মার্কিন প্রতিনিধি পরিষদে প্রথম ট্রান্সজেন্ডার সারা ম্যাকব্রাইড
প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন সারা ম্যাকব্রাইড। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে তিনি প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।
এনবিসি নিউজ জানিয়েছে, গতকাল মঙ্গলবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সারা রিপাবলিকান পার্টির প্রতিনিধি পরিষদ প্রার্থী তৃতীয় জন ওয়েলেনকে হারিয়ে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। মোট পড়া ভোটের মধ্যে সারা পেয়েছেন ৫৭ দশমিক ৮ শতাংশ ভোট। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সিনেটের প্রায় এক-তৃতীয়াংশ ও প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে নির্বাচন হয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর পদেও ভোট হয়েছে।
৩৪ বয়সী সারা ২০২০ সালে ডেমোক্রেটিক পার্টির হয়ে ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে সিনেটর নির্বাচিত হন। ২০১৬ সালে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রথম জাতীয় সম্মেলনে প্রথমবারের মতো বক্তৃতা দেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে ২০১২ সালে তিনি হোয়াইট হাউসে শিক্ষানবিশ হিসেবে কাজ করেন।
গতকাল নির্বাচনের আগে বার্তা সংস্থা রয়টার্সকে সারা বলেন, ‘কোনো ক্ষেত্রে আপনি যখন প্রথম ব্যক্তি হন, তখন আপনাকে আপনার সেরাটা দিতে চেষ্টা করতে হয়। তাই আমার ওপর অনেক দায়িত্ব আছে।’
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গত কয়েক বছরে ট্রান্সজেন্ডারবিরোধী আইন বেড়েছে। ২০২৩ সালে দেশটির ৩৭টি অঙ্গরাজ্যের হাসপাতালে লিঙ্গ পরিবর্তন সেবার ওপর বিধিনিষেধ আরোপ করে অন্তত ১৪২টি আইন করা হয়েছে। ওই বছর আগের বছরের চেয়ে প্রায় তিন গুণ বেশি ট্রান্সজেন্ডারবিরোধী আইন করা হয়েছে।
ডেলাওয়ারের উইলমিংটনে বেড়ে ওঠা সারা ২০১১ সালে নিজের লিঙ্গ (ট্রান্স) পরিবর্তনের বিষয়টি প্রকাশ্যে আনেন। সমাজকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক করার আশা নিয়ে তিনি রাজনীতি শুরু করেন।