নির্বাচনের রাতে দুঃসংবাদের ভিড়ে কথা বলবেন না কমলা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ৫ নভেম্বর ২০২৪ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে (নির্বাচনের রাত) তাঁর সমর্থকদের উদ্দেশে কিছু বলবেন না।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসছে। ফলাফলে কমলার চেয়ে অনেকটা এগিয়ে তাঁর নির্বাচনী প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এমন প্রেক্ষাপটে কমলার প্রচারশিবিরের পক্ষ থেকে জানানো হলো, নির্বাচনের রাতে তিনি সমর্থকদের উদ্দেশে কিছু বলবেন না।

কমলার প্রচারশিবিরের কো-চেয়ার সেড্রিক রিচমন্ড। ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ৫ নভেম্বর ২০২৪
ছবি: এএফপি

কমলার প্রচারশিবিরের কো-চেয়ার সেড্রিক রিচমন্ড বলেন, বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা আজ রাতে (মঙ্গলবার রাত) তাঁর সমর্থকদের উদ্দেশে কোনো বক্তব্য দেবেন না। তবে তিনি আগামীকাল (স্থানীয় সময় বুধবার) বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

রিচমন্ড আরও বলেন, ‘আমাদের এখনো ভোট গণনা বাকি আছে। আমাদের এখনো এমন অঙ্গরাজ্য রয়েছে, যেগুলোর ফলাফল এখনো আসেনি।’

সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে দুটিতে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের খবর আসার পর এমন ঘোষণা দিল কমলার প্রচারশিবির। এই দুই অঙ্গরাজ্য হলো—নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়া।

রিচমন্ড বলেন, প্রতিটি ভোট গণনা হওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য কমলার শিবির লড়াই চালিয়ে যাবে। ফলাফলে যেন প্রত্যেক ভোটারের রায় প্রতিফলিত হয়।

স্থানীয় সময় গতকাল (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। ইতিমধ্যে অধিকাংশ অঙ্গরাজ্যের ফলাফল পাওয়া গেছে।

নির্বাচনের ফলাফলে হতাশ কমলার সমর্থকেরা। ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ৫ নভেম্বর ২০২৪
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। তাই এটিকে (২৭০) ‘ম্যাজিক’ সংখ্যা বলা হয়।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত পাওয়া ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৪৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। আর তাঁর নির্বাচনী প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৮৭টি ইলেকটোরাল কলেজ ভোট। অর্থাৎ, ইলেকটোরাল কলেজ ভোটের হিসাবে কমলার চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। দুজনের মধ্যকার ব্যবধান ৫৯।