কেমন হলো ফার্স্ট লেডি মেলানিয়ার দাপ্তরিক ছবি

ওয়াশিংটন মনুমেন্ট পেছনে রেখে দাপ্তরিক ছবি তুলেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প
ছবি: হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে

সাদা–কালো একটি ছবি। মাঝবরাবর দাঁড়িয়ে আছেন মেলানিয়া ট্রাম্প। পরনে ঘন কালো বিজনেস স্যুট, সঙ্গে সাদা শার্ট। খোলা সোনালি চুল কাঁধের একপাশ দিয়ে সামনের দিকে ঝুলে রয়েছে। কাচের বড়সড় একটি টেবিলের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। দুই হাত টেবিলের ওপর রাখা। স্বচ্ছ কাচে দেখা যাচ্ছে মেলানিয়ার প্রতিবিম্বের কিছুটা।

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দাপ্তরিক ছবি এটা। হোয়াইট হাউসের ওয়েবসাইটে ছবিটি প্রকাশ করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরদিন হোয়াইট হাউসের ইয়েলো ওভাল রুমে মেলানিয়ার এ ছবি তোলা হয়। আইকনিক ওয়াশিংটন মনুমেন্ট পেছনে রেখে ছবিটি তোলেন মেলানিয়া। ফার্স্ট লেডি মেলানিয়া একজন সাবেক মডেল। তাই তাঁর পোশাক, দাঁড়ানোর ভঙ্গি আর অভিব্যক্তি অনেকেরই নজর কেড়েছে।

মেলানিয়ার দাপ্তরিক ছবিটি তুলেছেন আলোকচিত্রী রেগিনি মাহাউক্স। ফ্যাশনজগতের প্রখ্যাত একজন আলোকচিত্রী বেলজিয়ামের এই নারী। ২০ বছরের বেশি সময় ধরে ট্রাম্প পরিবারের ছবি তুলছেন তিনি।

এবারই প্রথম নয়, ২০১৭ সালে ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্টের দায়িত্ব নেন, তখনো মেলানিয়ার দাপ্তরিক ছবি তুলেছিলেন রেগিনি। তিনি গত সোমবার বিবিসিকে বলেন, ‘দ্বিতীয়বারের মতো ফার্স্ট লেডির দাপ্তরিক ছবি তোলার জন্য আমাকে বেছে নেওয়ায় সত্যিই গর্ববোধ করছি।’

মেলানিয়া প্রসঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে এই আলোকচিত্রী আরও বলেন, ‘শিল্পী হিসেবে এমন একজন অনুপ্রেরণাদায়ক নারীর সঙ্গে কাজ করাটা বিরাট সুযোগের। তিনি সবকিছু নিখুঁত করতে চান এবং সৃজনশীল কাজের সঙ্গে সত্যিকারভাবে জড়িত।’

ছবিটির প্রসঙ্গে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের শিল্প ইতিহাস বিভাগের ফ্যাকাল্টি পরিচালক গুয়েনদোলেন দুবোইস শ বলেন, ফার্স্ট লেডি মেলানিয়াকে ‘আত্মবিশ্বাসী, ধীরস্থির ও অভিজাত’ দেখাচ্ছে। এ জন্য তিনি নিজের বিশ্বস্ত একজন আলোকচিত্রীকেই বেছে নিয়েছেন।