বাইডেন প্রশাসনকে কলম্বিয়ার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর চিঠি
আফ্রো-কলম্বিয়ান ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের শতাধিক মানবাধিকার সংস্থা সহিংসতা অবসানে সহায়তা চেয়ে মার্কিন প্রশাসনকে চিঠি দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের উদ্দেশে লেখা ওই চিঠির একাংশ উন্মুক্ত করে দেওয়া হয়।
আল–জাজিরার আজ শনিবারের খবরে জানানো হয়, চিঠির ওই অংশে বলা হয়েছে, ৪০ বছরের বেশি সময় ধরে সশস্ত্র সহিংস পরিস্থিতিতে বসবাস করছে কলম্বিয়ার কৃষ্ণাঙ্গ, আদিবাসী ও গ্রামীণ কৃষকেরা। নির্যাতন, হত্যা, গুম করে দেওয়া, গৃহহীন করা, জমি দখল, যৌন সহিংসতার মতো ঘটনা ঘটছে কলম্বিয়ার এসব জনগোষ্ঠীর সঙ্গে।
২০১৬ সালে রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার সঙ্গে বিতর্কিত শান্তিচুক্তিতে সই করে কলম্বিয়ার সরকার। তবে দেশটির ডানপন্থী ইভান দুকের সরকার এই চুক্তি মেনে নেয়নি।
চুক্তি সইয়ের চার বছর পর থেকে দেশটির গ্রামীণ এলাকায় সহিংসতা বেড়েছে। বাইডেন প্রশাসনকে দেওয়া চিঠিতে বিদ্রোহী দল ইএলএনের (ন্যাশনাল লিবারেশন আর্মি) সঙ্গে ফার্ক বিদ্রোহীদের শান্তি আলোচনা শুরুতে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
আগামী সপ্তাহে মার্কিন কংগ্রেসে এই চিঠি পাঠানো হবে।
কলম্বিয়া রিস্ক অ্যানালাইসিসের পরিচালক ও রাজনীতিবিষয়ক বিশ্লেষক সারগিও গুজম্যান বলেন, আফ্রো-কলম্বিয়ান ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কথা বাইডেন প্রশাসনকে ভাবতে হবে।