাল ডিসট্রিক্ট গঠিত।

তথ্যসূত্র: আল–জাজিরা

১৬: ৫৯ , নভেম্বর ০৬

ট্রাম্পের জয়ে লাভবান ইলন মাস্ক

ডোনাল্ড ট্রাম্প (ডানে) ও ধনকুবের ইলন মাস্ক
ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের ফলে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক সবচেয়ে বেশি লাভবান হতে পারেন। বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনী নির্বাচনে খোলাখুলিভাবে ট্রাম্পকে সমর্থন করেছেন এবং তাঁর পক্ষে প্রচার চালিয়েছেন। দ্বিতীয় ট্রাম্প প্রশাসনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পের প্রচার দলের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রায়ান হিউজ জানিয়েছেন, ইলন মাস্ককে একটি ‘কমিশনের’ দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প। এই কমিশনের কাজ হবে সরকারকে আরও বেশি দক্ষ করে গড়ে তোলা এবং করদাতাদের প্রতিটি ডলার যাতে ভালোভাবে ব্যবহার করা হয়, তা নিশ্চিত করা। এনবিসি নিউজ এ কথা জানিয়েছে।

১৭: ২৮ , নভেম্বর ০৬

যুক্তরাষ্ট্রের ‘সেকেন্ড লেডি’ হচ্ছেন ভারতীয় উষা

স্ত্রী উষার সঙ্গে জে ডি ভ্যান্স
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। এ খবরে রিপাবলিকান শিবিরে বইছে আনন্দের জোয়ার। এই আনন্দের ছোঁয়া লেগেছে ভারতের অন্ধ্র প্রদেশেও। কারণ, ট্রাম্পের রানিং মেট বা হবু ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্সের পূর্বপুরুষের বাড়ি সেখানে। উষা হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ‘সেকেন্ড লেডি’।

৩৮ বছর বয়সী উষার মা-বাবা ভারত থেকে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে যান। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানদিয়াগোর শহরতলিতে জন্ম ও বেড়ে ওঠা উষা এক সময় নিবন্ধিত ডেমোক্র্যাট ভোটার ছিলেন। তাঁর পূর্বপুরুষের বাড়ি ভারতের অন্ধ্র প্রদেশের বাসিন্দারা নির্বাচনের সময় ট্রাম্প এবং ভ্যান্স–উষা দম্পতির জন্য প্রার্থনা করেছেন।

তথ্যসূত্র: এএফপি

১৭: ৪২ , নভেম্বর ০৬

রাতে ওয়াশিংটনে বক্তব্য দেবেন কমলা

কমলা হ্যারিস
ফাইল ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত। বিজয়ী বক্তব্যও দিয়ে ফেলেছেন তিনি। তবে এখনো নিশ্চুপ রয়েছেন পরাজিত প্রার্থী কমলা হ্যারিস।

তবে তাঁর প্রচারশিবির জানিয়েছে, ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনিভার্সিটিতে স্থানীয় সময় বুধবার রাত ৯টায় সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেবেন কমলা। এ সময় কমলার স্বামী ডগ এমহফ তাঁর সঙ্গে থাকবেন। খবর বিবিসির

১৭: ৫২ , নভেম্বর ০৬

এ নিয়ে ৬ বার প্রতিনিধি নির্বাচিত হলেন বাংলাদেশি আবুল বি খান

বাংলাদেশি বংশোদ্ভূত আবুল বি খান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আবুল বি খান। এ নিয়ে ছয়বার আইনসভার সদস্য নির্বাচিত হলেন তিনি।

রকিংহাম ডিস্ট্রিক্ট-৩০–এ রিপাবলিকান পার্টির হয়ে প্রতিবারের মতো এবারও সর্বোচ্চ ভোট পেয়ে দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন আবুল খান। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ৪০০ জনপ্রতিনিধির মধ্যে তিনি অন্যতম।

