নিউ অরলিয়েন্সের পর এবার নিউইয়র্ক সিটিতে গুলিবর্ষণ, আহত ১০

নিউইয়র্ক সিটিতে হামলার পর ঘটনাস্থলে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাছবি: ইউটিউব থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্স বরোতে খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিনের শেষ ভাগে গুলিবর্ষণের একটি ঘটনায় ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের পুলিশ বিভাগ এ তথ্য জানায়।

স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজনের একটি ক্লাবের বাইরে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জন নারী ও অন্যরা পুরুষ। তাঁরা সবাই সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছে পুলিশ।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানায়, ক্লাবটির বাইরে সমবেত হওয়া লোকজনের এক ভিড়ে তিন থেকে চারজন গুলিবর্ষণ করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জ্ঞাপন ও ঘটনার বিভিন্ন ছবি শেয়ার করছেন ব্যবহারকারীরা। এটিকে সন্ত্রাসী হামলার ঘটনা হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে পুলিশ।

নববর্ষের প্রথম দিন যুক্তরাষ্ট্রে আরও দুটি সহিংস হামলার কয়েক ঘণ্টা পর নিউইয়র্ক সিটিতে এ গুলিবর্ষণের ঘটনা ঘটল। প্রথম ঘটনায় নিউ অরলিয়েন্সে নববর্ষ উদ্‌যাপনকালে ভিড়ের মধ্যে এক ব্যক্তি ট্রাক উঠিয়ে দিলে ১৫ জন নিহত হন। অপর ঘটনাটি ঘটে লাস ভেগাসে ট্রাম্প হোটেলের বাইরে। সেখানে একটি টেসলা ট্রাক বিস্ফোরিত হলে একজন নিহত ও সাতজন আহত হন।

নববর্ষের প্রথম দিন যুক্তরাষ্ট্রে আরও দুটি সহিংস হামলার কয়েক ঘণ্টা পর নিউইয়র্ক সিটিতে এ গুলিবর্ষণের ঘটনা ঘটল। প্রথম ঘটনায় নিউ অরলিয়েন্সে নববর্ষ উদ্‌যাপনকালে ভিড়ের মধ্যে এক ব্যক্তি ট্রাক উঠিয়ে দিলে ১৫ জন নিহত হন। অপর ঘটনাটি ঘটে লাস ভেগাসে ট্রাম্প হোটেলের বাইরে। সেখানে একটি টেসলা ট্রাক বিস্ফোরিত হলে একজন নিহত ও সাতজন আহত হন।

আরও পড়ুন

এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। ঘটনাগুলোর সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের যোগসূত্র আছে কি না, সে বিষয়ও তদন্ত করছেন তাঁরা।

আরও পড়ুন