চোখের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গেলেন এক নারী। চিকিৎসক পরীক্ষা করতে গিয়ে রোগীর চোখের পাতার নিচে কনটাক্ট লেন্সের অস্তিত্ব খুঁজে পান। কিন্তু এরপর তিনি যা দেখলেন, তার জন্য তিনি নিশ্চয়ই প্রস্তুত ছিলেন না। কারণ, ওই রোগীর চোখের পাতার নিচে লেন্স কেবল একটি নয়, ছিল ২৩টি। পরে চিকিৎসক একে একে সেগুলো বের করে আনেন।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। এ নিয়ে গতকাল শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। অবশ্য ঘটনাটি কবের বা রোগীর নাম এতে প্রকাশ করা হয়নি।
ওই নারী চিকিৎসককে জানিয়েছেন, তিনি রাতে ঘুমাতে যাওয়ার আগে তাঁর চোখের কনটাক্ট লেন্স খুলতে ভুলে গেছেন। পরে সকালে নতুন লেন্স পরেছেন। শুধু এক রাত নয়, পরপর ২৩ রাত তিনি একই ভুল করেছেন।
ওই নারীর চোখ থেকে এসব লেন্স বের করে আনার ভিডিও গত ১৩ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে পোস্ট করেন ওই চিকিৎসক। পরে এটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একের পর এক লেন্স বের করে আনছেন চিকিৎসক।
এ ঘটনায় অবাক চিকিৎসক ক্যাটরিনা কুর্তেভা লিখেছেন, ‘কারও চোখের ভেতর থেকে ২৩টি কন্টাক্ট লেন্স বের করেছি। আমার ক্লিনিকের বাস্তব ভিডিও। আপনারা কন্টাক্ট লেন্স চোখে রেখে ঘুমাবেন না।’
ভিডিওটি পোস্ট করার সময় ওই চিকিৎসক লিখেছেন, ‘কেউ রাতে কন্টাক্ট লেন্স খুলতে ভুলে যান এবং পরের সকালে আবার নতুন লেন্স লাগান, এমন ঘটনা খুবই কম। তা-ও টানা ২৩ দিন!’
আরেকটি পোস্টে চিকিৎসক জানান, এসব লেন্স চোখের পাতার নিচে এক মাসের মতো সময় থাকার কারণে আঠার মতো একটি আরেকটির সঙ্গে লেগে গিয়েছিল।
ভিডিওটি অনলাইনে শেয়ার হওয়ার পর এখন পর্যন্ত ২৯ লাখ মানুষ দেখেছেন। ৮১ হাজার মানুষ লাইক দিয়েছেন। মন্তব্যের ঘরে অনেকে হতবাক হওয়ার ইমোজি দিয়েছেন। ওই নারীকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে একজন লিখেছেন, ‘আমি মনে করি, তাঁর কন্টাক্ট লেন্স বাদ দিয়ে চশমা ব্যবহার করা উচিত।’