আবুল বি খান প্রথম আলোকে বলেন, ‘আমি খুবই আপ্লুত। মানুষ আমাকে ছয়বারের মতো সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছে। আমি রিপাবলিকান থেকে পাস করলেও এখন আমি সর্বস্তরের, সব দলের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করব। আমাদের সরকার সব সময়ই কর না বাড়ানোর পক্ষে। শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির পক্ষে। আমরা সেই লক্ষ্যেই কাজ করব।’

১৮: ১৩ , নভেম্বর ০৬

বাইডেনের চেয়েও কম নারী ভোট পেয়েছেন কমলা

কমলা হ্যারিস
ছবি: রয়টার্স

কমলা হ্যারিস নারী হওয়ার পরও তিনি নারী ভোটারদের ভোট পেয়েছেন প্রত্যাশার চেয়ে কম। এডিসন রিসার্চের করা জাতীয় বুথফেরত জরিপে দেখা গেছে, এবার নারী ভোটারের ৫৪ শতাংশ কমলাকে ভোট দিয়েছেন। অথচ গত নির্বাচনে জো বাইডেনকে ভোট দিয়েছিল ৫৭ শতাংশ নারী ভোটার।

তবে এবার শ্বেতাঙ্গ নারীদের ভোট কমলার চেয়েও বেশি পেয়েছেন ট্রাম্প। বুথফেরত জরিপে দেখা গেছে, ৫২ শতাংশ শ্বেতাঙ্গ নারী ভোটার ট্রাম্পকে ভোট দিয়েছেন।

 তথ্যসূত্র: রয়টার্স

১৯: ০৮ , নভেম্বর ০৬

ট্রাম্পকে কমলার অভিনন্দন

কমলা হ্যারিস
ফাইল ছবি: এএফপি

প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস। ট্রাম্পকে ফোন করে তিনি এই অভিনন্দন জানান।

সিবিএস নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন কমলার একজন জ্যেষ্ঠ সহযোগী। ওই ফোনকলে কমলা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ওপর জোর দেন। পাশাপাশি তিনি ট্রাম্পকে সব আমেরিকানদের প্রেসিডেন্ট হওয়ার আহ্বান জানান।

স্থানীয় সময় বুধবার দিনের শেষে ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটিতে কমলার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নির্বাচনের জয়-পরাজয় নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।

২০: ২৬ , নভেম্বর ০৬

ট্রাম্পকে মোদির ফোন, একসঙ্গে কাজ করার প্রত্যাশা

নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বুধবার ওই ফোনকলে মোদি বলেছেন, আগামী দিনগুলোতে ট্রাম্পের সঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদী তিনি।

ভারতের সরকারি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সিনেট ও প্রতিনিধি নির্বাচনেও রিপাবলিকান পার্টি ভালো করায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন মোদি। ফোনকলে দুই নেতাই বিশ্বশান্তির জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশসহ অন্যান্য খাতে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার জন্য ট্রাম্পের সঙ্গে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি।

২০: ২২ , নভেম্বর ০৬

ট্রাম্পকে বাইডেনের অভিনন্দন

জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। ফোন করে তিনি এ অভিনন্দন জানান বলে হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়, বাইডেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি হোয়াইট হাউসে সাক্ষাতের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন।

বাইডেন নির্বাচনের ফল ও ক্ষমতা হস্তান্তর নিয়ে আজ বৃহস্পতিবার জাতির সামনে ভাষণ দেবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে প্রেসিডেন্ট পদে হেরে যাওয়া কমলা হ্যারিসের সঙ্গেও কথা বলেছেন বাইডেন। নির্বাচনে ‘ঐতিহাসিক প্রচারের’ জন্য তিনি নিজ দলের এই প্রার্থীকে অভিনন্দন জানান।

২১: ৪৫ , নভেম্বর ০৬

আমাদের সব ভালোবাসা দেশের জন্য : কমলা

হাওয়ার্ড ইউনিভার্সিটিতে বক্তব্য দেন কমলা হ্যারিস। ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র, ৬ নভেম্বর
ছবি: রয়টার্স

ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন কমলা হ্যারিস। সেখানে তাঁর কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

