ভোল পাল্টালেন বলসোনারো
ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো বলেছেন, তিনি জো বাইডেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনকে অভিনন্দন জানিয়ে গতকাল মঙ্গলবার এ কথা বলেন বলসোনারো। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক মাসের বেশি সময় পর বাইডেনকে অভিনন্দন জানালেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মঙ্গলবার বাইডেনকে অভিনন্দন জানান। বাইডেনকে বিলম্বিত অভিনন্দন জানানোর এই দলে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরও আছেন।
যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজ ভোটে ডেমোক্র্যাট প্রার্থীর জয় নিশ্চিত হওয়ার পর রাশিয়া, ব্রাজিল ও মেক্সিকোর নেতারা বাইডেনকে অভিনন্দন জানালেন।
গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনপদ্ধতির দ্বিতীয় ধাপ ইলেকটোরাল কলেজের ভোট অনুষ্ঠিত হয়। এই ভোটেও বাইডেন জয়ী হন। বাইডেন ৩০৬টি ও ট্রাম্প ২৩২টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হতে কোনো প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়।
এক বিবৃতিতে ব্রাজিলের কট্টর ডানপন্থী নেতা বলসোনারো বলেন, ‘জো বাইডেনকে আমার অভিনন্দন, শুভেচ্ছা।’ এই বার্তার সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের শেষ লাইন জুড়ে দিয়ে দেশটির প্রতি শুভকামনা জানান।
বলসোনারো বলেন, বাইডেনের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত থাকবেন। বিশ্বজুড়ে সার্বভৌমত্ব, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় ব্রাজিল-যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখবেন।
নির্বাচনের পর বাইডেন বেসরকারিভাবে জয়ী হলে অধিকাংশ বিশ্বনেতা তাঁকে অভিনন্দন জানান। কিন্তু তখন বাইডেনকে অভিননন্দন না জানানোর পক্ষে অনড় অবস্থানে থাকেন বলসোনারো।
যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচার চলাকালে বাইডেনের সঙ্গে বিবাদে জড়ান বলসোনারো। আমাজন বন রক্ষায় ব্রাজিলের ব্যর্থতা নিয়ে সমালোচনা করেছিলেন বাইডেন। তখন বাইডেনের সমালোচনার কড়া জবাব দেন বলসোনারো।
বলসোনারো ‘গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের ট্রাম্প’ নামে পরিচিত। তিনি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ভক্ত।