২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ব্রাজিলে তিন বাহিনীর প্রধানের পদত্যাগ, চাপে বলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো
ছবি: রয়টার্স

ব্রাজিলের সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট জইর বলসোনারো তিন বাহিনীতেই নতুন প্রধান নিয়োগ দেবেন বলে দেশটির সরকার জানিয়েছে। গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে ব্রাজিলের সরকার।

বিবিসির খবরে জানানো হয়, প্রেসিডেন্ট জইর বলসোনারোর সঙ্গে মতানৈক্যের জের ধরে পদত্যাগ করেন তিন বাহিনীর প্রধানেরা। প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করার পরদিনই এ ঘটনা ঘটল।

তিন বাহিনীর প্রধানেরা হলেন জেনারেল এডসন লিয়েল পুজল, অ্যাডমিরাল ইলকেস বারবোসা ও লেফটেন্যাস্ট ব্রিগেডিয়ার আন্তোনিও কার্লোস বারমুডেজ। গতকাল মঙ্গলবার তাঁরা পদত্যাগ করেন। বিবিসি মনে করে, এযাবৎকালের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়েছেন প্রেসিডেন্ট বলসোনারো।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের একযোগে পদত্যাগের ঘটনায় কিছুটা বেকায়দায় পড়েছে বলসোনারোর সরকার। এর আগে মন্ত্রিসভায়ও রদবদল করেন জইর বোলসোনারো। পররাষ্ট্র, প্রতিরক্ষা ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বদল করেছেন তিনি। গত সপ্তাহে নতুন স্বাস্থ্যমন্ত্রীও নিয়োগ দিয়েছেন বলসোনারো। মহামারির সময়ে এর মধ্যে চতুর্থ স্বাস্থ্যমন্ত্রী দেখল ব্রাজিল।

কোভিড-১৯ রোগে পর্যুদস্ত হয়ে পড়েছে ব্রাজিল। দেশটিতে এখনো পর্যন্ত এ রোগে ৩ লাখ ১৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৩ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে কোভিডে। দেশটির হাসপাতালগুলোতে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর ভিড় প্রচণ্ড।

মহামারি পরিস্থিতি সামলানো নিয়ে গত বছর থেকেই সমালোচনার মুখে আছেন জইর বলসোনারো। সম্প্রতি প্রেসিডেন্ট হিসেবে তাঁর জনপ্রিয়তাও কমছে। এ অবস্থায় তিন বাহিনীর প্রধানদের পদত্যাগে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো তিন বাহিনীর প্রধানেরা একসঙ্গে পদত্যাগ করলেন।