‘আজ আমার হৃদয় পরিপূর্ণ হয়েছে’ উল্লেখ করে কমলা বলেন, ‘আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য কৃতজ্ঞ। আমাদের সব ভালোবাসা দেশের জন্য।’

কমলা আরও বলেন, তাঁরা কখনো হাল ছেড়ে দেবেন না। লড়াই চালিয়ে যাবেন। এর মধ্য দিয়ে আমেরিকা সব সময় উজ্জ্বল থাকবে। খবর বিবিসির।

২২: ৩৬ , নভেম্বর ০৬

ট্রাম্পের জয়ে ‘নতুন অধ্যায়’ শুরুর আশায় তালেবান

তালেবানের কয়েকজন যোদ্ধা
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর দেশটির সঙ্গে ‘সম্পর্কের নতুন অধ্যায়’ শুরুর বিষয়ে আশাবাদী তালেবান। আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি গতকাল বুধবার এ কথা বলেছেন।

মুখপাত্র বলেন, তালেবান সরকার আশাবাদী যে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিশ্চিত করতে একটি বাস্তববাদী পথে এগোবে আগামী মার্কিন প্রশাসন। এর মধ্য দিয়ে দুই দেশের পারস্পরিক অংশগ্রহণের ভিত্তিতে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরুর সুযোগ তৈরি হবে।

০১: ৩৩ , নভেম্বর ০৭

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন, ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পরাজয় ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরে এই ভাষণ দিচ্ছেন তিনি।

এর আগে গতকাল বুধবার বাইডেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান। তিনি তাঁকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। ফোন করা ও আমন্ত্রণ জানানোয় বাইডেনের প্রশংসা করেছেন ট্রাম্প। শিগগিরই বাইডেনের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন বলেও ট্রাম্প শিবির থেকে জানানো হয়েছে।

০১: ৩৮ , নভেম্বর ০৭

পপুলার ভোট: ট্রাম্প ৫২ শতাংশ, কমলা ৪৭ শতাংশ

ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস
ফাইল ছবি: ফেসবুক

আজ বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময়) ৪৭টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসির ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল আসেনি অ্যারিজোনা, নেভাদা ও মেইন অঙ্গরাজ্যের। দেখা যায়, ট্রাম্প ২৯৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। কমলা পেয়েছেন ২২৩টি।

ট্রাম্প ৭ কোটি ২৩ লাখ (গণনা হওয়া ভোটের ৫১ দশমিক ৮ শতাংশ) আর কমলা ৬ কোটি ৭৬ লাখ (৪৭ দশমিক ৫ শতাংশ) ভোট পেয়েছেন। জনপ্রিয় (পপুলার) ভোট, অর্থাৎ ভোটারদের প্রত্যক্ষ ভোটে ট্রাম্পের সঙ্গে কমলার ব্যবধান ছিল ৪৭ লাখের মতো।

তথ্যসূত্র: বিবিসি

০২: ১৪ , নভেম্বর ০৭

মেইনে চারটি ইলেকটোরাল ভোটের তিনটি পেতে পারেন কমলা: সিএনএন

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের চারটি ইলেকটোরাল ভোট ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে ভাগ হতে পারে বলে পূর্বানুমান করেছে সিএনএন। সংবাদমাধ্যমটি বলছে, তিনটি ইলেকটোরাল ভোট পেতে পারেন কমলা। ট্রাম্প পাবেন বাকি একটি।

এর আগে ২০২০ সালের নির্বাচনে মেইন অঙ্গরাজ্যের চারটি ইলেকটোরাল ভোটের তিনটি জো বাইডেন পেয়েছিলেন। ট্রাম্প পেয়েছিলেন বাকি একটি।

০২: ২৭ , নভেম্বর ০৭

নেভাদায় এগিয়ে আছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে আজ সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময়) ৯০ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। বিবিসির তথ্য অনুযায়ী, নেভাদায় ৫১ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। আর কমলা ঝুলিতে জমা পড়েছে ৪৬ দশমিক ৭ শতাংশ ভোট।

