৮১ বছরেও চালাচ্ছেন ট্রেন
বয়স তাঁর ৮১ বছর। এখনো তিনি ট্রেনের চালক হিসেবে কাজ করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরিটিতে (এমবিটিএ) কাজ করেন এই নারী ট্রেনচালক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি এই নারীকে বিশ্বের সবচেয়ে বয়সী ট্রেনচালক হিসেবে স্বীকৃতি দিয়েছে।
অঙ্গরাজ্যের বোস্টন শহরের নাগরিক হেলেন আনতেনুচ্ছি নামের এই নারী ট্রেনচালক প্রায় তিন দশক ধরে ব্লু লাইন ট্রেন চালাচ্ছেন। ১৯৯৫ সালে ৫৩ বছর বয়সে তিনি এমবিটিএতে চাকরিজীবন শুরু করেন।
হেলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ‘আমার পাঁচজন কন্যাসন্তান রয়েছে। তাদের জন্য আমি বাড়ির বাইরে বের হয়েছি এবং তারাই আমার জীবনে সব শান্তি ও সুখের উৎস।’
হেলেনের এক সহকর্মী তাঁর পক্ষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেন। এরপর যাচাই-বাছাই শেষে তাঁকে বিশ্বের সবচেয়ে বয়সী ট্রেনচালক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গিনেস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণার আগে এই আবেদনের বিষয়ে তিনি কিছুই জানতেন না।
হেলেন বলেন, ‘এই গোলমাল সম্পর্কে আমি কিছুই জানি না। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং আমার যা ভালো লাগে, আমি তাই করি। খুব বেশি লোকজন আমার বয়স সম্পর্কে জানতে চায় না।’
হেলেন বলেন, ‘প্রতিদিনের দারুণ এই কাজকর্মে সহযোগিতা করায় আমি আমার সহকর্মী, পরিবার, বন্ধুবান্ধব ও যাত্রীদের ধন্যবাদ জানাই।’
খুব শিগগিরই ৮২ বছর বয়সে পদার্পণ করতে যাচ্ছেন হেলেন। তিনি বলেন, এখনই তাঁর অবসরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
হেলেন বলেন, ‘আমি আমার যাত্রীদের গন্তব্যে আনা-নেওয়ার কাজ চালিয়ে যাব, যতক্ষণ না আমার প্রতিষ্ঠান আমাকে বলবে, তুমি আর পারছ না। তবে আমি আশাবাদী, খুব শিগগিরই এমন কিছু ঘটবে না।’