ব্রাজিলের প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর বড় ছেলে ফ্লাভিও বলসোনারোর (৩৯) বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, তহবিলের অপব্যবহার এবং একটি অপরাধ সংস্থা পরিচালনার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার তাঁর বিরুদ্ধে রিও ডি জেনিরোতে আইনজীবীরা একটি মামলা করেছেন। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত বুধবার দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ফ্লাভিওসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
আইনজীবীদের অভিযোগ, সিনেটর ফ্লাভিও অর্থ আত্মসাতে যুক্ত। তবে সিনেটর এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আদালত এসব অভিযোগ গ্রহণ করবেন না। এর কোনো প্রমাণ নেই।
আইনজীবীরা বলছেন, ফ্লাভিও সরকারি কাজে অপ্রয়োজনীয় লোক নিয়োগ করেন এবং তাঁদের বেতন থেকে অর্থ নেন। ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত এ স্ক্যাম চালানো হয়।
আইনজীবীরা তাঁদের অভিযোগ নিয়ে বিস্তারিত তথ্য জানাননি। তাঁরা বলছেন, অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
২০১৮ সালে দুর্নীতিবিরোধী অবস্থান ও অপরাধ নির্মূল করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বলসোনারো।