০২: ৪৩ , নভেম্বর ০৭

ট্রাম্পের পারিবারিক ছবিতে আছেন ইলন মাস্ক

ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ছবিতে ইলন মাস্ক
ছবি: এক্স থেকে

কাই ট্রাম্প—ডোনাল্ড ট্রাম্পের নাতনি ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের মেয়ে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হওয়ার পর কাই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পারিবারিক ছবি পোস্ট দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন—‘আমাদের পুরো বাহিনী’।

ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সন্তান ব্যারন, এরিক, ইভাঙ্কা, টিফানি, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিকের স্ত্রী লারা রয়েছেন। অবাক করা বিষয়, পারিবারিক ওই ছবিতে আছেন টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক।

ইলন মাস্ক নির্বাচনে খোলাখুলিভাবে ট্রাম্পকে সমর্থন করেছেন এবং তাঁর পক্ষে প্রচারও চালিয়েছেন। তাই দ্বিতীয় ট্রাম্প প্রশাসনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র: বিবিসি

০২: ৫৯ , নভেম্বর ০৭

প্রশাসন গঠনের কাজ শুরু করে দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী বছরের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে কয়েক দিনের মধ্যেই নিজের প্রশাসন গঠনের কাজ শুরু করে দেবেন তিনি। বিবিসির তথ্য, ক্ষমতার পালাবদল নিয়ে গঠিত ট্রাম্পের দলের কো–চেয়ার লিন্ডা ম্যাকমোহন ও হওয়ার্ড লুটনিক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

০৩: ৪১ , নভেম্বর ০৭

ট্রাম্পকে অভিনন্দন জানালেন ক্লিনটন দম্পতি

বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন।
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তাঁরা ট্রাম্পের রানিং মেট জে ডি ভ্যান্সকেও অভিনন্দন জানিয়েছেন।

বিবৃতিতে ক্লিনটন দম্পতি বলেন, ‘আশা করি, তাঁরা (ট্রাম্প–ভ্যান্স) আমাদের সবার জন্য প্রশাসন চালাবেন।’ ক্লিনটন দম্পতি পরাজিত প্রার্থী কমলা হ্যারিস ও তাঁর রানিং মেট টিম ওয়ালজের প্রশংসা করেন।

তথ্যসূত্র: আল–জাজিরা

০৩: ৫৩ , নভেম্বর ০৭

সিনেটে রিপাবলিকান ৫২, ডেমোক্র্যাট ৪৪

যুক্তরাষ্ট্রের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ৫১টি আসন দরকার। বিবিসির সর্বশেষ তথ্য, নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি এরইমধ্যে ৫২টি আসনে জয় নিশ্চিত করেছে। আর ডেমোক্রেটিক দলের প্রার্থীরা জয় পেয়েছেন ৪৪টি আসনে। একটি আসনে জয়ী হয়েছেন নির্দলীয় প্রার্থী।

০৩: ৫৬ , নভেম্বর ০৭

নির্বাচন শেষে পরবর্তী গুরুত্বপূর্ণ দিনগুলো

ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে গত মঙ্গলবার (৫ নভেম্বর)। চূড়ান্ত ফল ঘোষণা এখনো বাকি। তবে প্রয়োজনীয় ২৭০টির বেশি ইলেকটোরাল ভোট পাওয়ায় বিজয় নিশ্চিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। আগামী বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন তিনি।

এর মাঝে আরও কিছু গুরুত্বপূর্ণ দিন রয়েছে—

১১ ডিসেম্বর: অঙ্গরাজ্যগুলোয় ভোটের (পপুলার) ফল নিশ্চিত করে সনদ জারির শেষ সময়সীমা।

১৭ ডিসেম্বর: অঙ্গরাজ্যগুলোয় ভোট দেবেন ইলেকটোরাল ভোটারেরা।

৩ জানুয়ারি: নতুন কংগ্রেসের যাত্রা শুরু।

৬ জানুয়ারি: কংগ্রেসে ইলেকটোরাল ভোট গণনা।

২০ জানুয়ারি: নতুন প্রেসিডেন্টের শপথ।