ট্রাম্প ডব্লিউএইচওতে আবার যোগ দেওয়া নিয়ে ভাববেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) যুক্তরাষ্ট্রের আবার যোগদানের বিষয়টি তিনি বিবেচনা করতে পারেন।
কয় দিন আগেই এক নির্বাহী আদেশে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করার নির্দেশ দেন ট্রাম্প। প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর ট্রাম্পের নিজের জারি করা নির্বাহী আদেশের বিষয়ে এখন তিনি নিজেই বিবেচনা করার কথা বলছেন।
করোনা মহামারি এবং স্বাস্থ্যসংক্রান্ত আরও বিভিন্ন আন্তর্জাতিক সংকট সামাল দিতে ব্যর্থতার অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজ দেশকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
লাস ভেগাসে এক সমাবেশে ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রসঙ্গ টেনে বলেন, ‘হয়তো আমরা এটা আবারও বিবেচনা করে দেখতে পারি। আমি আসলে জানি না। হয়তো আমরা করব। তবে তাদের এটা স্বচ্ছ করতে হবে।’
ট্রাম্পের নির্দেশনা বহাল থাকলে ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চুকে যাওয়ার কথা রয়েছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর গত সোমবার এই ঘোষণা দেন ট্রাম্প।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় অর্থের সবচেয়ে বড় জোগানদাতা যুক্তরাষ্ট্র। সংস্থাটির মোট তহবিলের ১৮ শতাংশ একাই জোগান দেয় ওয়াশিংটন। ২০২৪-২৫ অর্থবছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাজেটের আকার ৬৮০ কোটি ডলার।
লাস ভেগাসের সমাবেশে ট্রাম্প বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় জনসংখ্যায় তুলনামূলক বড় দেশ চীনের চেয়ে যুক্তরাষ্ট্র বেশি অর্থ দিয়ে থাকে, এতে তিনি খুবই অখুশি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্প। এর আগে ২০২০ সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিল। ওই সময় বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়েছিল।